কুষ্টিয়া পৌরসভার শ্রমিকদের বিক্ষোভ
- সময় ০১:৩৬:৪২ অপরাহ্ন, রবিবার, ১৯ জানুয়ারি ২০২৫
- / 15
মজুরি বৃদ্ধি ও চাকরি মাস্টাররুল করা সহ ৪দফা দাবিতে আবারও বিক্ষোভ করেছেন কুষ্টিয়া পৌরসভার দৈনিক হাজিরাভিত্তিক শ্রমিকরা।
রবিবার(১৯ জানুয়ারি) সকাল ৯টার পৌরসভার প্রধান ফটকের সামনে অবস্থান নিয়ে ক্ষোভ প্রকাশ করেন তারা।
এসময় বাকি লাল নামে এক শ্রমিক বলেন,আমাদের ন্যয্য বেতন ১৮ হাজার টাকা। কিন্তু এরা সেই টাকায় ৩ জন শ্রমিক খাটাই। আমরা দাবি জানালে আশ্বাস দেয় সবাই, কিন্তু বাস্তবায়ন হয় না।
বিক্ষোভ কর্মসূচিতে অংশ নেওয়ায় পৌরসভার কর্মকর্তা তাদের হুমকি দিয়েছেন দাবি করে বাকি লাল বলেন, আমরা পেটের দায়ে এখানে দাঁড়িয়েছি। আমরা তো রাজনীতি করি না।
তিনি বলেন, বিগত কিছুদিন ধরে আমাদের আন্দোলন চলছে। এর আগে ডিসি সাহেব আশ্বাস দিয়ে গেল, এরপর ২০-২৫ দিন পার হয়ে গেলেও আমাদের বেতন নিয়ে কোনো কথা হচ্ছে না। কেউ আর আশ্বাসও দিচ্ছে না।
এর আগে গত ২৯ ডিসেম্বর(রবিবার) পৌরসভার প্রধান ফটকের সামনে কয়েকশ দৈনিক হাজিরাভিত্তিক শ্রমিক কর্মসূচিতে অংশ নেন।
তারা দাবী করেন, দ্রর্ব্যমূল্যের উর্দ্ধগতির বাজারে প্রতিদিন ২৭৫ টাকা হাজিরায় তারা পরিবার পরিজন নিয়ে মানবেতর জীবন যাপন করছে।
শেয়ার করুন
-
সর্বশেষ
-
সর্বাধিক
Devoloped By: InnoSoln Limited