ঢাকা ০১:০৭ অপরাহ্ন, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

কুষ্টিয়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের ওপর হামলা

নিজস্ব প্রতিবেদক, কুষ্টিয়া
  • সময় ১১:৫৬:৩৯ পূর্বাহ্ন, রবিবার, ১৫ ডিসেম্বর ২০২৪
  • / 23

কুষ্টিয়া

কুষ্টিয়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের ওপর হামলার ঘটনা ঘটেছে। এতে তিন সমন্বয়ক আহত হয়েছেন।

শনিবার (১৪ ডিসেম্বর) সন্ধ্যা ৭টার দিকে কুষ্টিয়া পৌরসভা অডিটোরিয়াম প্রাঙ্গণে এ হামলার ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সন্ধ্যা ৭টার দিকে শহরের কুষ্টিয়া পৌরসভা চত্বরে পিঠা উৎসবে অতিথি হিসেবে যান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কুষ্টিয়া জেলা শাখার সদস্য সচিব মোস্তাফিজুর রহমান, যুগ্ম আহ্বায়ক সায়াদ ইসলাম শ্রেষ্ঠ, হুমাইরা কবির সাদিয়া, মুখ্য সংগঠক এম ডি বেলাল হোসেন বাঁধনসহ কয়েকজন। অনুষ্ঠানে পুরষ্কার বিতরণ শেষে তারা মেলার স্টল পরিদর্শনে যান । এসময় পেছন থেকে কয়েকজন এসে সমন্বয়ক মোস্তাফিজুর রহমানকে ধাক্কা দেয়। পেছনে তাকালে তাকে গালিগালাজ করেন। পরে মেলা থেকে বেরিয়ে আসার সময় প্রায় ২০ থেকে ৩০ জন কিশোর গ্যাং বাহিনীর সদস্য ও ছাত্রলীগ কর্মীরা অতর্কিত হামলা চালায়। এতে তিন সমন্বয়ক আহত হয়েছেন। এ সময় হামলাকারীদের হাতে দেশীয় অস্ত্র ছিল। হামলা করে অভিযুক্তরা পালিয়ে যায়। হামলাকারীদের মধ্যে আমির হামজা, স্যাম সাদিক ,প্রেমসহ অন্যান্য কিশোর গ্যাং সদস্য ও ছাত্রলীগ কর্মীরা উপস্থিত ছিলেন।

সমন্বয়কদের ওপর হামলা
সমন্বয়কদের ওপর হামলা

এদিকে ঘটনার পর শহরের ৬ রাস্তা মোড় এলাকায় অভিযুক্ত প্রেমকে খুজতে তার বাড়িতে তল্লাশী চালায় পুলিশ ও সমন্বয়করা। তাকে না পেয়ে ফিরে আসেন তারা।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা বলেন, আমরা কুষ্টিয়া পৌরসভায় গিয়েছিলাম। সেখান আমাদের হত্যার উদ্দেশ্যে পূর্বপরিকল্পিতভাবে হামলা চালায় ছাত্রলীগের কর্মীরা। প্রায় ২০ থেকে ৩০ জন দেশীয় অস্ত্র নিয়ে আমাদের ওপর হামলা করে। তাদের হামলায় তিন সমন্বয়ক আহত হয়েছেন। আমরা পুলিশকে অভিযোগ জানিয়েছি।

বিষয়টি নিশ্চিত করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কুষ্টিয়া জেলা শাখার আহ্বায়ক হাসিবুর রহমান বলেন, সন্ধ্যা ৭টার দিকে ছাত্রলীগের কর্মীরা ও কিশোর গ্যাং বাহিনীর সদস্যরা মুস্তাফিজ, শ্রেষ্ঠ, বাধন ও হুমাইরা কবির সাদিয়ার ওপর হত্যার উদ্দেশ্যে পূর্ব পরিকল্পিতভাবে হামলা করে। এতে তিন সমন্বয়ক আহত হয়েছেন। থানায় অভিযোগ দেওয়া হয়েছে। হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।

কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিহাবুর রহমান শিহাব বলেন, বৈষম্যবিরোধী ছাত্র নেতাদের ওপর হামলার অভিযোগ পাওয়া গেছে। অভিযুক্তকে আইনের আওতায় আনতে পুলিশ কাজ করছে। এখনো পর্যন্ত কাউকে আটক করা যায়নি।

