ঢাকা ০৯:২২ পূর্বাহ্ন, বুধবার, ১৯ ফেব্রুয়ারি ২০২৫, ৭ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ

কুড়িগ্রামে বিএনপির কমিটি ঘোষণা, সংঘর্ষে সাংবাদিকসহ আহত ৫

নিজস্ব প্রতিবেদক, কুড়িগ্রাম
  • সময় ০৭:৫০:৪৯ অপরাহ্ন, সোমবার, ৩ ফেব্রুয়ারি ২০২৫
  • / 118

বিএনপি

কুড়িগ্রামে জেলা বিএনপির ৫১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটি ঘোষনার পর ফেসবুকে স্ট্যাটাস দেয়া নিয়ে সমর্থকদের মধ্যে সংঘর্ষে সাংবাদিকসহ ৫ জন আহত হয়েছে বলে জানা গেছে।

স্থানীয়রা জানিয়েছেন, বিএনপির কমিটি ঘোষণার পর কুড়িগ্রামের রাজিবপুরে ফেসবুকে পক্ষে-বিপক্ষে স্ট্যাটাসকে কেন্দ্র করে উপজেলা বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।

রোববার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলা বাজারের মেইন গলিতে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের ৫ জন আহত হয়। এদের মধ্যে গুরুতর একজনকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

আহতরা হলেন, টাঙ্গালিয়া পাড়া গ্রামের আব্দুল হকের ছেলে ইয়াকুব আলী(৩২) কাচারি পাড়া গ্রামের ফুল মিয়ার পুত্র হারুন অর রসিদ (১৮) একই গ্রামের মৃত শাহার আলীর পুত্র শরিফুদ্দিন (৪০), দৈনিক খোলা কাগজ এবং অনলাইন পোর্টাল বাংলা এডিশনের রাজিবপুর উপজেলা প্রতিনিধি সাংবাদিক সুজন মাহমুদ (২৪) এবং অপর একজনের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

কুড়িগ্রাম জেলা বিএনপির ৫১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।
কমিটিতে যারা আছেন- মোস্তাফিজুর রহমান মোস্তফা আহ্বায়ক, শফিকুল ইসলাম বেবু ১নং যুগ্ম আহ্বায়ক, হাসিবুর রহমান হাসিব ২ নং যুগ্ম আহ্বায়ক, সোহেল হোসনাইন কায়কোবাদ সদস্য সচিব করে ৫১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি গঠন করা হয়।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্র জানায়, জেলা বিএনপি কমিটিতে অধ্যাপক মোখলেছুর রহমানের নাম না থাকায় ফেসবুকে স্ট্যাটাস দিয়ে তিরস্কার করাকে কেন্দ্র করে কথা-কাটাকাটির জেরে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে সংবাদ সংগ্রহের সময় সাংবাদিক সুজন মাহমুদ আহত হন।

এব্যাপারে জানতে চাইলে, সাবেক সভাপতি মোখলেছুর রহমান বলেন, ‘আমি ঘটনার ব্যাপারে জানি না। জেলা বিএনপি কমিটির লোকজনের সাথে আমি এই মুহূর্তে ঢাকায় অবস্থান করছি।’

রাজিবপুর উপজেলা যুব দলের আহ্বায়ক রুস্তম মাহমুদ বলেন,’আমাদের মধ্যে কোন গ্রুপিং নেই, তুচ্ছ ঘটনা থেকে এ ঘটনা ঘটেছে।’

রাজিবপুর থানার ওসি তছলিম উদ্দিন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ‘উপজেলা বিএনপি’র দু-গ্রুপের সংঘর্ষের ঘটনার পরপরই আমরা সেখানে উপস্থিত হই। কিন্তু এখন পর্যন্ত কোন পক্ষই অভিযোগ দেয়নি।’

উল্লেখ্য, ২ ফেব্রুয়ারি বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব এ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত আটটি জেলার আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়।

শেয়ার করুন

কুড়িগ্রামে বিএনপির কমিটি ঘোষণা, সংঘর্ষে সাংবাদিকসহ আহত ৫

সময় ০৭:৫০:৪৯ অপরাহ্ন, সোমবার, ৩ ফেব্রুয়ারি ২০২৫

কুড়িগ্রামে জেলা বিএনপির ৫১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটি ঘোষনার পর ফেসবুকে স্ট্যাটাস দেয়া নিয়ে সমর্থকদের মধ্যে সংঘর্ষে সাংবাদিকসহ ৫ জন আহত হয়েছে বলে জানা গেছে।

স্থানীয়রা জানিয়েছেন, বিএনপির কমিটি ঘোষণার পর কুড়িগ্রামের রাজিবপুরে ফেসবুকে পক্ষে-বিপক্ষে স্ট্যাটাসকে কেন্দ্র করে উপজেলা বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।

রোববার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলা বাজারের মেইন গলিতে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের ৫ জন আহত হয়। এদের মধ্যে গুরুতর একজনকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

আহতরা হলেন, টাঙ্গালিয়া পাড়া গ্রামের আব্দুল হকের ছেলে ইয়াকুব আলী(৩২) কাচারি পাড়া গ্রামের ফুল মিয়ার পুত্র হারুন অর রসিদ (১৮) একই গ্রামের মৃত শাহার আলীর পুত্র শরিফুদ্দিন (৪০), দৈনিক খোলা কাগজ এবং অনলাইন পোর্টাল বাংলা এডিশনের রাজিবপুর উপজেলা প্রতিনিধি সাংবাদিক সুজন মাহমুদ (২৪) এবং অপর একজনের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

কুড়িগ্রাম জেলা বিএনপির ৫১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।
কমিটিতে যারা আছেন- মোস্তাফিজুর রহমান মোস্তফা আহ্বায়ক, শফিকুল ইসলাম বেবু ১নং যুগ্ম আহ্বায়ক, হাসিবুর রহমান হাসিব ২ নং যুগ্ম আহ্বায়ক, সোহেল হোসনাইন কায়কোবাদ সদস্য সচিব করে ৫১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি গঠন করা হয়।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্র জানায়, জেলা বিএনপি কমিটিতে অধ্যাপক মোখলেছুর রহমানের নাম না থাকায় ফেসবুকে স্ট্যাটাস দিয়ে তিরস্কার করাকে কেন্দ্র করে কথা-কাটাকাটির জেরে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে সংবাদ সংগ্রহের সময় সাংবাদিক সুজন মাহমুদ আহত হন।

এব্যাপারে জানতে চাইলে, সাবেক সভাপতি মোখলেছুর রহমান বলেন, ‘আমি ঘটনার ব্যাপারে জানি না। জেলা বিএনপি কমিটির লোকজনের সাথে আমি এই মুহূর্তে ঢাকায় অবস্থান করছি।’

রাজিবপুর উপজেলা যুব দলের আহ্বায়ক রুস্তম মাহমুদ বলেন,’আমাদের মধ্যে কোন গ্রুপিং নেই, তুচ্ছ ঘটনা থেকে এ ঘটনা ঘটেছে।’

রাজিবপুর থানার ওসি তছলিম উদ্দিন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ‘উপজেলা বিএনপি’র দু-গ্রুপের সংঘর্ষের ঘটনার পরপরই আমরা সেখানে উপস্থিত হই। কিন্তু এখন পর্যন্ত কোন পক্ষই অভিযোগ দেয়নি।’

উল্লেখ্য, ২ ফেব্রুয়ারি বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব এ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত আটটি জেলার আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়।