ঢাকা ০৯:০৬ পূর্বাহ্ন, বুধবার, ১৯ ফেব্রুয়ারি ২০২৫, ৭ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ

কলারোয়ার সাবেক এমপি স্বপনের ছবি সম্বলিত ডাস্টবিন

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা
  • সময় ১১:০৭:৩১ অপরাহ্ন, সোমবার, ৩ ফেব্রুয়ারি ২০২৫
  • / 109

সাতক্ষীরা ১ আসনের সাবেক এমপি এমপি ফিরোজ আহমেদ স্বপনের নামে ডাস্টবিন

সাতক্ষীরার কলারোয়ায় বাজারে আজ (৩ ফেব্রুয়ারি) দুপুরে বসানো হয়েছে সাবেক এমপি ফিরোজ আহমেদ স্বপনের ছবি সম্বলিত ২০টি ডাস্টবিন। ছাত্রদলের নেতাকর্মীরা এই ডাস্টবিনগুলো বসানোর উদ্যোগ নেন।

কলারোয়া উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আকিবুর রহমান আকিব জানান, সাবেক এমপি ফিরোজ আহমেদ স্বপন আওয়ামী লীগের নেতা হিসেবে এই অঞ্চলের মানুষের ওপর হামলা, মামলা, নির্যাতন চালিয়েছেন। মিথ্যা মামলায় কারাবন্দি হয়ে চারজন বিএনপি নেতা মৃত্যুবরণ করেছেন এবং অসংখ্য মানুষকে হয়রানির শিকার করেছেন। এই সমস্ত কর্মকাণ্ডের প্রতিবাদস্বরূপ স্বপনের ছবি দিয়ে ডাস্টবিন তৈরি করা হয়েছে এবং বাজারের বিভিন্ন স্থানে বসানো হয়েছে, যা উপজেলাবাসীর ঘৃণার প্রতীক হিসেবে চিহ্নিত করা হয়েছে।

ডাস্টবিন বসানোর সময় উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি শাহরিয়ার সবুজ, ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের কর্মী আবির হোসেন, কলারোয়া উপজেলা ছাত্রদলের আহ্বায়ক শাহজালাল আহমেদ সাজু, যুগ্ম আহ্বায়ক আকিবুর রহমান আকিব, কলারোয়া সরকারি কলেজ ছাত্রদলের সদস্য সচিব কাইফুর রহমান সৈকতসহ অন্যান্য নেতাকর্মীরা।

উল্লেখ্য, ২০২৪ সালের নির্বাচনে ফিরোজ আহমেদ স্বপন সাতক্ষীরা-১ আসন থেকে এমপি নির্বাচিত হন এবং তিনি কলারোয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি। তবে ছাত্র জনতার আন্দোলন চলাকালে আন্দোলনরত শিক্ষার্থীদের নিয়ে বিতর্কিত মন্তব্য করে তিনি ব্যাপক সমালোচনার মুখে পড়েন এবং ৫ আগস্ট আ.লীগ সরকারের পতনের পর থেকে তিনি পলাতক রয়েছেন।

শেয়ার করুন

কলারোয়ার সাবেক এমপি স্বপনের ছবি সম্বলিত ডাস্টবিন

সময় ১১:০৭:৩১ অপরাহ্ন, সোমবার, ৩ ফেব্রুয়ারি ২০২৫

সাতক্ষীরার কলারোয়ায় বাজারে আজ (৩ ফেব্রুয়ারি) দুপুরে বসানো হয়েছে সাবেক এমপি ফিরোজ আহমেদ স্বপনের ছবি সম্বলিত ২০টি ডাস্টবিন। ছাত্রদলের নেতাকর্মীরা এই ডাস্টবিনগুলো বসানোর উদ্যোগ নেন।

কলারোয়া উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আকিবুর রহমান আকিব জানান, সাবেক এমপি ফিরোজ আহমেদ স্বপন আওয়ামী লীগের নেতা হিসেবে এই অঞ্চলের মানুষের ওপর হামলা, মামলা, নির্যাতন চালিয়েছেন। মিথ্যা মামলায় কারাবন্দি হয়ে চারজন বিএনপি নেতা মৃত্যুবরণ করেছেন এবং অসংখ্য মানুষকে হয়রানির শিকার করেছেন। এই সমস্ত কর্মকাণ্ডের প্রতিবাদস্বরূপ স্বপনের ছবি দিয়ে ডাস্টবিন তৈরি করা হয়েছে এবং বাজারের বিভিন্ন স্থানে বসানো হয়েছে, যা উপজেলাবাসীর ঘৃণার প্রতীক হিসেবে চিহ্নিত করা হয়েছে।

ডাস্টবিন বসানোর সময় উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি শাহরিয়ার সবুজ, ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের কর্মী আবির হোসেন, কলারোয়া উপজেলা ছাত্রদলের আহ্বায়ক শাহজালাল আহমেদ সাজু, যুগ্ম আহ্বায়ক আকিবুর রহমান আকিব, কলারোয়া সরকারি কলেজ ছাত্রদলের সদস্য সচিব কাইফুর রহমান সৈকতসহ অন্যান্য নেতাকর্মীরা।

উল্লেখ্য, ২০২৪ সালের নির্বাচনে ফিরোজ আহমেদ স্বপন সাতক্ষীরা-১ আসন থেকে এমপি নির্বাচিত হন এবং তিনি কলারোয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি। তবে ছাত্র জনতার আন্দোলন চলাকালে আন্দোলনরত শিক্ষার্থীদের নিয়ে বিতর্কিত মন্তব্য করে তিনি ব্যাপক সমালোচনার মুখে পড়েন এবং ৫ আগস্ট আ.লীগ সরকারের পতনের পর থেকে তিনি পলাতক রয়েছেন।