কুড়িগ্রামে যুবলীগ নেতা দুলালের বাড়িতে যৌথবাহিনীর অভিযান | Bangla Affairs
০৬:৩৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০১ এপ্রিল ২০২৫, ১৮ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

কুড়িগ্রামে যুবলীগ নেতা দুলালের বাড়িতে যৌথবাহিনীর অভিযান

নিজস্ব প্রতিবেদক, কুড়িগ্রাম
  • সময় ১০:৪৩:৫১ অপরাহ্ন, বুধবার, ১৯ ফেব্রুয়ারি ২০২৫
  • / 39

দুলালের বাড়িতে যৌথবাহিনীর অভিযান

কুড়িগ্রাম জেলা যুবলীগের আহ্বায়ক ও জেলা আওয়ামী লীগের সদস্য রুহুল আমিন দুলালকে গ্রেপ্তারের উদ্দেশ্যে যৌথ বাহিনী তার বাসভবনে অভিযান চালিয়েছে। বুধবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে কুড়িগ্রাম কেন্দ্রীয় বাস টার্মিনালের পাশে তার বাড়িতে পুলিশ ও সেনাবাহিনীর যৌথ দল এ অভিযান পরিচালনা করে।

দুই ঘণ্টারও বেশি সময় ধরে তল্লাশি চালানো হলেও দুলালকে পাওয়া যায়নি, ফলে যৌথ বাহিনী খালি হাতে ফিরে যায়।

এ বিষয়ে দুলালের স্ত্রী জানান, “আমার স্বামী বাড়িতে ছিলেন না। তবুও তারা প্রতিটি কক্ষ, বাথরুম এমনকি ফলস ছাদ পর্যন্ত তল্লাশি করেছে।”

যৌথ বাহিনীর সদস্যরা তল্লাশির পাশাপাশি বাড়ির সিসি ক্যামেরার ফুটেজও দীর্ঘ সময় ধরে পর্যবেক্ষণ করেন। দুলালের স্ত্রী আরও বলেন, “আমি তাদের বলেছি, আমার স্বামী বর্তমানে জামিনে রয়েছেন এবং তার সব মামলার জামিনের কাগজও দেখিয়েছি। কিন্তু তারা সেগুলো মানতে চাননি।”

আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, “তার বিরুদ্ধে মামলা থাকায় তাকে গ্রেপ্তার করতেই এই অভিযান চালানো হয়েছে।”

শেয়ার করুন

কুড়িগ্রামে যুবলীগ নেতা দুলালের বাড়িতে যৌথবাহিনীর অভিযান

সময় ১০:৪৩:৫১ অপরাহ্ন, বুধবার, ১৯ ফেব্রুয়ারি ২০২৫

কুড়িগ্রাম জেলা যুবলীগের আহ্বায়ক ও জেলা আওয়ামী লীগের সদস্য রুহুল আমিন দুলালকে গ্রেপ্তারের উদ্দেশ্যে যৌথ বাহিনী তার বাসভবনে অভিযান চালিয়েছে। বুধবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে কুড়িগ্রাম কেন্দ্রীয় বাস টার্মিনালের পাশে তার বাড়িতে পুলিশ ও সেনাবাহিনীর যৌথ দল এ অভিযান পরিচালনা করে।

দুই ঘণ্টারও বেশি সময় ধরে তল্লাশি চালানো হলেও দুলালকে পাওয়া যায়নি, ফলে যৌথ বাহিনী খালি হাতে ফিরে যায়।

এ বিষয়ে দুলালের স্ত্রী জানান, “আমার স্বামী বাড়িতে ছিলেন না। তবুও তারা প্রতিটি কক্ষ, বাথরুম এমনকি ফলস ছাদ পর্যন্ত তল্লাশি করেছে।”

যৌথ বাহিনীর সদস্যরা তল্লাশির পাশাপাশি বাড়ির সিসি ক্যামেরার ফুটেজও দীর্ঘ সময় ধরে পর্যবেক্ষণ করেন। দুলালের স্ত্রী আরও বলেন, “আমি তাদের বলেছি, আমার স্বামী বর্তমানে জামিনে রয়েছেন এবং তার সব মামলার জামিনের কাগজও দেখিয়েছি। কিন্তু তারা সেগুলো মানতে চাননি।”

আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, “তার বিরুদ্ধে মামলা থাকায় তাকে গ্রেপ্তার করতেই এই অভিযান চালানো হয়েছে।”