কুড়িগ্রামে মৃত শিক্ষককে অধ্যক্ষ পদে পদায়ন! | Bangla Affairs
০৪:১৫ অপরাহ্ন, রবিবার, ১৩ এপ্রিল ২০২৫, ৩০ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

কুড়িগ্রামে মৃত শিক্ষককে অধ্যক্ষ পদে পদায়ন!

এম জি রাব্বুল ইসলাম পাপ্পু, কুড়িগ্রাম
  • সময় ১২:৩১:০৩ অপরাহ্ন, বুধবার, ৯ এপ্রিল ২০২৫
  • / 45

কুড়িগ্রামে মৃত শিক্ষককে অধ্যক্ষ পদে পদায়ন!

কুড়িগ্রামের মীর ইসমাইল হোসেন কলেজ সহ দুই সরকারি কলেজে মৃত শিক্ষককে অধ্যক্ষ পদে পদায়ন করা হয়েছে। মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ এ আদেশ জারি করেন। আদেশে বলা হয়, আগামী ১৭ এপ্রিলের মধ্যে বর্তমান কর্মস্থল থেকে অবমুক্ত হতে হবে।

সরকারি কলেজের অধ্যক্ষ পদে মৃত দুই শিক্ষককে পদোন্নতি দেওয়ায় শিক্ষা মন্ত্রণালয়ের এমন কাণ্ডে তীব্র সমালোচনা সৃষ্টি হয়েছে। এঅবস্থায় বিব্রত শিক্ষা ক্যাডার কর্মকর্তারাও।

সূত্র মতে, যাচাই-বাছাই ও টেলিফোনে নিশ্চিত হয়ে বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডার কর্মকর্তাদের ১৩৫ কলেজে অধ্যক্ষ পদে বদলিভিত্তিক পদায়ন দেয়া হয়। তবে, এ তালিকায় রয়েছেন দুইজন মৃত শিক্ষক। এর মধ্যে ৩৭ জনের তালিকায় ১৩ নম্বরে রয়েছেন কুড়িগ্রাম সরকারি কলেজের অধ্যাপক মোহাম্মদ জামাল উদ্দীন। তাকে অধ্যক্ষ পদায়ন দেয়া হয়েছে কুড়িগ্রামের মীর ইসমাইল হোসেন কলেজে। অথচ তিনি প্রায় দুই বছর আগে মারা গেছেন।

এছাড়া রংপুরের পীরগাছা সরকারি কলেজের অধ্যক্ষ পদে পদায়নপ্রাপ্ত মুত্তালিব এক বছর আগে মারা গেছেন। এমন আদেশের বিষয়টি নিশ্চিত করেছেন শিক্ষা ক্যাডার কর্মকর্তারা।
নতুন করে পদায়নে অধ্যক্ষ পাওয়া অন্য কলেজগুলো হলো; কুড়িগ্রামের চিলমারী ডিগ্রি কলেজ, রৌমারী ডিগ্রি কলেজ, সাইফুর রহমান মহাবিদ্যালয়, মীর ইসমাইল হোসেন কলেজ ও ভুরুঙ্গামারী ডিগ্রি কলেজ।

শেয়ার করুন

কুড়িগ্রামে মৃত শিক্ষককে অধ্যক্ষ পদে পদায়ন!

সময় ১২:৩১:০৩ অপরাহ্ন, বুধবার, ৯ এপ্রিল ২০২৫

কুড়িগ্রামের মীর ইসমাইল হোসেন কলেজ সহ দুই সরকারি কলেজে মৃত শিক্ষককে অধ্যক্ষ পদে পদায়ন করা হয়েছে। মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ এ আদেশ জারি করেন। আদেশে বলা হয়, আগামী ১৭ এপ্রিলের মধ্যে বর্তমান কর্মস্থল থেকে অবমুক্ত হতে হবে।

সরকারি কলেজের অধ্যক্ষ পদে মৃত দুই শিক্ষককে পদোন্নতি দেওয়ায় শিক্ষা মন্ত্রণালয়ের এমন কাণ্ডে তীব্র সমালোচনা সৃষ্টি হয়েছে। এঅবস্থায় বিব্রত শিক্ষা ক্যাডার কর্মকর্তারাও।

সূত্র মতে, যাচাই-বাছাই ও টেলিফোনে নিশ্চিত হয়ে বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডার কর্মকর্তাদের ১৩৫ কলেজে অধ্যক্ষ পদে বদলিভিত্তিক পদায়ন দেয়া হয়। তবে, এ তালিকায় রয়েছেন দুইজন মৃত শিক্ষক। এর মধ্যে ৩৭ জনের তালিকায় ১৩ নম্বরে রয়েছেন কুড়িগ্রাম সরকারি কলেজের অধ্যাপক মোহাম্মদ জামাল উদ্দীন। তাকে অধ্যক্ষ পদায়ন দেয়া হয়েছে কুড়িগ্রামের মীর ইসমাইল হোসেন কলেজে। অথচ তিনি প্রায় দুই বছর আগে মারা গেছেন।

এছাড়া রংপুরের পীরগাছা সরকারি কলেজের অধ্যক্ষ পদে পদায়নপ্রাপ্ত মুত্তালিব এক বছর আগে মারা গেছেন। এমন আদেশের বিষয়টি নিশ্চিত করেছেন শিক্ষা ক্যাডার কর্মকর্তারা।
নতুন করে পদায়নে অধ্যক্ষ পাওয়া অন্য কলেজগুলো হলো; কুড়িগ্রামের চিলমারী ডিগ্রি কলেজ, রৌমারী ডিগ্রি কলেজ, সাইফুর রহমান মহাবিদ্যালয়, মীর ইসমাইল হোসেন কলেজ ও ভুরুঙ্গামারী ডিগ্রি কলেজ।