ঢাকা ১২:৫০ অপরাহ্ন, শনিবার, ২৫ অক্টোবর ২০২৫, ১০ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

কুষ্টিয়ায় সাপের কামড়ে এক নারীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, কুষ্টিয়া
  • সর্বশেষ আপডেট ০১:৫৫:৫২ অপরাহ্ন, শনিবার, ১৪ জুন ২০২৫
  • / 199

কুষ্টিয়া জেনারেল হাসপাতাল

কুষ্টিয়ায় সাপের কামড়ে শেফালি খাতুন (৪৫) নামের এক নারীর মৃত্যু হয়েছে। শনিবার (১৪ জুন) সকাল ১১টার দিকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত শেফালি খাতুন মিরপুর উপজেলার পোড়াদহ ইউনিয়নের তেঘরিয়া এলাকার মোহাম্মাদ আব্দুল্লাহর স্ত্রী।

নিহতের স্বজনরা জানান, আজ ভোররাতে ধান সিদ্ধ করার জন্য শেফালি রান্না ঘর থেকে জ্বালানী নেবার সময় তাকে সাপে কামড় দেয়। পরে তাকে দ্রুত কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সকাল ১১টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. হোসেন ইমাম। তিনি বলেন, সাপের কামড়ে বিষক্রিয়া হয়ে একজন নারীর মৃত্যু হয়েছে। তবে কি সাপের কামড়ে মৃত্যু হয়েছে তা নিশ্চিত করা যায়নি বলেও তিনি জানান।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

কুষ্টিয়ায় সাপের কামড়ে এক নারীর মৃত্যু

সর্বশেষ আপডেট ০১:৫৫:৫২ অপরাহ্ন, শনিবার, ১৪ জুন ২০২৫

কুষ্টিয়ায় সাপের কামড়ে শেফালি খাতুন (৪৫) নামের এক নারীর মৃত্যু হয়েছে। শনিবার (১৪ জুন) সকাল ১১টার দিকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত শেফালি খাতুন মিরপুর উপজেলার পোড়াদহ ইউনিয়নের তেঘরিয়া এলাকার মোহাম্মাদ আব্দুল্লাহর স্ত্রী।

নিহতের স্বজনরা জানান, আজ ভোররাতে ধান সিদ্ধ করার জন্য শেফালি রান্না ঘর থেকে জ্বালানী নেবার সময় তাকে সাপে কামড় দেয়। পরে তাকে দ্রুত কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সকাল ১১টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. হোসেন ইমাম। তিনি বলেন, সাপের কামড়ে বিষক্রিয়া হয়ে একজন নারীর মৃত্যু হয়েছে। তবে কি সাপের কামড়ে মৃত্যু হয়েছে তা নিশ্চিত করা যায়নি বলেও তিনি জানান।