কিম জং উনকে খোঁচা দিলেন ট্রাম্প
- সময় ০১:২৫:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জানুয়ারি ২০২৫
- / 12
ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্টের দায়িত্ব নেয়ার পরই উত্তর কোরিয়ার নেতা কিম জং উনকে খোঁচা দিয়ে বলেছেন, কিম জং উন কেমন আছেন। উত্তর কোরিয়ার সঙ্গে যুক্তরাষ্ট্রের বৈরিতা থাকলেও কিমের সঙ্গে ট্রাম্পের সম্পর্কের রসায়ন বেশ ব্যতিক্রমী।
বিবিসির খবরে বলা হয়, শপথ গ্রহণের পর কয়েকশো নির্বাহী আদেশে স্বাক্ষর করার পর দক্ষিণ কোরিয়ায় মার্কিন সামরিক ঘাঁটিতে অবস্থানরত সদস্যদের সঙ্গে মঞ্চে ভিডিওকলে কথা বলেন ট্রাম্প।
সেসময় তিনি জিজ্ঞেস করেন, সবাই কেমন আছেন ওখানে? কিম জং উন কেমন আছেন? ট্রাম্পের এই রসিকতা শুনে উপস্থিত অনেকেই হেসে ওঠেন।
বড় পর্দায় ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কথা বলেন দক্ষিণ কোরিয়ায় মার্কিন ঘাঁটির কমান্ড সার্জেন্ট মেজর রবিন বলমার। তিনি ট্রাম্পকে স্বাগত জানিয়ে বলেন, আমরা আপনাকে গ্রহণ করার জন্য প্রস্তুত।
এর আগে প্রথম দফায় ক্ষমতায় থাকার সময় নিরস্ত্রীকরণে রাজি করাতে নিজেই উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সঙ্গে সাক্ষাতের উদ্যোগ নেন ট্রাম্প। ২০১৯ সালে প্রথম মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্প উত্তর কোরিয়ার ভেতরে প্রবেশ করেছিলেন।
শেয়ার করুন
-
সর্বশেষ
-
সর্বাধিক
Devoloped By: InnoSoln Limited