কক্সবাজারে আ.লীগের ৫২০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

- সময় ০৯:৫৮:৩২ অপরাহ্ন, শনিবার, ২২ মার্চ ২০২৫
- / 10
কক্সবাজারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে সহিংসতার অভিযোগে সাবেক চার সংসদ সদস্যসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৫০২ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে। এছাড়া অজ্ঞাতপরিচয় আসামি করা হয়েছে আরও ২৫০ জনকে।
শুক্রবার রাতে মামলাটি করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি এনামুল হক। মামলার বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইলিয়াস খান।
এজাহারে বলা হয়, গত ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে কক্সবাজার শহরের লালদিঘীর পাড়, শহীদ মিনার, গুমগাছ তলা, হকশন ও আশপাশের উপসড়কে হত্যার উদ্দেশ্যে হামলা ও বোমা বিস্ফোরণ করা হয়।
মামলার আসামিদের মধ্যে রয়েছেন- আওয়ামী লীগের কেন্দ্রীয় ধর্মবিষয়ক সম্পাদক সিরাজুল মোস্তফা, জেলা আওয়ামী লীগের সভাপতি ফরিদুল ইসলাম, সাধারণ সম্পাদক মুজিবুর রহমান, সাবেক চার সংসদ সদস্য যথাক্রমে সাইমুম সরওয়ার কমল, আশেক উল্লাহ রফিক, জাফর আলম ও আবদুর রহমান বদি, কক্সবাজার পৌরসভার সাবেক মেয়র মাহবুবুর রহমার, জেলা পরিষদরে সাবেক চেয়ারম্যান মোস্তাফ আহমদ চৌধুরী ও শাহীনুল হক মার্শাল, জেলা যুব মহিলা লীগের সাবেক সভাপতি তাহমিনা নুসরাত জাহান লুনা, জেলা ছাত্রলীগের সভাপতি এসএম সাদ্দাম হোসেন, সাধারণ সম্পাদক মারুফ আদনান, সংরক্ষিত মহিলা আসনের সাবেক সংসদ সদস্য এথিন রাখাইন প্রমুখ।
মামলা অস্ত্র সরবরাহকারী হিসেবে নাম রয়েছে মহেশখালী উপজেলার শাপলাপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল খালেকের।
শেয়ার করুন
-
সর্বশেষ
-
সর্বাধিক
Devoloped By: InnoSoln Limited