ঢাকা ১০:৩৪ পূর্বাহ্ন, সোমবার, ২৭ জানুয়ারি ২০২৫, ১৪ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

কুড়িগ্রামে ‘জাগো বাহে’ স্লোগান

নিজস্ব প্রতিবেদক, কুড়িগ্রাম
  • সময় ১২:১৬:২৮ পূর্বাহ্ন, রবিবার, ২৬ জানুয়ারি ২০২৫
  • / 37

কুড়িগ্রামে ‘জাগো বাহে’ স্লোগান

শনিবার (২৫ জানুয়ারি) কুড়িগ্রামের রাজারহাট উপজেলার সরকারি মীর ইসমাইল হোসেন ডিগ্রী কলেজ মাঠে বিকেলে তিস্তা নদী রক্ষা আন্দোলন কুড়িগ্রাম জেলার আয়োজনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন, তিস্তা নদী রক্ষা আন্দোলনের প্রধান সমন্বয়ক ও বিএনপি জাতীয় নির্বাহী কমিটির রংপুর বিভাগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক উপমন্ত্রী, অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু, কুড়িগ্রাম জেলার সমন্বয়ক ও জেলা বিএনপির আহবায়ক মোস্তাফিজার রহমান মোস্তফা, সদস্য সচিব সোহেল হোসনাইন কায়কোবাদ, সিনিয়র যুগ্ম আহবায়ক শিক্ষাবিদ শফিকুল ইসলাম বেবু প্রমুখ।

সমাবেশ বক্তারা বলেন, তিস্তা নদীর ভাঙ্গনে প্রতিবছর হাজার হাজার মানুষ ঘরবাড়ি হারিয়ে নি:স্ব হচ্ছেন। কুড়িগ্রাম, রংপুর, লালমনিরহাট, নীলফামারী এবং গাইবান্ধা জেলার কয়েক লাখ কৃষকের ফসল ক্ষতিগ্রস্থ হয়ে হাজার হাজার কোটি টাকার ক্ষয়ক্ষতি হচ্ছে।

বিগত ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার ভারতের দাসত্ব থাকায় তিস্তা নদীর ন্যায্য হিৎস্যা থেকে বঞ্চিত হয়েছে। বর্তমান সরকারের কাছে তিস্তা নদীর পানির ন্যায্য হিৎস্যা এবং তিস্তা মেগা প্রকল্প বাস্তবায়নের দাবিতে আগামী ১৭ ও ১৮ ফেব্রুয়ারী ৪৮ ঘন্টাব্যাপী তিস্তার চরে অবস্থান কর্মসূচীর ঘোষণা করা হয়।
শনিবারের সমাবেশ সফল করতে বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীসহ তিস্তা নদীর পাড়ের স্বতঃস্ফূর্ত ভাবে দলে দলে যোগদান করেন। সেখানে উত্তরবঙ্গের অস্তিত্বের ‘জাগো বাহে’ স্লোগানও দেয়া হয়।

শেয়ার করুন

কুড়িগ্রামে ‘জাগো বাহে’ স্লোগান

সময় ১২:১৬:২৮ পূর্বাহ্ন, রবিবার, ২৬ জানুয়ারি ২০২৫

শনিবার (২৫ জানুয়ারি) কুড়িগ্রামের রাজারহাট উপজেলার সরকারি মীর ইসমাইল হোসেন ডিগ্রী কলেজ মাঠে বিকেলে তিস্তা নদী রক্ষা আন্দোলন কুড়িগ্রাম জেলার আয়োজনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন, তিস্তা নদী রক্ষা আন্দোলনের প্রধান সমন্বয়ক ও বিএনপি জাতীয় নির্বাহী কমিটির রংপুর বিভাগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক উপমন্ত্রী, অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু, কুড়িগ্রাম জেলার সমন্বয়ক ও জেলা বিএনপির আহবায়ক মোস্তাফিজার রহমান মোস্তফা, সদস্য সচিব সোহেল হোসনাইন কায়কোবাদ, সিনিয়র যুগ্ম আহবায়ক শিক্ষাবিদ শফিকুল ইসলাম বেবু প্রমুখ।

সমাবেশ বক্তারা বলেন, তিস্তা নদীর ভাঙ্গনে প্রতিবছর হাজার হাজার মানুষ ঘরবাড়ি হারিয়ে নি:স্ব হচ্ছেন। কুড়িগ্রাম, রংপুর, লালমনিরহাট, নীলফামারী এবং গাইবান্ধা জেলার কয়েক লাখ কৃষকের ফসল ক্ষতিগ্রস্থ হয়ে হাজার হাজার কোটি টাকার ক্ষয়ক্ষতি হচ্ছে।

বিগত ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার ভারতের দাসত্ব থাকায় তিস্তা নদীর ন্যায্য হিৎস্যা থেকে বঞ্চিত হয়েছে। বর্তমান সরকারের কাছে তিস্তা নদীর পানির ন্যায্য হিৎস্যা এবং তিস্তা মেগা প্রকল্প বাস্তবায়নের দাবিতে আগামী ১৭ ও ১৮ ফেব্রুয়ারী ৪৮ ঘন্টাব্যাপী তিস্তার চরে অবস্থান কর্মসূচীর ঘোষণা করা হয়।
শনিবারের সমাবেশ সফল করতে বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীসহ তিস্তা নদীর পাড়ের স্বতঃস্ফূর্ত ভাবে দলে দলে যোগদান করেন। সেখানে উত্তরবঙ্গের অস্তিত্বের ‘জাগো বাহে’ স্লোগানও দেয়া হয়।