কাতার মাতাবেন শাকিব-পরী-আসিফ-আঁখি

- সময় ০৬:০৫:১৭ অপরাহ্ন, বুধবার, ১১ ডিসেম্বর ২০২৪
- / 122
এবার কাতার মাতাবেন বাংলাদেশের হার্টথ্রব শাকিব খান, পরীমনি, আসিফ আকবর, আঁখি আলমগীরসহ মোট আরো অনেকে। চলতি মাসের কাতারের রাজধানী দোহায় বিজয় মেলাতে তারা পারফর্ম করবেন বলে জানিয়েছে আয়োজকরা।
এ আয়োজন সম্পর্কে সংবাদ সম্মেলনে দোহায় বাংলাদেশ রাষ্ট্রদূত মো: নজরুল ইসলাম বলেন, আগামী ২০ ডিসেম্বর দূতাবাসের পৃষ্ঠপোষকতায় জাতীয় পতাকা সম্বলিত আন্তর্জাতিক মানের অ্যাপ ‘হ্যালো সুপার স্টার’ এর উদ্যোগে কাতারের এশিয়ান টাউনের এমফিথিয়েটারে অনুষ্ঠিত হতে যাচ্ছে প্রবাসী বাংলাদেশীদের সম্মানে স্মরণকালের শ্রেষ্ঠ সাংস্কৃতিক অনুষ্ঠান। নায়ক শাকিব খান, নায়িকা পরী মনি, শিল্পী আসিফ আকবর ও আঁখি আলমগীর সহ থাকবে তিন দেশের সতেরজন সেলিব্রেটি।

মহান বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশ দূতাবাস ও কাতারস্থ বাংলাদেশ স্কুল ও কলেজের আয়োজনে কলেজ প্রাঙ্গণে ১৮ থেকে ২১ ডিসেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে বিজয় মেলা ২০২৪। এতে বাংলাদেশের বিভিন্ন স্বনামধন্য কোম্পানী ও কাতারস্থ বাংলাদেশী ব্যবসা প্রতিষ্ঠানের স্টলে থাকছে দেশীয় ইতিহাস, ঐতিহ্য , সংস্কৃতি ও আন্তর্জাতিক মানের উৎপাদন সামগ্রী যা বিদেশীদের আকৃষ্ট করতে পারে। মেলায় প্রতিদিন আরও থাকছে স্থানীয় শিল্পীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান।
২১ ডিসেম্বর পাঁচ তারকা হোটেল শেরাটন দোহায় দূতাবাসের আয়োজনে থাকছে আন্তর্জাতিক বাণিজ্য সম্মেলন। এতে উপস্থিতি থাকবেন আন্তর্জাতিক কোম্পানীর প্রতিনিধি, কাতারি ব্যবসায়ী, প্রবাসী ব্যবসায়ী ও বাংলাদেশের বাণিজ্য মন্ত্রণালয়ের প্রতিনিধিবৃন্দ।
রাষ্ট্রদূত উক্ত অনুষ্ঠানগুলো সফলভাবে সম্পন্ন করার জন্য কাতার প্রবাসী সাংবাদিক ও রেমিট্যান্সযোদ্ধাদের প্রতি উদাত্ত আহবান জানান। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন হ্যালো সুপার স্টার্স এর নির্বাহী পরিচালক মিসেস গিজেল ও ইভেন্ট ম্যানেজম্যান্ট কোম্পানী এড. পয়েন্টের সিইও ও ফাউন্ডার আফতাব বিন তমিজ।
শেয়ার করুন
-
সর্বশেষ
-
সর্বাধিক
Devoloped By: InnoSoln Limited