ঢাকা ০৭:৪২ অপরাহ্ন, রবিবার, ১২ জানুয়ারি ২০২৫, ২৯ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

কুষ্টিয়ায় বস্তি উচ্ছেদের প্রতিবাদে বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক, কুষ্টিয়া
  • সময় ০৫:২৩:৩৫ অপরাহ্ন, রবিবার, ১২ জানুয়ারি ২০২৫
  • / 13

কুষ্টিয়ায় বস্তি উচ্ছেদের প্রতিবাদে বিক্ষোভ

কুষ্টিয়ায় বস্তি উচ্ছেদের নোটিশ দেয়ার কারণে প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল, মানববন্ধন করেছেন শহরের হাউজিং সি ব্লক দক্ষিণপাড়ায় গড়ে উঠা বস্তি বাসিন্দারা।

রবিবার (১২ জানুয়ারি) সকাল ১১টায় জেলা প্রশাসকের কার্যালয় চত্ত্বরে এ বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বস্তির কয়েকশত বাসিন্দারা অংশ নেয়।

মানববন্ধনে বক্তারা বলেন, দীর্ঘ ৩৫ বছর ধরে শহরের হাউজিং সি ব্লক দক্ষিণপাড়ার জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ (কুষ্টিয়া হাউজিং এস্টেট)এর জায়গায় পরিবার-পরিজন নিয়ে বসত করে আসছি। হঠাৎ করেই জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ প্লট বিক্রির করার লক্ষ্যে উচ্ছেদ নোটিশ ও এলাকায় মাইকিং করছে। আমাদের পুনর্বাসন না করে উচ্ছেদ করার পাঁয়তারা মেনে নিব না। উচ্ছেদে আমাদের প্রায় ৩০০ ঘর ভাঙা পড়বে। পুনর্বাসন না করে উচ্ছেদ করা হলে আমরা জীবন দিয়ে হলেও এই উচ্ছেদে বাঁধা দিবো। পরে উচ্ছেদ বন্ধ করার দাবিতে জেলা প্রশাসককে স্মারকলিপিও দিয়েছেন তারা।

কুষ্টিয়ায় বস্তি উচ্ছেদের প্রতিবাদে বিক্ষোভ
কুষ্টিয়ায় বস্তি উচ্ছেদের প্রতিবাদে বিক্ষোভ

বাসিন্দা রাসেল আহমেদ বলেন, ‘প্রত্যেকেরই এই দেশে থাকার অধিকার রয়েছে। আমরাও দীর্ঘ ৩৫ বছর ধরে পরিবারের মানুষগুলোকে নিয়ে হাউজিং সি ব্লক দক্ষিণপাড়ার বস্তিতে বসবাস করে আসছিল। এ সরকারের প্রধান উপদেষ্টার কাছে আমাদের দাবি বস্তির মানুষদের মাথার ওপর থেকে ছাদ কেড়ে নেবে না’।

বাসিন্দা হাফিজ বলেন, গৃহায়ন কর্তৃপক্ষের কয়েকজন অসাধু কর্মকর্তারা প্লট বিক্রয়ের নামে লুটপাট করতেই নতুন করে আমাদেরকে উচ্ছেদ করার পাঁয়তারা করছে। আমরা এই জায়গার সঠিক মূল্য দিতে চাইলেও তারা আমাদেরকে দিচ্ছেন না। উচ্ছেদে প্রায় ৩০০ ঘর ভাঙা পড়বে। পুনর্বাসন না করে উচ্ছেদ করা হলে আমরা জীবন দিয়ে হলেও এই উচ্ছেদে বাঁধা দিবো।

এ বিষয়ে জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ ভূমি ও সম্পত্তি ব্যবস্থাপনা উইং আর এম সেলিম শাহনেওয়াজের সঙ্গে একাধিকবার যোগাযোগ করা হলে তিনি কলটি রিসিভ করেননি।

উল্লেখ্য, জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ (কুষ্টিয়া হাউজিং এস্টেট) এর জায়গায় অবৈধ দখলদার উচ্ছেদে ২০২৪ সালের ৩০ নভেম্বর তারিখে নোটিশ দেওয়া হয়। এই নিয়ে গতকাল শনিবার সকালে অবৈধ দখলদারদের বসত বাড়ি ও দোকানপাট সরিয়ে নিতে ওই এলাকায় মাইকিং করেন জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ।

