কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত, আহত ১ | Bangla Affairs
০৩:০৪ পূর্বাহ্ন, রবিবার, ১৩ এপ্রিল ২০২৫, ২৯ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত, আহত ১

নিজস্ব প্রতিবেদক, কুষ্টিয়া
  • সময় ১১:১২:২৪ পূর্বাহ্ন, শনিবার, ১২ এপ্রিল ২০২৫
  • / 13

কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত, আহত ১

কুষ্টিয়ায় বাসের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। শনিবার (১২ এপ্রিল) সকাল সাড়ে ৮টার দিকে কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কের বটতৈল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আরও একজন আহত হয়েছেন।

নিহতরা হলেন কুষ্টিয়া সদর উপজেলার দুর্বাচারা গ্রামের নয়ন ইসলাম (৩০) ও শালঘর-মধুয়া এলাকার রনি ইসলাম (২৫)। আহত মোটরসাইকেল চালকের নাম মিজানুর রহমান।

তাঁরা তিনজনই কুষ্টিয়ার বেসরকারি প্রতিষ্ঠান কিয়াম মেটালে চাকরি করতেন।

স্থানীয়রা জানান, তিনজন একটি মোটরসাইকেলে করে কুষ্টিয়া শহরে তাদের কর্মস্থলে যাচ্ছিলেন। এ সময় কুষ্টিয়া থেকে গড়াই পরিবহনের একটি বাস যাত্রী নিয়ে খুলনার উদ্দেশে যাচ্ছিল। বটতৈল মাঠপাড়া এলাকায় পৌঁছালে মোটরসাইকেলটি ডান পাশ দিয়ে একটি গাড়িকে ওভারটেক করার সময় উল্টো পথে চলে যায়। এ সময় বিপরীত দিক থেকে আসা বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুইজন নিহত হন।

কুষ্টিয়া হাইওয়ে পুলিশের এসআই জয়দেব জানান, মোটরসাইকেল ও গড়াই বাস চাপায় দুইজন নিহত হয়েছেন। নিহতদের মরদেহ উদ্ধার করে কুষ্টিয়া ২৫০ শয্য বিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

 

শেয়ার করুন

কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত, আহত ১

সময় ১১:১২:২৪ পূর্বাহ্ন, শনিবার, ১২ এপ্রিল ২০২৫

কুষ্টিয়ায় বাসের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। শনিবার (১২ এপ্রিল) সকাল সাড়ে ৮টার দিকে কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কের বটতৈল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আরও একজন আহত হয়েছেন।

নিহতরা হলেন কুষ্টিয়া সদর উপজেলার দুর্বাচারা গ্রামের নয়ন ইসলাম (৩০) ও শালঘর-মধুয়া এলাকার রনি ইসলাম (২৫)। আহত মোটরসাইকেল চালকের নাম মিজানুর রহমান।

তাঁরা তিনজনই কুষ্টিয়ার বেসরকারি প্রতিষ্ঠান কিয়াম মেটালে চাকরি করতেন।

স্থানীয়রা জানান, তিনজন একটি মোটরসাইকেলে করে কুষ্টিয়া শহরে তাদের কর্মস্থলে যাচ্ছিলেন। এ সময় কুষ্টিয়া থেকে গড়াই পরিবহনের একটি বাস যাত্রী নিয়ে খুলনার উদ্দেশে যাচ্ছিল। বটতৈল মাঠপাড়া এলাকায় পৌঁছালে মোটরসাইকেলটি ডান পাশ দিয়ে একটি গাড়িকে ওভারটেক করার সময় উল্টো পথে চলে যায়। এ সময় বিপরীত দিক থেকে আসা বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুইজন নিহত হন।

কুষ্টিয়া হাইওয়ে পুলিশের এসআই জয়দেব জানান, মোটরসাইকেল ও গড়াই বাস চাপায় দুইজন নিহত হয়েছেন। নিহতদের মরদেহ উদ্ধার করে কুষ্টিয়া ২৫০ শয্য বিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।