কুয়াকাটায় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান

- সময় ০৫:৫৭:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪
- / 49
পটুয়াখালীর কুয়াকাটায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অভিযান পরিচালনা করেছে। এসময় খাবার হোটেল- রেস্তোরাসহ বিভিন্ন ব্যাবসা প্রতিষ্ঠান থেকে ৬৭ হাজার ৫’শ টাকা জরিমানা আদায় করা হয়।
মঙ্গলবার (২২ ডিসেম্বর) দুপুরে অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষন পটুয়াখালী জেলা সহকারী পরিচালক শাহ মোঃ শোয়াইব মিয়া।
এসময় আরাবেল্লা রেস্টুরেন্ট, বাবনা রেস্তোরা, পটুয়াখালী জয় হোটলে এন্ড রেস্তোরাসহ ৮ টি ব্যাবসা প্রতিষ্ঠানকে ৬৭ হাজার ৫’শ টাকা জরিমানা করা হয়।

কুয়াকাটায় আগত পর্যটকদের মান সম্মত সেবা ও খাবারের মান বজায় ও মূল্য নিয়ন্ত্রণ রাখতে অভিযান পরিচালনা করা হয়। এছাড়াও পর্যটন সংশ্লিষ্ট ব্যবসা প্রতিষ্ঠানের পণ্য ও খাবারের মান এবং মূল্য নিয়ন্ত্রণ রাখার নির্দেশনা দেয়া হয়।
ভোক্তা অধিকার সংরক্ষন পটুয়াখালী জেলা সহকারী পরিচালক- শাহ মোঃ শোয়াইব মিয়া বলেন, পটুয়াখালী জেলায় বাজার মনিটরিং করার জন্য গঠিত বিশেষ টাস্কফোর্স কমিটি কুয়াকাটা পর্যটন এলাকায় বাজার মনিটরিং করা হয়।
পর্যটন মৌসুম শুরু হওয়ায় আমরা খাবার হোটেল-রেস্তোরা, মুদি দোকান, আচার-চকলেটের দোকানসহ পর্যটন সংশ্লিষ্ট বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে খাবার ও পণ্যের মান এবং নির্ধারিত মূল্য সংরক্ষণে অভিযান পরিচালনা করা হয়। এখানে যদি কোনো ভোক্তা বা ক্রেতা পণ্য ক্রয় করে প্রতারিত হয়, সেক্ষেত্রে আমাদেরকে লিখিত অভিযোগ করলে অবশ্যই প্রতিকারের ব্যবস্থা করবো। এবং কেউ যদি ক্রেতাদের প্রতারিত করেন আমরা তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবো।
শেয়ার করুন
-
সর্বশেষ
-
সর্বাধিক
Devoloped By: InnoSoln Limited