পাকুড় গাছ কাটায় আ.লীগ – বিএনপি পাল্টাপাল্টি অবস্থানে
- সময় ০৩:২৭:১০ অপরাহ্ন, রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪
- / 23
কুষ্টিয়ার কুমারখালীর উপজেলায় প্রকাশ্যে গাছ কাটা নিয়ে প্রতিযোগিতায় নেমেছে আওয়ামী লীগ ও বিএনিপর নেতারা। এমনকি তারা পাল্টাপাল্টি অবস্থানও নিয়েছেন। কুমারখালীর পান্টি – খোর্দ্দ ভালুকা সড়কের কবরস্থান সংলগ্ন পাড়কমোড় এলাকার পাকুড় গাছটি প্রকাশ্যে চলছে কাটার কাজ। গাছটির বয়স প্রায় ৩০-৩৫ বছর। কেটে গাছের ডালপালা ভ্যানে করে নেওয়া হচ্ছে বিভিন্ন ইটভাটায়। এছাড়াও মাসখানেক আগে ওই এলাকা থেকে প্রায় এক লাখ টাকা মূল্যের আরো তিনটি কাঁঠাল গাছ কাটা হয়েছে। এটি উপজেলার পান্টি ইউনিয়নে অবস্থিত।
তবে এসব গাছ কাটা নিয়ে আওয়ামী লীগ ও বিএনপির নেতাকর্মীরা পাল্টাপাল্টি অভিযোগ করছেন, চলচে প্রতিযোগিতাও।
বিএনপির নেতারা বলছেন, পান্টি ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি তাইজাল বিশ্বাস প্রায় ১৫ হাজার টাকা মূল্যের সরকারি সড়কের পাকড় গাছটি বিক্রি করেছে। প্রকাশ্যে চলছে কাটাকাটি। আর অভিযোগ অস্বীকার করে এই আওয়ামী লীগ নেতা বলছেন, ওই ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক জহির উদ্দিন প্রকাশ্যে গাছ কেটে নিচ্ছেন।
শনিবার (২১ ডিসেম্বর) সকালে সরেজমিন গিয়ে দেখা যায়, ডাকুয়া নদীর কুলঘেঁষে পান্টি বাজার – খোর্দ্দ ভালুকা সড়ক। সড়কের পাকড়মোড়ের পাকুড় গাছটির কয়েকটি বড় ডাল কাটা হয়েছে। সেগুলো কয়েকজন শ্রমিক ভ্যানে করে নিয়ে যাচ্ছে অন্যত্র। তবে শ্রমিকদের পরিচয় জানা যায়নি। পাকড় গাছ থেকে প্রায় ১০০ মিটার দুরে নদীপাড়ের আরো তিনটি কাঁঠাল গাছ কাটা হয়েছে। সেখানে পড়ে আছে গাছ গুলোর গোড়ার অংশ।
এসময় নাম প্রকাশে অনিচ্ছুক শ্রমিকরা বলেন, পাকড় গাছটি তাইজাল বিক্রি করেছে। আপনি তাঁর সঙ্গে কথা বলুন। এ কথা বলেই তাঁরা গাছের কাটা অংশ নিয়ে দ্রুত সটকে পড়েন।
প্রকাশ্যে গাছ কাটা হলেও প্রতিবেদকের সঙ্গে স্থানীয়রা কথা বলতে রাজি হননি।
অভিযোগ অস্বীকার করে আওয়ামী লীগ নেতা তাইজাল বিশ্বাস বলেন, বিএনপি নেতা জহির উদ্দিন, আত্তাফ উদ্দিন ও শফি উদ্দিনের নেতৃত্বে গাছ কাটা চলছে। মাসখানেক আগেও তারা প্রায় এক লাখ টাকা মূল্যের তিনটি কাঁঠাল গাছ কেটে নিয়েছেন।
অভিযোগ অস্বীকার করে বিএনপি নেতা জহির উদ্দিন বলেন, আওয়ামী লীগ নেতা তাইজাল বিশ্বাস প্রায় ১৫ হাজার টাকা মূল্যের সরকারি গাছ কেটে নিয়ে যাচ্ছেন। তিনি গাছ কাটতে বাঁধা দিয়েছেন।
এদিকে বিএনপি নেতাদের পক্ষে সাফাই গাইলেন উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও পান্টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাফিজুর রহমান। তিনি বলেন, বিএনপির নয়, দেশের এই পরিস্থিতিতেও আওয়ামী লীগ নেতা তাইজাল সরকারি গাছ কাটছে। বিষয়টি প্রশাসনকে জানানো হয়েছে।
লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন কুমারখালী থানার ওসি মো. সোলায়মান শেখ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও) এস এম মিকাইল ইসলাম বলেন, সরকারি গাছ কর্তনকারীদের বিরুদ্ধে দেশের প্রচলিত আইনে নিয়মিত মামলা রুজু করা হচ্ছে।