০৭:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৫, ১৩ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ

কুষ্টিয়ায় ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দিল সাংবাদিকরা

নিজস্ব প্রতিবেদক, কুষ্টিয়া
  • সময় ০৮:০৮:২৭ অপরাহ্ন, সোমবার, ১৭ ফেব্রুয়ারি ২০২৫
  • / 35

৪৮ ঘণ্টার আল্টিমেটাম দিল সাংবাদিকরা

কুষ্টিয়ায় সংবাদ সংগ্রহকালে দৈনিক খবরওয়ালা পত্রিকার চিত্র সাংবাদিক ইমরান হোসেনের ওপর মাদক চক্রের নৃশংস হামলার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছেন জেলার সাংবাদিকরা। পুলিশের উপস্থিতিতেই এই হামলা চালানো হয়, হামলাকারীরা ক্যামেরা ছিনিয়ে নেয় এবং বেধড়ক মারধর করে।

সোমবার (১৭ ফেব্রুয়ারি) বেলা ১১টায় কুষ্টিয়া পুলিশ সুপার কার্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

বিক্ষোভে নেতৃত্ব দেন কুষ্টিয়া প্রেসক্লাবের সভাপতি আল-মামুন সাগর, সহ-সভাপতি নুরনবী বাবু, জ্যেষ্ঠ সাংবাদিক মিজানুর রহমান লাকি, দেশ টিভির প্রতিনিধি নাহিদুল ইসলাম তিতাস, এনটিভি অনলাইনের প্রতিনিধি খন্দকার আহসান হাবিব এবং দৈনিক খবরওয়ালার ভারপ্রাপ্ত সম্পাদক মুন্সী শাহীন আহমেদ।

সমাবেশ চলাকালে সাংবাদিকরা কুষ্টিয়া-ঈশ্বরদী মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ করে দেন এবং হামলাকারীদের গ্রেপ্তারে পুলিশ সুপারকে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দেন।

বক্তারা বলেন, নির্ধারিত সময়ের মধ্যে দোষীদের গ্রেপ্তার করা না হলে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।

রবিবার (১৬ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে কুষ্টিয়া শহরের চৌড়হাস এলাকায় প্রতীতি বিদ্যালয়ের সামনে সড়ক দুর্ঘটনায় এক শিশু শিক্ষার্থী নিহত হয়। সংবাদ সংগ্রহের সময় দৈনিক খবরওয়ালার ফেসবুক পেজে লাইভ চলাকালে চিহ্নিত সন্ত্রাসী ও মাদকসেবী রকি (৩২) ও আরিফুল (৩৩) নেতৃত্বে ১০-১২ জন সাংবাদিক ইমরানের ওপর হত্যার উদ্দেশ্যে হামলা চালায়।

দেশীয় অস্ত্র দিয়ে নৃশংসভাবে আঘাত করে তার নাক, পিঠ ও মাথা কেটে রক্তাক্ত জখম করা হয়। এই ঘটনার একটি ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।

পরবর্তীতে সাংবাদিক ইমরান হোসেন কুষ্টিয়া মডেল থানায় একটি মামলা দায়ের করেছেন।

এ ঘটনার পর পুলিশ অভিযান চালিয়ে প্রধান দুই আসামি রকি ও আরিফুলকে গ্রেপ্তার করেছে। অন্যদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে কুষ্টিয়া মডেল থানা পুলিশ।

সাংবাদিকরা এই হামলার দ্রুত বিচার ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবি জানিয়েছেন।

শেয়ার করুন

কুষ্টিয়ায় ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দিল সাংবাদিকরা

সময় ০৮:০৮:২৭ অপরাহ্ন, সোমবার, ১৭ ফেব্রুয়ারি ২০২৫

কুষ্টিয়ায় সংবাদ সংগ্রহকালে দৈনিক খবরওয়ালা পত্রিকার চিত্র সাংবাদিক ইমরান হোসেনের ওপর মাদক চক্রের নৃশংস হামলার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছেন জেলার সাংবাদিকরা। পুলিশের উপস্থিতিতেই এই হামলা চালানো হয়, হামলাকারীরা ক্যামেরা ছিনিয়ে নেয় এবং বেধড়ক মারধর করে।

সোমবার (১৭ ফেব্রুয়ারি) বেলা ১১টায় কুষ্টিয়া পুলিশ সুপার কার্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

বিক্ষোভে নেতৃত্ব দেন কুষ্টিয়া প্রেসক্লাবের সভাপতি আল-মামুন সাগর, সহ-সভাপতি নুরনবী বাবু, জ্যেষ্ঠ সাংবাদিক মিজানুর রহমান লাকি, দেশ টিভির প্রতিনিধি নাহিদুল ইসলাম তিতাস, এনটিভি অনলাইনের প্রতিনিধি খন্দকার আহসান হাবিব এবং দৈনিক খবরওয়ালার ভারপ্রাপ্ত সম্পাদক মুন্সী শাহীন আহমেদ।

সমাবেশ চলাকালে সাংবাদিকরা কুষ্টিয়া-ঈশ্বরদী মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ করে দেন এবং হামলাকারীদের গ্রেপ্তারে পুলিশ সুপারকে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দেন।

বক্তারা বলেন, নির্ধারিত সময়ের মধ্যে দোষীদের গ্রেপ্তার করা না হলে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।

রবিবার (১৬ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে কুষ্টিয়া শহরের চৌড়হাস এলাকায় প্রতীতি বিদ্যালয়ের সামনে সড়ক দুর্ঘটনায় এক শিশু শিক্ষার্থী নিহত হয়। সংবাদ সংগ্রহের সময় দৈনিক খবরওয়ালার ফেসবুক পেজে লাইভ চলাকালে চিহ্নিত সন্ত্রাসী ও মাদকসেবী রকি (৩২) ও আরিফুল (৩৩) নেতৃত্বে ১০-১২ জন সাংবাদিক ইমরানের ওপর হত্যার উদ্দেশ্যে হামলা চালায়।

দেশীয় অস্ত্র দিয়ে নৃশংসভাবে আঘাত করে তার নাক, পিঠ ও মাথা কেটে রক্তাক্ত জখম করা হয়। এই ঘটনার একটি ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।

পরবর্তীতে সাংবাদিক ইমরান হোসেন কুষ্টিয়া মডেল থানায় একটি মামলা দায়ের করেছেন।

এ ঘটনার পর পুলিশ অভিযান চালিয়ে প্রধান দুই আসামি রকি ও আরিফুলকে গ্রেপ্তার করেছে। অন্যদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে কুষ্টিয়া মডেল থানা পুলিশ।

সাংবাদিকরা এই হামলার দ্রুত বিচার ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবি জানিয়েছেন।