কলারোয়ায় ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রীতি ক্রিকেট ম্যাচ

- সময় ০৭:৩৬:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ৩ জানুয়ারি ২০২৫
- / 56
সাতক্ষীরার কলারোয়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এবং শেখ হাসিনা গাড়ি বহর হামলার মিথ্যা মামলায় কারাবন্দি অবস্থায় নির্যাতিত হয়ে মৃত্যুবরণকারী চার সাবেক ছাত্রনেতার স্মরণে এক প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার ৩ ডিসেম্বর সকালে কলারোয়া বল্ডফিল্ড মাঠে জাতীয় এবং বিএনপির দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে খেলার উদ্বোধন করা হয়। কলারোয়া ছাত্রদলের আয়োজনে অনুষ্ঠিত এই ম্যাচে পুরোনো ও বর্তমান ছাত্রদলের সদস্যরা অংশগ্রহণ করেন। পুরো আয়োজনটি উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয় এবং হাজারো দর্শক খেলা উপভোগ করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা ছাত্রদলের সদ্য সাবেক সাধারণ সম্পাদক মমতাজুল ইসলাম চন্দন। বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক চেয়ারম্যান আশরাফ হোসেন, কলারোয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল রকিব মোল্লা এবং যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল কাদের বাচ্চু। এছাড়াও স্থানীয় নেতৃবৃন্দ, ছাত্রদল কর্মী ও সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।
খেলার শুরুতে শেখ হাসিনা গাড়ি বহর হামলার মিথ্যা মামলায় কারাবন্দি অবস্থায় নির্যাতিত হয়ে মৃত্যুবরণকারী চার সাবেক ছাত্রনেতার স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয় এবং তাদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া মোনাজাত করা হয়।
ছাত্রদলের এই উদ্যোগকে স্থানীয় নেতৃবৃন্দ প্রশংসা করেন এবং ভবিষ্যতে এমন আয়োজন অব্যাহত রাখার আহ্বান জানান।
শেয়ার করুন
-
সর্বশেষ
-
সর্বাধিক
Devoloped By: InnoSoln Limited