ঢাকা ০৯:৪৪ অপরাহ্ন, বুধবার, ১৫ জানুয়ারি ২০২৫, ২ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

কলেজ অধ্যাপকের খুনে জড়িতদের বিচারের দাবিতে মানববন্ধন

সিনিয়র প্রতিবেদক, নেত্রকোনা
  • সময় ০৬:০২:৩৩ অপরাহ্ন, বুধবার, ১৫ জানুয়ারি ২০২৫
  • / 19

কলেজ অধ্যাপকের খুনে জড়িতদের বিচারের দাবিতে মানববন্ধন

জেলা শহরের বাসিন্দা নেত্রকোনার আবু আব্বাছ ডিগ্রী কলেজের অবসরপ্রাপ্ত সহকারী অধ্যাপক দিলীপ কুমার রায়ের খুনীদের বিচারের দাবিতে নেত্রকোনায় মানববন্ধন পালন করেছে কলেজের অগণিত শিক্ষক ও শিক্ষার্থীরা।

বুধবার (১৫ জানুয়ারি) দুপুরের দিকে আবু আব্বাছ কলেজের গ্যাটের সামনের সড়কে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। এ কর্মসূচিতে অগণিত শিক্ষক শিক্ষার্থীসহ শিক্ষকবৃন্দ অংশগ্রহণ করেন।

মানববন্ধনে কলেজের শিক্ষক পরিষদের সম্পাদক ও প্রাণি বিদ্যা বিভাগের সহকারি অধ্যাপক মো. নাজমুল কবীর সরকারের পরিচালনায় বক্তব্য রাখেন, আবু আব্বাছ ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. আব্দুল রশিদ, শিক্ষক পরিষদের সহ-সাধারণ সম্পাদক ও ইতিহাস বিভাগের সহকারি অধ্যাপক জিয়াউল ইসলাম, ব্যবস্থাপনা বিভাগের সহকারি অধ্যাপক গোলাম ফারুক, প্রাণিবিদ্যা বিভাগের সহকারি অধ্যাপক নূরে আলম ফকির, দর্শন বিভাগের প্রভাষক মাজেদুল আলম, শিক্ষার্থী জিসান প্রমুখ।

বক্তারা বলেন, দুর্বত্তদের হাতে নিহত সহকারী অধ্যাপক দিলীপ কুমার রায় ছিলেন একজন নিরপরাধ , নিরীহ শ্রেণির মানুষ। শিক্ষকতার জীবনে কখনো কোন অন্যায় ও দুর্নীতির কর্মকাণ্ডের সাথে জড়িত ছিলেন না। এমন একজন মানুষকে খুন করা হয়েছে এটি কল্পনা ও করা যায় না।উনাকে মর্মান্তিকভাবে খুন করা হয়েছে। এজন্য এ খুনের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনানুগ পদক্ষেপ গ্রহণ করতে দাবি করছেন তারা।

উল্লেখ্য, গত ১০ জানুয়ারি নেত্রকোনা জেলা শহরের বড়বাজারে নিজের থাকার ঘরে আবু আব্বাছ ডিগ্রি কলেজের অবসরপ্রাপ্ত সহকারী অধ্যাপক দীলিপ কুমার রায়কে রাতে দুর্বৃত্তরা খুন করে।নিহতের স্ত্রী নিভা রায় গত ১২ জানুয়ারি থানায় একটি খুনের মামলা দায়ের করেন।

শেয়ার করুন

কলেজ অধ্যাপকের খুনে জড়িতদের বিচারের দাবিতে মানববন্ধন

সময় ০৬:০২:৩৩ অপরাহ্ন, বুধবার, ১৫ জানুয়ারি ২০২৫

জেলা শহরের বাসিন্দা নেত্রকোনার আবু আব্বাছ ডিগ্রী কলেজের অবসরপ্রাপ্ত সহকারী অধ্যাপক দিলীপ কুমার রায়ের খুনীদের বিচারের দাবিতে নেত্রকোনায় মানববন্ধন পালন করেছে কলেজের অগণিত শিক্ষক ও শিক্ষার্থীরা।

বুধবার (১৫ জানুয়ারি) দুপুরের দিকে আবু আব্বাছ কলেজের গ্যাটের সামনের সড়কে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। এ কর্মসূচিতে অগণিত শিক্ষক শিক্ষার্থীসহ শিক্ষকবৃন্দ অংশগ্রহণ করেন।

মানববন্ধনে কলেজের শিক্ষক পরিষদের সম্পাদক ও প্রাণি বিদ্যা বিভাগের সহকারি অধ্যাপক মো. নাজমুল কবীর সরকারের পরিচালনায় বক্তব্য রাখেন, আবু আব্বাছ ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. আব্দুল রশিদ, শিক্ষক পরিষদের সহ-সাধারণ সম্পাদক ও ইতিহাস বিভাগের সহকারি অধ্যাপক জিয়াউল ইসলাম, ব্যবস্থাপনা বিভাগের সহকারি অধ্যাপক গোলাম ফারুক, প্রাণিবিদ্যা বিভাগের সহকারি অধ্যাপক নূরে আলম ফকির, দর্শন বিভাগের প্রভাষক মাজেদুল আলম, শিক্ষার্থী জিসান প্রমুখ।

বক্তারা বলেন, দুর্বত্তদের হাতে নিহত সহকারী অধ্যাপক দিলীপ কুমার রায় ছিলেন একজন নিরপরাধ , নিরীহ শ্রেণির মানুষ। শিক্ষকতার জীবনে কখনো কোন অন্যায় ও দুর্নীতির কর্মকাণ্ডের সাথে জড়িত ছিলেন না। এমন একজন মানুষকে খুন করা হয়েছে এটি কল্পনা ও করা যায় না।উনাকে মর্মান্তিকভাবে খুন করা হয়েছে। এজন্য এ খুনের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনানুগ পদক্ষেপ গ্রহণ করতে দাবি করছেন তারা।

উল্লেখ্য, গত ১০ জানুয়ারি নেত্রকোনা জেলা শহরের বড়বাজারে নিজের থাকার ঘরে আবু আব্বাছ ডিগ্রি কলেজের অবসরপ্রাপ্ত সহকারী অধ্যাপক দীলিপ কুমার রায়কে রাতে দুর্বৃত্তরা খুন করে।নিহতের স্ত্রী নিভা রায় গত ১২ জানুয়ারি থানায় একটি খুনের মামলা দায়ের করেন।