কুড়িগ্রামে দেখা মিলেছে ভারতীয় বিপন্ন প্রজাতির শকুন

- সময় ০১:৩৭:১৫ অপরাহ্ন, শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪
- / 70
কুড়িগ্রামের রৌমারীতে বিপন্ন প্রজাতির ভারতীয় শকুনের দেখা মিলেছে। ভারতের হিমালয় থেকে উড়ে আসা শকুনটি দেখতে উৎসুক স্থানীয়রা ভিড় করছেন। পরে স্থানীয়রা শকুনটিকে বনে অবমুক্ত করে দেন। গত বুধবার (২৫ ডিসেম্বর) বিকেলে রৌমারী উপজেলার শৈলমারী ডাংগুয়া পাড়া গ্রামে শকুনটি উড়ে আসে।
স্থানীয়রা জানায়, বিকেলে বিপন্ন প্রজাতির শকুনটি উড়ে এসে স্থানীয় মাছুম আলীর টিনের চালে অবস্থান নেয়। পরে মাছুমসহ দু’তিনজন যুবক শকুনটি ধরে পায়ে দড়ি বেধে আটকে রেখে বন্য প্রাণি অপরাধ দমন অধিদপ্তরে খবর দেয়।

মাছুম আলী জানান, শকুনটি অসুস্থ ছিল। বন্যপ্রাণি অধিদপ্তরের সঙ্গে কথা বলে স্থানীয় একটি বনে শকুনটিকে অবমুক্ত করা হয়েছে।
বন্য প্রাণী অধিদপ্তরের কর্মকর্তা রথীন্দ্র জানান, দুর্গম ও প্রত্যন্ত অঞ্চল হওয়ায় ফোনে প্রাথমিক চিকিৎসার পরামর্শ দিয়ে অবমুক্ত করার কথা বলা হয়েছে।
তিনি আরও জানান,শীতকালীন সময় আমাদের দেশে বিভিন্ন প্রজাতির পাখির দেখা মেলে। এসব পাখিদের না ধরে অবমুক্ত করে দেয়ার ব্যাপারে সবাইকে সচেতন থাকতে হবে।
শেয়ার করুন
-
সর্বশেষ
-
সর্বাধিক
Devoloped By: InnoSoln Limited