কম সংস্কারে ডিসেম্বর, বেশিতে জুনে নির্বাচন

- সময় ০৮:৩১:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ মার্চ ২০২৫
- / 21
রাজনৈতিক দলগুলোর চাহিদার ওপর নির্ভর করে আগামী জাতীয় নির্বাচনের সময় নির্ধারণ করা হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেন, যদি রাজনৈতিক দলগুলো কম সংস্কার চায়, তাহলে নির্বাচন আগামী ডিসেম্বরেই অনুষ্ঠিত হবে। তবে, যদি তারা বেশি সংস্কার চায়, তাহলে নির্বাচন ২০২৬ সালের জুনের মধ্যে হবে।
বৃহস্পতিবার (৬ মার্চ) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে প্রাক্তন দুই মার্কিন রাষ্ট্রদূত উইলিয়াম বি মিলাম ও জন ড্যানিলোভিচ সৌজন্য সাক্ষাৎ করেন। বৈঠকে অন্তর্বর্তী সরকারের সংস্কার প্রক্রিয়া, আসন্ন নির্বাচন, বাংলাদেশ-মার্কিন সম্পর্ক এবং বিভিন্ন আন্তর্জাতিক ইস্যু নিয়ে আলোচনা হয়।
প্রধান উপদেষ্টা জানান, ৬টি কমিশনের সুপারিশকৃত সংস্কারের বিষয়ে সংলাপ শেষ হলে রাজনৈতিক দলগুলো ‘জুলাই সনদে’ স্বাক্ষর করবে। এই সনদ অনুযায়ী অন্তর্বর্তীকালীন সরকার কিছু সংস্কার বাস্তবায়ন করবে, বাকিগুলো পরবর্তী নির্বাচিত সরকার সম্পন্ন করবে।
রাষ্ট্রদূত মিলাম অন্তর্বর্তী সরকারের সংস্কার কার্যক্রমের প্রশংসা করে বলেন, জুলাইয়ের গণঅভ্যুত্থান বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা ও ব্যাপক সংস্কারের বড় সুযোগ এনে দিয়েছে।
সাবেক মার্কিন উপ-রাষ্ট্রদূত জন ড্যানিলোভিচ বলেন, ভুয়া সংবাদ এবং বিভ্রান্তির হুমকি মোকাবিলায় বাংলাদেশকে শক্তিশালী পদক্ষেপ নিতে হবে।
বৈঠকে রোহিঙ্গা সংকট, মিয়ানমার থেকে বিতাড়িত শরণার্থীদের জন্য আন্তর্জাতিক সাহায্য কমে যাওয়ার প্রভাব, পূর্ববর্তী সরকারের সময় চুরি হওয়া অর্থ পুনরুদ্ধার এবং সার্ক পুনরুজ্জীবিত করার বিষয়ে আলোচনা হয়।
রাষ্ট্রদূত উইলিয়াম বি মিলাম বর্তমানে যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংস্থা ‘রাইট টু ফ্রিডম’-এর সভাপতি ও নির্বাহী পরিচালক। তিনি বাংলাদেশের মানবাধিকার ও গণতান্ত্রিক সংস্কারের প্রচেষ্টাকে সমর্থন করার আশ্বাস দেন।
শেয়ার করুন
-
সর্বশেষ
-
সর্বাধিক
Devoloped By: InnoSoln Limited