কাতার জয় করলেন বাংলাদেশের ২৭ খুদে গণিতবিদ
- সময় ১১:২৬:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ ডিসেম্বর ২০২৪
- / 29
কাতারে ওয়ার্ল্ড ম্যাথমেটিক্স টিম চ্যাম্পিয়নশিপ ২০২৪ এ বাংলাদেশ দল ৬টি স্বর্ণপদক, ১১ টি রোপ্য, এবং ৭টি ব্রোঞ্জ, এবং তিনটি মেরিট সহ ২৭ জনের সদস্য সকলেই পদক প্রাপ্ত হয়েছে এবং অসাধারণ সাফল্য অর্জন করেছে।
গণিতের এ সম্মানজনক আন্তর্জাতিক প্রতিযোগিতা কাতার ফাউন্ডেশনের পৃষ্ঠপোষকতায় গত ২৮ নভেম্বর থেকে ১ ডিসেম্বর পর্যন্ত কাতারের দোহায় অনুষ্ঠিত হয়।
ওয়ার্ল্ড ম্যাথমেটিক্স টিম চ্যাম্পিয়নশিপ (WMTC) এর জন্য জুনিয়র লেভেল এর জন্য নির্বাচিত দল “দ্যা বেঙ্গল হেক্সাগন” , ইন্টারমিডিয়েট লেভেল এর জন্য নির্বাচিত দল “দ্যা রয়েল সিক্স অব বেঙ্গল” , “দ্যা ডেল্টা সিক্স” এবং “দ্যা বেঙ্গল হেক্সা”। অ্যাডভান্সড লেভেল এর জন্য নির্বাচিত দল “দ্যা বেঙ্গল ট্রাইনোমিয়াল” নিজ নিজ ক্যাটাগরিতে দলগত ভাবে শীর্ষ ৩০% এর মধ্যে অবস্থান লাভ করেছে। জুনিয়র লেভেল এর অহন বনিক এবং ইন্টারমিডিয়েট লেভেল এর তাহমীদ আল আসাদ, মোবাশ্বির আরিক, প্রজেশ ভৌমিক, সাকিফ মিহরান সাবির এবং নাশওয়ান হক মাহির স্বর্ণপদক লাভ করে। জুনিয়র লেভেল এ আরমান মালিক, ফাতিমা জাহরা শেখ, জান্নাতুল ফেরদৌস নওশিন, ইন্টারমিডিয়েট লেভেল এ লাইবা সারিনা ইসলাম, আয়্যান জামান, উছাইওয়াং মার্মা, মো. তাহসিন ইসলাম, মো. সারাফ নুহিল ইসলাম, রাফিদ উন নবী এবং অ্যাডভান্সড লেভেল এ মোহাম্মদ মারজুক রহমান, সাদ বিন আহমেদ রোপ্যপদক লাভ করে।
জুনিয়র লেভেল এ শেখ আলিমুল হাকিম, ইন্টারমিডিয়েট লেভেল এ মোহাম্মদ সাইফান হায়দার, সাকিন আল সাদাফ, শুভ্র অনিন্দ্য বেপারী, মোহাম্মদ ইবতেসাম ইসলাম মোঃ ফাহিম এবং অ্যাডভান্সড লেভেল এ ইনতেশার আলম মানাম ব্রোঞ্জপদক লাভ করে। জুনিয়র লেভেল এ গৈরিক পাল, ইন্টারমিডিয়েট লেভেল এ হুমায়রা আফিয়া, অহম সাহা মেরিট সার্টিফিকেট লাভ করে।
আয়োজকেরা জানান, ওয়ার্ল্ড ম্যাথমেটিক্স টিম চ্যাম্পিয়নশিপ (WMTC) এর জন্য বাংলাদেশ গণিত দলের সদস্যদের নির্বাচনের লক্ষ্যে আয়োজিত বাংলার ম্যাথ টিম চ্যাম্পিয়নশিপ (BMTC) ২০২৪ এ সারা দেশ থেকে ২০০০ এর অধিক শিক্ষার্থী নিবন্ধন করে। নিবন্ধনকৃত শিক্ষার্থীদের নিয়ে প্রথমে অনুষ্ঠিত হয় ‘অনলাইন বাছাই রাউন্ড’। এই ধাপে নির্বাচিতদের নিয়ে ‘গণিত হোক আনন্দের’ স্লোগানে গত ২৭ সেপ্টেম্বর ২০২৪ এ ঢাকার সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ে (SEU) অনুষ্ঠিত হয় বাংলার ম্যাথ টিম চ্যাম্পিয়নশিপ ২০২৪ এর জাতীয় পর্যায়। দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় ৪৫০ শিক্ষার্থী এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। প্রতিযোগিতায় জুনিয়র, ইন্টারমিডিয়েট ও অ্যাডভান্সড লেভেলে মোট ১০১ জন বিজয়ী হয়। টিম রাউন্ডে জুনিয়র লেভেলে ৫টি দল, ইন্টারমিডিয়েট লেভেলে ১০টি দল এবং অ্যাডভান্সড লেভেলে ৩টি দল বিজয়ী হয়। বিজয়ীদের জাতীয় পর্বের পরীক্ষা এবং পরবর্তীতে নির্বাচনী পরীক্ষার মাধ্যমে জুনিয়র লেভেলে ৬ জনের একটি টিম, ইন্টারমিডিয়েট লেভেলে ১৮ জনের তিনটি টিম এবং অ্যাডভান্সড লেভেলে ৩ জনের একটি টিমকে ওয়ার্ল্ড ম্যাথমেটিক্স টিম চ্যাম্পিয়নশিপ ২০২৪ (WMTC-2024) এর জন্য নির্বাচিত করা হয়।
উল্লেখ্য, (WMTC-2024) এ অংশগ্রহণকারী বাংলাদেশ দলের ট্র্যাভেল স্পন্সর হিসেবে যুক্ত রয়েছে বাংলাদেশের জাতীয় পতাকাবাহী সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইনস।