কক্সবাজার উপকূলে ৫ লাখ ইয়াবাসহ আটক ২১ জন

- সময় ০৯:৩১:১৯ অপরাহ্ন, শুক্রবার, ১১ এপ্রিল ২০২৫
- / 9
কক্সবাজারের কলাতলী সৈকতের পাশের সমুদ্র এলাকা থেকে ৫ লাখ পিস ইয়াবাসহ ২১ জন মাদক পাচারকারীকে আটক করেছে কোস্ট গার্ড ও র্যাব। শুক্রবার, ১১ এপ্রিল ২০২৫ তারিখ দুপুরে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার দিবাগত রাত ১টার দিকে বাংলাদেশ কোস্ট গার্ড স্টেশন কক্সবাজার এবং র্যাব-১৫ এর যৌথ অভিযানে সমুদ্র উপকূলে দুটি ইঞ্জিনচালিত কাঠের নৌকা শনাক্ত করা হয়। সন্দেহজনক নৌকা দুটিকে থামার সংকেত দিলে তারা তা উপেক্ষা করে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় একজন পাচারকারী পানিতে ঝাঁপ দিয়ে পালিয়ে যায়।
পরে প্রায় এক ঘণ্টাব্যাপী গভীর সমুদ্রে ধাওয়া চালিয়ে কোস্ট গার্ড ও র্যাব সদস্যরা নৌকা দুটিকে আটক করে। পরে তল্লাশি চালিয়ে নৌকাগুলোর কাঠের পাটাতনের নিচে বরফের মধ্যে বিশেষ কৌশলে লুকানো অবস্থায় ৫ লাখ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
আটককৃত ২১ জন পাচারকারীর মধ্যে ৩ জন কক্সবাজারের স্থায়ী বাসিন্দা এবং বাকিরা উখিয়া ও কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা বলে জানা গেছে।
আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে কোস্ট গার্ড।
কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা আরও বলেন, “দেশের আইনশৃঙ্খলা রক্ষা ও মাদক পাচার প্রতিরোধে বাংলাদেশ কোস্ট গার্ড সার্বক্ষণিক নজরদারিতে রয়েছে। উপকূলীয় ও নদীতীরবর্তী অঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”
শেয়ার করুন
-
সর্বশেষ
-
সর্বাধিক
Devoloped By: InnoSoln Limited