কুষ্টিয়ায় দুই মামলায় কারাগারে ইনু

- সময় ০৫:০২:৫৭ অপরাহ্ন, রবিবার, ৯ মার্চ ২০২৫
- / 31
জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি ও কুষ্টিয়া-২ (মিরপুর-ভেড়ামারা) আসনের সাবেক সংসদ সদস্য হাসানুল হক ইনুকে দুই মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছে।
রোববার(৯ মার্চ) দুপুর সাড়ে ৩টার দিকে তাকে কুষ্টিয়া চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়।
আদালত চত্বরে আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমানের ওপর হামলা করে হত্যাচেষ্টা ও আন্দোলনকারী ছাত্র-জনতার ওপর গুলি করে যুবদল নেতা শরিফুল ইসলাম হত্যাচেষ্টা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
কুষ্টিয়া সদর আমলি আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাহমুদা সুলতানা এ আদেশ দেন।
তিনি মাহমুদুর রহমান হত্যাচেষ্টা মামলার ৪ নম্বর ও যুবদল নেতা শরিফুল ইসলাম হত্যাচেষ্টা মামলার এজাহারভুক্ত ৩৭ নম্বর আসামী।
বিষয়টি নিশ্চিত করে আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) খন্দকার সিরাজুল ইসলাম বলেন, সাংবাদিক মাহমুদুর রহমানকে আদালত চত্বরে হামলা করে হত্যাচেষ্টা ও যুবদল নেতা শরিফুল ইসলামকে গুলি করে হত্যাচেষ্টা মামলায় হাজিরা দিতে আনা হয়েছিল হাসানুল হক ইনুকে। বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন। এই দুই মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছে।
এর আগে, গতকাল শনিবার বিকেল ৪টার দিকে ইনুকে কাশিমপুর কারাগার থেকে কুষ্টিয়া কারাগারে আনা হয়। এদিকে ইনুকে দেখতে আদালতে চত্বরে জাসদের শতাধিক নেতাকর্মী উপস্থিত হয়েছিল।
শেয়ার করুন
-
সর্বশেষ
-
সর্বাধিক
Devoloped By: InnoSoln Limited