শেয়ার করুন

কুষ্টিয়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের ওপর হামলা

সময় ১১:৫৬:৩৯ পূর্বাহ্ন, রবিবার, ১৫ ডিসেম্বর ২০২৪

কুষ্টিয়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের ওপর হামলার ঘটনা ঘটেছে। এতে তিন সমন্বয়ক আহত হয়েছেন।

শনিবার (১৪ ডিসেম্বর) সন্ধ্যা ৭টার দিকে কুষ্টিয়া পৌরসভা অডিটোরিয়াম প্রাঙ্গণে এ হামলার ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সন্ধ্যা ৭টার দিকে শহরের কুষ্টিয়া পৌরসভা চত্বরে পিঠা উৎসবে অতিথি হিসেবে যান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কুষ্টিয়া জেলা শাখার সদস্য সচিব মোস্তাফিজুর রহমান, যুগ্ম আহ্বায়ক সায়াদ ইসলাম শ্রেষ্ঠ, হুমাইরা কবির সাদিয়া, মুখ্য সংগঠক এম ডি বেলাল হোসেন বাঁধনসহ কয়েকজন। অনুষ্ঠানে পুরষ্কার বিতরণ শেষে তারা মেলার স্টল পরিদর্শনে যান । এসময় পেছন থেকে কয়েকজন এসে সমন্বয়ক মোস্তাফিজুর রহমানকে ধাক্কা দেয়। পেছনে তাকালে তাকে গালিগালাজ করেন। পরে মেলা থেকে বেরিয়ে আসার সময় প্রায় ২০ থেকে ৩০ জন কিশোর গ্যাং বাহিনীর সদস্য ও ছাত্রলীগ কর্মীরা অতর্কিত হামলা চালায়। এতে তিন সমন্বয়ক আহত হয়েছেন। এ সময় হামলাকারীদের হাতে দেশীয় অস্ত্র ছিল। হামলা করে অভিযুক্তরা পালিয়ে যায়। হামলাকারীদের মধ্যে আমির হামজা, স্যাম সাদিক ,প্রেমসহ অন্যান্য কিশোর গ্যাং সদস্য ও ছাত্রলীগ কর্মীরা উপস্থিত ছিলেন।

সমন্বয়কদের ওপর হামলা
সমন্বয়কদের ওপর হামলা

এদিকে ঘটনার পর শহরের ৬ রাস্তা মোড় এলাকায় অভিযুক্ত প্রেমকে খুজতে তার বাড়িতে তল্লাশী চালায় পুলিশ ও সমন্বয়করা। তাকে না পেয়ে ফিরে আসেন তারা।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা বলেন, আমরা কুষ্টিয়া পৌরসভায় গিয়েছিলাম। সেখান আমাদের হত্যার উদ্দেশ্যে পূর্বপরিকল্পিতভাবে হামলা চালায় ছাত্রলীগের কর্মীরা। প্রায় ২০ থেকে ৩০ জন দেশীয় অস্ত্র নিয়ে আমাদের ওপর হামলা করে। তাদের হামলায় তিন সমন্বয়ক আহত হয়েছেন। আমরা পুলিশকে অভিযোগ জানিয়েছি।

বিষয়টি নিশ্চিত করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কুষ্টিয়া জেলা শাখার আহ্বায়ক হাসিবুর রহমান বলেন, সন্ধ্যা ৭টার দিকে ছাত্রলীগের কর্মীরা ও কিশোর গ্যাং বাহিনীর সদস্যরা মুস্তাফিজ, শ্রেষ্ঠ, বাধন ও হুমাইরা কবির সাদিয়ার ওপর হত্যার উদ্দেশ্যে পূর্ব পরিকল্পিতভাবে হামলা করে। এতে তিন সমন্বয়ক আহত হয়েছেন। থানায় অভিযোগ দেওয়া হয়েছে। হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।

কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিহাবুর রহমান শিহাব বলেন, বৈষম্যবিরোধী ছাত্র নেতাদের ওপর হামলার অভিযোগ পাওয়া গেছে। অভিযুক্তকে আইনের আওতায় আনতে পুলিশ কাজ করছে। এখনো পর্যন্ত কাউকে আটক করা যায়নি।