০১:০৫ পূর্বাহ্ন, শনিবার, ২২ ফেব্রুয়ারি ২০২৫, ৯ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ

কুয়েটের ঘটনায় মামলা, আসামি অজ্ঞাত ৫০০

নিজস্ব প্রতিবেদক, কুয়েট
  • সময় ১১:৩৫:০১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারি ২০২৫
  • / 35

কুয়েট

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। মোট আটটি ধারায় অজ্ঞাত ৪০০-৫০০ জনকে আসামি করে বুধবার (১৯ ফেব্রুয়ারি) রাতে খানজাহান আলী থানায় মামলাটি করা হয়। বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে নিরাপত্তা পরিদর্শক মনিরুজ্জামান লিটন বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

থানার ওসি কবির হোসেন জানান, মামলায় ১৪৩, ৪৪৭, ৪৪৮, ৩২৩, ৩২৪, ৩২৫, ৩২৬, ৪২৭/৩৪ ধারায় অভিযোগ আনা হয়েছে। অভিযোগে বলা হয়েছে, বহিরাগতরা লাঠিসোঁটা ও ধারালো অস্ত্র নিয়ে ক্যাম্পাসে প্রবেশ করে শিক্ষার্থীদের ওপর হামলা চালায়, তাদের মারধর করে এবং ক্যাম্পাসে ভাঙচুর করে ক্ষতি সাধন করে।

এদিকে, কুয়েট প্রশাসন জানিয়েছে, ঘটনার পরপরই উপাচার্য দ্রুত শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়ে সব ধরনের সহায়তার আশ্বাস দেন এবং ন্যায়বিচারের প্রতিশ্রুতি দেন। শিক্ষার্থীদের দাবি পূরণে বিশ্ববিদ্যালয়ের ডিন, বিভাগীয় প্রধান, রেজিস্ট্রারসহ সংশ্লিষ্টদের নিয়ে বিকেলে এক জরুরি সভা আহ্বান করা হয়েছিল। তবে আইনশৃঙ্খলা বাহিনী পৌঁছানোর আগেই বহিরাগতদের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ শুরু হয়।

পরিস্থিতি নিয়ন্ত্রণে উপাচার্য, উপ-উপাচার্যসহ কয়েকজন শিক্ষক ঘটনাস্থলে গিয়ে শিক্ষার্থীদের সঙ্গে একাত্মতা প্রকাশ করেন এবং বহিরাগতদের নিবৃত্ত করার চেষ্টা করেন। সংঘর্ষে উপাচার্যসহ কয়েকজন শিক্ষক, কর্মচারী ও শিক্ষার্থী আহত হন এবং কুয়েট মেডিকেল সেন্টারে চিকিৎসা নেন।

বিশ্ববিদ্যালয় প্রশাসন শিক্ষার্থীদের শান্ত থাকার আহ্বান জানিয়েছে এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনা এড়াতে আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতা চেয়েছে। পাশাপাশি, দ্রুততম সময়ে ঘটনার তদন্ত ও দোষীদের বিচারের আওতায় আনার প্রতিশ্রুতি দিয়েছে প্রশাসন।

শেয়ার করুন

কুয়েটের ঘটনায় মামলা, আসামি অজ্ঞাত ৫০০

সময় ১১:৩৫:০১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারি ২০২৫

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। মোট আটটি ধারায় অজ্ঞাত ৪০০-৫০০ জনকে আসামি করে বুধবার (১৯ ফেব্রুয়ারি) রাতে খানজাহান আলী থানায় মামলাটি করা হয়। বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে নিরাপত্তা পরিদর্শক মনিরুজ্জামান লিটন বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

থানার ওসি কবির হোসেন জানান, মামলায় ১৪৩, ৪৪৭, ৪৪৮, ৩২৩, ৩২৪, ৩২৫, ৩২৬, ৪২৭/৩৪ ধারায় অভিযোগ আনা হয়েছে। অভিযোগে বলা হয়েছে, বহিরাগতরা লাঠিসোঁটা ও ধারালো অস্ত্র নিয়ে ক্যাম্পাসে প্রবেশ করে শিক্ষার্থীদের ওপর হামলা চালায়, তাদের মারধর করে এবং ক্যাম্পাসে ভাঙচুর করে ক্ষতি সাধন করে।

এদিকে, কুয়েট প্রশাসন জানিয়েছে, ঘটনার পরপরই উপাচার্য দ্রুত শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়ে সব ধরনের সহায়তার আশ্বাস দেন এবং ন্যায়বিচারের প্রতিশ্রুতি দেন। শিক্ষার্থীদের দাবি পূরণে বিশ্ববিদ্যালয়ের ডিন, বিভাগীয় প্রধান, রেজিস্ট্রারসহ সংশ্লিষ্টদের নিয়ে বিকেলে এক জরুরি সভা আহ্বান করা হয়েছিল। তবে আইনশৃঙ্খলা বাহিনী পৌঁছানোর আগেই বহিরাগতদের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ শুরু হয়।

পরিস্থিতি নিয়ন্ত্রণে উপাচার্য, উপ-উপাচার্যসহ কয়েকজন শিক্ষক ঘটনাস্থলে গিয়ে শিক্ষার্থীদের সঙ্গে একাত্মতা প্রকাশ করেন এবং বহিরাগতদের নিবৃত্ত করার চেষ্টা করেন। সংঘর্ষে উপাচার্যসহ কয়েকজন শিক্ষক, কর্মচারী ও শিক্ষার্থী আহত হন এবং কুয়েট মেডিকেল সেন্টারে চিকিৎসা নেন।

বিশ্ববিদ্যালয় প্রশাসন শিক্ষার্থীদের শান্ত থাকার আহ্বান জানিয়েছে এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনা এড়াতে আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতা চেয়েছে। পাশাপাশি, দ্রুততম সময়ে ঘটনার তদন্ত ও দোষীদের বিচারের আওতায় আনার প্রতিশ্রুতি দিয়েছে প্রশাসন।