০৮:২৭ পূর্বাহ্ন, সোমবার, ১০ মার্চ ২০২৫, ২৬ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ

কুষ্টিয়ায় দেড় মাসের নবজাতক নিখোঁজ

নিজস্ব প্রতিবেদক, কুষ্টিয়া
  • সময় ১১:৩৫:০১ পূর্বাহ্ন, শনিবার, ৮ ফেব্রুয়ারি ২০২৫
  • / 34

দৌলতপুর থানা

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার প্রাগপুর ইউনিয়নের পাকুড়িয়া এলাকায় বিজয় নামে এক দেড়মাস বয়সী নবজাতক শিশু নিখোঁজের ঘটনা ঘটেছে।

এঘটনায় শুক্রবার (০৭ ফেব্রুয়ারি) বিকালে দৌলতপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন নবজাতক শিশুটির বাবা বাবুল হোসেন মন্ডল।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার বেলা সাড়ে ১২টার দিকে উপজেলার প্রাগপুর ইউনিয়নের পাকুড়িয়া গ্রামের বাবুল হোসেন মন্ডলের ছেলে বিজয় নামে ওই দেড় মাস বয়সী নবজাতক শিশুকে তার মা ঘরে রেখে বাড়ির বাইরে যান। এরপর থেকে ওই নবজাতক শিশু নিখোঁজ হন। পরে তাকে খোঁজাখুঁজি করে না পেয়ে থানায় গিয়ে একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন নবজাতক শিশুটির বাবা।

নিখোঁজ নবজাতকের বাবা বাবুল হোসেন মন্ডল জানান, নিখোঁজের একদিন পার হলেও এখনো তার কোন সন্ধান দিতে পারেনি পুলিশ। সে কি নিখোঁজ হয়েছে, নাকি কেউ চুরি করে নিয়ে গেছে, তাও জানা যায়নি। তাৎক্ষণিক আশপাশে খোঁজাখুঁজি করে তার সন্ধান পায়নি। পরে থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছি।

দৌলতপুর থানা পুলিশের উপপরিদর্শক মো. বাদশ বলেন, ঘটনাস্থলে এসেছি। পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হুদা বলেন, থানায় অভিযোগ পেয়েছি। ওই এলাকায় পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত চলছে। ওই নবজাতককে উদ্ধারে পুলিশ মাঠ পযার্য়ে কাজ করছে।

শেয়ার করুন

কুষ্টিয়ায় দেড় মাসের নবজাতক নিখোঁজ

সময় ১১:৩৫:০১ পূর্বাহ্ন, শনিবার, ৮ ফেব্রুয়ারি ২০২৫

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার প্রাগপুর ইউনিয়নের পাকুড়িয়া এলাকায় বিজয় নামে এক দেড়মাস বয়সী নবজাতক শিশু নিখোঁজের ঘটনা ঘটেছে।

এঘটনায় শুক্রবার (০৭ ফেব্রুয়ারি) বিকালে দৌলতপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন নবজাতক শিশুটির বাবা বাবুল হোসেন মন্ডল।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার বেলা সাড়ে ১২টার দিকে উপজেলার প্রাগপুর ইউনিয়নের পাকুড়িয়া গ্রামের বাবুল হোসেন মন্ডলের ছেলে বিজয় নামে ওই দেড় মাস বয়সী নবজাতক শিশুকে তার মা ঘরে রেখে বাড়ির বাইরে যান। এরপর থেকে ওই নবজাতক শিশু নিখোঁজ হন। পরে তাকে খোঁজাখুঁজি করে না পেয়ে থানায় গিয়ে একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন নবজাতক শিশুটির বাবা।

নিখোঁজ নবজাতকের বাবা বাবুল হোসেন মন্ডল জানান, নিখোঁজের একদিন পার হলেও এখনো তার কোন সন্ধান দিতে পারেনি পুলিশ। সে কি নিখোঁজ হয়েছে, নাকি কেউ চুরি করে নিয়ে গেছে, তাও জানা যায়নি। তাৎক্ষণিক আশপাশে খোঁজাখুঁজি করে তার সন্ধান পায়নি। পরে থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছি।

দৌলতপুর থানা পুলিশের উপপরিদর্শক মো. বাদশ বলেন, ঘটনাস্থলে এসেছি। পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হুদা বলেন, থানায় অভিযোগ পেয়েছি। ওই এলাকায় পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত চলছে। ওই নবজাতককে উদ্ধারে পুলিশ মাঠ পযার্য়ে কাজ করছে।