গুলিতে নিহত এক বৃদ্ধ
কক্সবাজারে একদিনে পানিতে ডুবে পাঁচজনের মৃত্যু

- সময় ১১:৫০:৫৮ অপরাহ্ন, বুধবার, ৯ এপ্রিল ২০২৫
- / 14
কক্সবাজারে পৃথক ঘটনায় একদিনেই পানিতে ডুবে দুই শিশুসহ পাঁচজনের মৃত্যু হয়েছে। এছাড়া মহেশখালীতে গুলি করে হত্যা করা হয়েছে এক বৃদ্ধকে। বুধবার (৯ এপ্রিল) জেলার চকরিয়া, রামু ও মহেশখালী উপজেলায় এসব মর্মান্তিক ঘটনা ঘটে।
চকরিয়ায় নদীতে ডুবে তিনজনের মৃত্যু
চকরিয়ায় মাতামুহুরী নদীতে গোসলে নেমে এক অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। জানা যায়, মঙ্গলবার বিকেলে জালিয়াপাড়া এলাকায় নদীতে গোসলে নেমে নিখোঁজ হন আনুমানিক ৩৫-৪০ বছর বয়সী এক যুবক। প্রায় ২০ ঘণ্টা পর বুধবার সকাল ১০টার দিকে মরদেহ উদ্ধার করা হয়। তাঁর পরিচয় শনাক্তে ছবি বিভিন্ন স্থানে পাঠানো হয়েছে।
একইদিন সকালে উপজেলার কাকারা ইউনিয়নের ফারুকিয়া মাদ্রাসা সংলগ্ন নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হয় দুই শিশু—মাসুম (৫) ও তার ফুফাতো বোন আসমা (৬)। পরে স্থানীয়রা ভাসমান অবস্থায় তাদের মরদেহ উদ্ধার করেন।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম জানান, দুই শিশুর মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। অজ্ঞাত যুবকের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। প্রয়োজনে আঞ্জুমান মফিদুল ইসলামের মাধ্যমে দাফনের ব্যবস্থা নেওয়া হবে।

রামুতে খালের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু
রামু উপজেলার জোয়ারিয়ানালা ইউনিয়নের ইলিশিয়াপাড়া এলাকায় খালের পানিতে ডুবে মারা গেছে ইয়াসিন (৯) ও আবদুল্লাহ (৮) নামে দুই শিশু। বুধবার বিকেলে এই দুর্ঘটনা ঘটে। খেলতে খেলতে বাড়ির পাশে রেললাইনের পাশের খালে পড়ে যায় তারা। চার ঘণ্টা পর খাল থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।
জোয়ারিয়ানালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামাল শামসুদ্দিন আহমদ প্রিন্স জানান, শিশুদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
মহেশখালীতে গুলিতে বৃদ্ধ নিহত
এদিকে মহেশখালী উপজেলার কালারমারছড়া ইউনিয়নের মোহাম্মদ শাহ ঘোনা এলাকায় আবুল হোসেন (৫৫) নামে এক বৃদ্ধকে গুলি করে হত্যা করা হয়েছে। বুধবার ভোরে বাড়িতে ঢুকে প্রতিপক্ষের সন্ত্রাসীরা তাকে গুলি করে পালিয়ে যায় বলে অভিযোগ উঠেছে।
নিহতের ভাই মোহাম্মদ হোসেন জানান, জমি সংক্রান্ত বিরোধ থেকেই এই হত্যাকাণ্ড ঘটেছে। গুরুতর আহত অবস্থায় আবুল হোসেনকে বদরখালী জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাইছার হামিদ বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত চলছে এবং জড়িতদের শনাক্তে অভিযান চালানো হচ্ছে।
এইসব ঘটনায় স্থানীয় এলাকাগুলোতে শোকের ছায়া নেমে এসেছে। প্রশাসন ও স্থানীয় জনপ্রতিনিধিরা নিহতদের পরিবারকে সহযোগিতার আশ্বাস দিয়েছেন।