কুমিরের পিঠে স্যাটেলাইট ট্রান্সমিটার বসিয়ে সুন্দরবনে অবমুক্ত
- সময় ১০:২২:১০ অপরাহ্ন, রবিবার, ২৬ জানুয়ারি ২০২৫
- / 34
সুন্দরবনের নদীতে জীবনাচরণ জানতে কুমিরের পিঠে স্যাটেলাইট ট্রান্সমিটার বসিয়ে অবমুক্ত করা হয়েছে। রবিবার (২৬ মার্চ) বিকেলে সুন্দরবনের চরাপুটিয়া এলাকায় এই কুমির অবমুক্ত করা হয়।
কুমিরটির পিঠে বসানো স্যাটেলাইট ট্রান্সমিটারের মাধ্যমে কুমিরের জীবনাচরণের গুরুত্বপূর্ণ বিষয় জানা যাবে। জীবনাচারণ জানার ফলে কুমিরের খাবার ও অন্যান্য বিষয় সম্পর্কে আরো বেশি গবেষণা করা সম্ভব হবে বলে জানান করমজল বন্য প্রাণী প্রজনন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা হাওলাদার মো. আজাদ কবির।
তিনি বলেন, ‘মূলত কুমিরের জীবনাচারণ জানতে স্যাটেলাইট ট্রান্সফরমার বসিয়ে কুমির অবমুক্ত করা হয়েছে। বন বিভাগের উর্দ্ধোতন কর্মকর্তাদের পাশাপাশি আন্তর্জাতিক কুমির বিশেষজ্ঞরাও যুক্ত ছিলেন এই প্রক্রিয়ার সঙ্গে। আশাকরি এই স্যাটেলাইটের মাধ্যমে আমরা কুমির বিষয়ে অনেক গুরুত্বপূর্ণ তথ্য পাব। ফলে কুমিরের খাবার ও চিকিৎসায় আমুল পরিবর্তন আসবে।’
এর আগে বিশ্বে বিভিন্ন প্রাণী নিয়ে গবেষণা করা হলেও বাংলাদেশে প্রথমবার গত বছরের ১৩ ও ১৬ মার্চ চারটি কুমিরের পিঠে স্যাটেলাইট ট্রান্সমিটার বসিয়ে বনের ভদ্রা ও হারবাড়িয়া এলাকায় অবমুক্ত করা হয়।
শেয়ার করুন
-
সর্বশেষ
-
সর্বাধিক
Devoloped By: InnoSoln Limited