শেয়ার করুন

কুষ্টিয়ায় বস্তি উচ্ছেদের প্রতিবাদে বিক্ষোভ

সময় ০৫:২৩:৩৫ অপরাহ্ন, রবিবার, ১২ জানুয়ারি ২০২৫

কুষ্টিয়ায় বস্তি উচ্ছেদের নোটিশ দেয়ার কারণে প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল, মানববন্ধন করেছেন শহরের হাউজিং সি ব্লক দক্ষিণপাড়ায় গড়ে উঠা বস্তি বাসিন্দারা।

রবিবার (১২ জানুয়ারি) সকাল ১১টায় জেলা প্রশাসকের কার্যালয় চত্ত্বরে এ বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বস্তির কয়েকশত বাসিন্দারা অংশ নেয়।

মানববন্ধনে বক্তারা বলেন, দীর্ঘ ৩৫ বছর ধরে শহরের হাউজিং সি ব্লক দক্ষিণপাড়ার জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ (কুষ্টিয়া হাউজিং এস্টেট)এর জায়গায় পরিবার-পরিজন নিয়ে বসত করে আসছি। হঠাৎ করেই জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ প্লট বিক্রির করার লক্ষ্যে উচ্ছেদ নোটিশ ও এলাকায় মাইকিং করছে। আমাদের পুনর্বাসন না করে উচ্ছেদ করার পাঁয়তারা মেনে নিব না। উচ্ছেদে আমাদের প্রায় ৩০০ ঘর ভাঙা পড়বে। পুনর্বাসন না করে উচ্ছেদ করা হলে আমরা জীবন দিয়ে হলেও এই উচ্ছেদে বাঁধা দিবো। পরে উচ্ছেদ বন্ধ করার দাবিতে জেলা প্রশাসককে স্মারকলিপিও দিয়েছেন তারা।

কুষ্টিয়ায় বস্তি উচ্ছেদের প্রতিবাদে বিক্ষোভ
কুষ্টিয়ায় বস্তি উচ্ছেদের প্রতিবাদে বিক্ষোভ

বাসিন্দা রাসেল আহমেদ বলেন, ‘প্রত্যেকেরই এই দেশে থাকার অধিকার রয়েছে। আমরাও দীর্ঘ ৩৫ বছর ধরে পরিবারের মানুষগুলোকে নিয়ে হাউজিং সি ব্লক দক্ষিণপাড়ার বস্তিতে বসবাস করে আসছিল। এ সরকারের প্রধান উপদেষ্টার কাছে আমাদের দাবি বস্তির মানুষদের মাথার ওপর থেকে ছাদ কেড়ে নেবে না’।

বাসিন্দা হাফিজ বলেন, গৃহায়ন কর্তৃপক্ষের কয়েকজন অসাধু কর্মকর্তারা প্লট বিক্রয়ের নামে লুটপাট করতেই নতুন করে আমাদেরকে উচ্ছেদ করার পাঁয়তারা করছে। আমরা এই জায়গার সঠিক মূল্য দিতে চাইলেও তারা আমাদেরকে দিচ্ছেন না। উচ্ছেদে প্রায় ৩০০ ঘর ভাঙা পড়বে। পুনর্বাসন না করে উচ্ছেদ করা হলে আমরা জীবন দিয়ে হলেও এই উচ্ছেদে বাঁধা দিবো।

এ বিষয়ে জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ ভূমি ও সম্পত্তি ব্যবস্থাপনা উইং আর এম সেলিম শাহনেওয়াজের সঙ্গে একাধিকবার যোগাযোগ করা হলে তিনি কলটি রিসিভ করেননি।

উল্লেখ্য, জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ (কুষ্টিয়া হাউজিং এস্টেট) এর জায়গায় অবৈধ দখলদার উচ্ছেদে ২০২৪ সালের ৩০ নভেম্বর তারিখে নোটিশ দেওয়া হয়। এই নিয়ে গতকাল শনিবার সকালে অবৈধ দখলদারদের বসত বাড়ি ও দোকানপাট সরিয়ে নিতে ওই এলাকায় মাইকিং করেন জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ।