কক্সবাজারের সাবেক হুইপ কমলের ব্যক্তিগত সহকারী গ্রেপ্তার

- সময় ০৫:১৪:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারি ২০২৫
- / 67
কক্সবাজার-৩ আসনের সাবেক সংসদ সদস্য ও জাতীয় সংসদের সাবেক হুইপ সাইমুম সরওয়ার কমলের ব্যক্তিগত সহকারী ও রামু উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আবু বক্করকে গ্রেপ্তার করেছে রামু থানা পুলিশ। সারাদেশে চলমান অপারেশন ডেভিল হান্ট’র অভিযানের অংশ হিসেবে তাকে গ্রেপ্তার করা হয়েছে।
মঙ্গলবার (১১ফেব্রুয়ারি) সকাল ১১টার দিকে রামু মন্ডল পাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমন কান্তি চৌধুরী।
রামু থানা সুত্রে জানা যায়, আবু বক্কর কক্সবাজারের আলোচিত সাবেক সাংসদ হুইপ সাইমুম সরওয়ার কমলের ডানহাত হিসেবে পরিচিত ছিলেন । ২০১৮ সালে বিএনপির অফিস জ্বালিয়ে দেয়ার একটি মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।
এছাড়া কক্সবাজারে জুলাই গণআন্দোলন ছাত্র-জনতার উপর হামলার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।
ওসি ইমন কান্তি চৌধুরী বলেন, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তাকেগ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
শেয়ার করুন

কক্সবাজারের সাবেক হুইপ কমলের ব্যক্তিগত সহকারী গ্রেপ্তার

কক্সবাজার-৩ আসনের সাবেক সংসদ সদস্য ও জাতীয় সংসদের সাবেক হুইপ সাইমুম সরওয়ার কমলের ব্যক্তিগত সহকারী ও রামু উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আবু বক্করকে গ্রেপ্তার করেছে রামু থানা পুলিশ। সারাদেশে চলমান অপারেশন ডেভিল হান্ট’র অভিযানের অংশ হিসেবে তাকে গ্রেপ্তার করা হয়েছে।
মঙ্গলবার (১১ফেব্রুয়ারি) সকাল ১১টার দিকে রামু মন্ডল পাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমন কান্তি চৌধুরী।
রামু থানা সুত্রে জানা যায়, আবু বক্কর কক্সবাজারের আলোচিত সাবেক সাংসদ হুইপ সাইমুম সরওয়ার কমলের ডানহাত হিসেবে পরিচিত ছিলেন । ২০১৮ সালে বিএনপির অফিস জ্বালিয়ে দেয়ার একটি মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।
এছাড়া কক্সবাজারে জুলাই গণআন্দোলন ছাত্র-জনতার উপর হামলার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।
ওসি ইমন কান্তি চৌধুরী বলেন, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তাকেগ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।