ঢাকা ১১:৫৫ পূর্বাহ্ন, বুধবার, ১৯ ফেব্রুয়ারি ২০২৫, ৭ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ

কুষ্টিয়ায় সেনা অভিযানে অস্ত্রসহ তিন সন্ত্রাসী আটক

নিজস্ব প্রতিবেদক, কুষ্টিয়া
  • সময় ১০:৪৫:৪২ অপরাহ্ন, শনিবার, ১৫ ফেব্রুয়ারি ২০২৫
  • / 23

কুষ্টিয়ায় সেনা অভিযানে অস্ত্রসহ তিন সন্ত্রাসী আটক

অপারেশন ডেভিল হান্ট-এর অংশ হিসেবে কুষ্টিয়ায় সেনাবাহিনী বিশেষ অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্রসহ তিনজনকে আটক করেছে। গোপন সংবাদের ভিত্তিতে ১৫ ফেব্রুয়ারি শনিবার বেলা দুইটা থেকে পাঁচটা পর্যন্ত কুষ্টিয়া পৌরসভার জুগিয়া দরগাপাড়া এলাকায় সেনাসদস্যরা অভিযান পরিচালনা করেন।

এসময় একটি দেশী তৈরি পিস্তল ও সাতটি বিভিন্ন ধরনের ধারালো অস্ত্রসহ মো: লিটন (২৪), আব্দুল মমিন (৪৫) এবং রোমান আলী (২২) নামের তিনজনকে আটক করা হয়।

সেনাবাহিনীর রওশ আরা রেজিমেন্ট আর্টিলারি ডিভিশনের পক্ষ থেকে শনিবার সন্ধ্যা সাড়ে ৭টায় এক সংবাদ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়, যেখানে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে তিনটি সন্দেহভাজন বাড়িতে একযোগে অভিযান চালানো হয়। এই অভিযানে, মো: লিটন আলীর ঘরের বালিশের নিচ থেকে একটি পিস্তল উদ্ধার করা হয়। পরে তার দেয়া তথ্যমতে, মোমিন এবং রোমানকে আটক করে সেনা সদস্যরা এবং তাদের হেফাজত থেকে আরও ৭টি ধারালো অস্ত্র উদ্ধার করা হয়।

এ ঘটনায় আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে নিশ্চিত করেছেন সেনাবাহিনী।

শেয়ার করুন

কুষ্টিয়ায় সেনা অভিযানে অস্ত্রসহ তিন সন্ত্রাসী আটক

সময় ১০:৪৫:৪২ অপরাহ্ন, শনিবার, ১৫ ফেব্রুয়ারি ২০২৫

অপারেশন ডেভিল হান্ট-এর অংশ হিসেবে কুষ্টিয়ায় সেনাবাহিনী বিশেষ অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্রসহ তিনজনকে আটক করেছে। গোপন সংবাদের ভিত্তিতে ১৫ ফেব্রুয়ারি শনিবার বেলা দুইটা থেকে পাঁচটা পর্যন্ত কুষ্টিয়া পৌরসভার জুগিয়া দরগাপাড়া এলাকায় সেনাসদস্যরা অভিযান পরিচালনা করেন।

এসময় একটি দেশী তৈরি পিস্তল ও সাতটি বিভিন্ন ধরনের ধারালো অস্ত্রসহ মো: লিটন (২৪), আব্দুল মমিন (৪৫) এবং রোমান আলী (২২) নামের তিনজনকে আটক করা হয়।

সেনাবাহিনীর রওশ আরা রেজিমেন্ট আর্টিলারি ডিভিশনের পক্ষ থেকে শনিবার সন্ধ্যা সাড়ে ৭টায় এক সংবাদ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়, যেখানে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে তিনটি সন্দেহভাজন বাড়িতে একযোগে অভিযান চালানো হয়। এই অভিযানে, মো: লিটন আলীর ঘরের বালিশের নিচ থেকে একটি পিস্তল উদ্ধার করা হয়। পরে তার দেয়া তথ্যমতে, মোমিন এবং রোমানকে আটক করে সেনা সদস্যরা এবং তাদের হেফাজত থেকে আরও ৭টি ধারালো অস্ত্র উদ্ধার করা হয়।

এ ঘটনায় আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে নিশ্চিত করেছেন সেনাবাহিনী।