কটিয়াদীতে অস্ত্রের মুখে নৈশপ্রহরীর স্ত্রীকে ধর্ষণের অভিযোগ

- সময় ০৮:১৩:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ১ এপ্রিল ২০২৫
- / 15
কিশোরগঞ্জের কটিয়াদীতে বসতঘরে ঢুকে অস্ত্রের মুখে এক গৃহবধূকে জোরপূর্বক ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। সোমবার (৩১ মার্চ) গভীর রাতে কটিয়াদী উপজেলার চাঁন্দপুর ইউনিয়নের টান চারিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্বজনরা জানান, নির্যাতনের শিকার ওই নারীর স্বামী স্থানীয় বোয়ালিয়া বাজারে নৈশপ্রহরীর কাজ করেন। ঈদের দিন রাতেও তিনি বাজার পাহারায় ছিলেন। ছেলেমেয়েদের নিয়ে নিজের ঘরে ঘুমিয়ে ছিলেন তার স্ত্রী। রাত ১টার দিকে জানলার সিটকিনি খুলে ঘরে ঢোকে একই এলাকার ইদ্রিস আলীর ছেলে হাকিম মিয়া। এ সময় হাকিম অস্ত্রের মুখে ৩ সন্তানের জননী ওই গৃহবধূকে ধর্ষণ করে পালিয়ে যায়।
খবর পেয়ে মঙ্গলবার (০১ এপ্রিল) সকালে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ব্যাপারে নির্যাতনের শিকার গৃহবধূ বাদী হয়ে হালিমকে আসামি করে কটিয়াদী মডেল থানায় একটি মামলা দায়ের করেছেন।
পুলিশের হোসেনপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. তোফাজ্জল হোসেন জানান, এ ঘটনায় থানায় মামলা হয়েছে। আসামিকে ধরতে অভিযান চালাচ্ছে পুলিশ। ডাক্তারি পরীক্ষার জন্য নির্যাতনের শিকার গৃহবধূকে জেলা সিভিল সার্জন অফিসে পাঠানো হয়েছে।
শেয়ার করুন
-
সর্বশেষ
-
সর্বাধিক
Devoloped By: InnoSoln Limited