কবে ফিরবেন খালেদা জিয়া?
- সময় ০৮:১৫:৫৮ অপরাহ্ন, সোমবার, ৬ জানুয়ারি ২০২৫
- / 31
কাতারের আমিরের বিশেষ রয়েল অ্যাম্বুলেন্সে লন্ডন যাচ্ছেন বেগম খালেদা জিয়া। বিএনপির চেয়ারপারসন বেগম জিয়া চিকিৎসার জন্য যুক্তরাজ্য যাত্রা নিশ্চিত হয়েছে। তার এ যাত্রা নিয়ে রাজনৈতিক মহলে নানা আলোচনা চলছে, কিন্তু দলীয় নেতার্কমীরা জানতে চাইছেন তিনি কবে ফিরবেন?
৫ আগস্ট পরবর্তী সময়ে শেখ হাসিনার দেশত্যাগের পর তিনি প্রথমবার জনসম্মুখে এসেছেন। শৃঙ্খল জীবন থেকে বেরিয়ে মুক্ত আকাশের নিচে বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া লন্ডন যাচ্ছেন যখন তখন দেশে পরিবর্তিত পরিস্থিতি চলছে। নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বতীকালীন সরকারের আমলে তাঁর এই চিকিৎসা নিয়ে বিদেশযাত্রা খুব তাৎপর্য বহন করে বলেই মত দিয়েছেন রাজনৈতিন বিশ্লেষকরা।
এবারের বিদেশযাত্রা শুধু চিকিৎসার জন্য হলেও এ বিষয়টি মানুষের দৃষ্টি এড়াচ্ছে না। তাঁর বর্তমান শারীরিক অবস্থা কেমন, তিনি কোন দেশের কোন হাসপাতালে চিকিৎসা নেবেন, কবেই বা দেশে ফিরবেন
-এমন সব প্রশ্ন ঘিরে মানুষের মধ্যে এক ধরনের কৌতূহল আছে।
লন্ডনে পৌঁছালে সাত বছর পর খালেদা জিয়ার সঙ্গে তাঁর বড় ছেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেখা হবে। তারেক রহমানের পাশাপাশি তাঁর স্ত্রী ডা. জুবাইদা রহমান ও একমাত্র কন্যা জাইমা রহমানও খালেদা জিয়ার অপেক্ষায় আছেন। দীর্ঘদিন পর পরিবারের সদস্যদের সঙ্গে দেখা হলে তৈরি হবে আবেগঘন এক পরিবেশ।
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া লন্ডনের হিথরো আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর পরই সরাসরি একটি উন্নত চিকিৎসা কেন্দ্রে ভর্তি হবেন বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ডা. এ জেড এম জাহিদ হোসেন।
তবে বিএনপির তৃণমূলের নেতাকর্মীরা জানতে চান, তাদের নেত্রী বেগম খালেদা জিয়া, চিকিৎসা শেষে কবে দেশে ফিরবেন এবং সুস্থ হয়েই তিনি দেশে ফিরবেন, এটাই নেতাকর্মীদের প্রত্যাশা। তাদের এই প্রত্যাশার জবাবও দিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি জানিয়েছেন, খালেদা জিয়া দ্রুত দেশে ফিরে আসবেন।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. জাহিদ আরও জানান, খালেদা জিয়া এবং তার চিকিৎসক দলের ছয় সদস্যসহ ১০ জনের একটি দল মঙ্গলবার রাত ১০টায় দোহা হয়ে লন্ডনের উদ্দেশে যাত্রা করবেন।
লন্ডনে পৌঁছানোর পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, তার স্ত্রী এবং যুক্তরাজ্য বিএনপির নেতারা খালেদা জিয়াকে স্বাগত জানাবেন।
ডা. জাহিদ বলেন, বিমানবন্দর থেকে সরাসরি খালেদা জিয়াকে উন্নত চিকিৎসা কেন্দ্রে নিয়ে যাওয়া হবে, যেখানে তার শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করে পরবর্তী চিকিৎসার সিদ্ধান্ত নেওয়া হবে।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পক্ষ থেকে দেশবাসীর কাছে খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনা করে দোয়া চাওয়া হয়েছে।
এর আগে রোববার রাতে মির্জা ফখরুল আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন যে, তাদের দলীয় প্রধান উন্নত চিকিৎসার জন্য মঙ্গলবার রাতে লন্ডনে যাবেন।
এদিন রাত ৯টায় খালেদা জিয়ার গুলশানের বাসা ফিরোজায় তার সঙ্গে কুশলবিনিময় ও শুভেচ্ছা জানাতে আসেন দলটির স্থায়ী কমিটির সদস্যরা। পরে খালেদা জিয়ার লন্ডনযাত্রার দিনক্ষণ সাংবাদিকদের সামনে তুলে ধরেন মির্জা ফখরুল। খালেদা জিয়া দ্রুত সুস্থ হয়ে যাতে দেশে ফিরে আসেন, সেই প্রত্যাশাও ব্যক্ত করেন তিনি।
বিএনপি মহাসচিব বলেন, ‘তারা বিএনপি প্রধানের সঙ্গে আলোচনা করেছেন। কিন্তু সেখানে রাজনৈতিক কোনো বিষয়াদি ছিল না।’
‘তার সফলযাত্রা ও উন্নত চিকিৎসা শেষে নিরাপদ প্রত্যাবর্তন কামনা করে আমরা আল্লাহর কাছে মোনাজাত করছি।’
খালেদা জিয়া কখন দেশে ফিরতে পারেন, জানতে চাইলে মির্জা ফখরুল বলেন, ‘এটা কেবল চিকিৎসকরা বলতে পারবেন। আমরা আশা করছি, তিনি দ্রুতই দেশে ফিরে আসবেন’।
দলের স্থায়ী কমিটির সদস্যদের সঙ্গে আলোচনায় খালেদা জিয়ার নির্দেশনা কিংবা বার্তার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘ম্যাডাম নির্দেশনা দিয়েছেন, এক সঙ্গে কাজ কর, জনগণের পক্ষে কাজ কর, গণতন্ত্রের পক্ষে কাজ কর।’