০৯:৫৯ অপরাহ্ন, রবিবার, ২৩ মার্চ ২০২৫, ৯ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

এরদোয়ানের বিরুদ্ধে বিক্ষোভ চলছেই

আন্তর্জাতিক ডেস্ক
  • সময় ১০:১৮:২৮ অপরাহ্ন, শনিবার, ২২ মার্চ ২০২৫
  • / 5

এরদোয়ানের বিরুদ্ধে বিক্ষোভ চলছেই

ইস্তাম্বুলের মেয়র একরেম ইমামোগলুকে গ্রেপ্তারের প্রতিবাদে সরকারের নিষেধাজ্ঞার মধ্যেই তৃতীয় দিনের মতো তুরস্কে বিক্ষোভ হয়েছে।

বিবিসি জানায়, তুরস্ক কর্তৃপক্ষ বিক্ষোভের ঘটনায় শুক্রবার অন্তত ৩৪৩ জনকে গ্রেপ্তার করেছে। দেশটিতে বিক্ষোভ-সমাবেশের ওপর চার দিনের নিষেধাজ্ঞা জারি রয়েছে।

তুরস্কের রাজনীতিতে সেক্যুলার দল হিসেবে পরিচিত রিপাবলিকান পিপলস পার্টির (সিএইচপি) নেতা একরেম ইমামোগলু। ২০২৮ সালের প্রেসিডেন্ট নির্বাচনের জন্য দলের প্রার্থী হিসেবে তাঁর নাম ঘোষণা করার কথা ছিল এ সপ্তাহের শেষের দিকে। এর মধ্যেই গত বুধবার দুর্নীতি ও সন্ত্রাসী গোষ্ঠীকে সহায়তার অভিযোগে আরও ১০৫ জনের সঙ্গে ইমামোগলুকেও আটক করা হয়। এর পর সামাজিক যোগাযোগমাধ্যমে ‘উস্কানিমূলক’ পোস্ট দেওয়ার অভিযোগে আরও অনেককে আটক করে সরকার।

 

শেয়ার করুন

এরদোয়ানের বিরুদ্ধে বিক্ষোভ চলছেই

সময় ১০:১৮:২৮ অপরাহ্ন, শনিবার, ২২ মার্চ ২০২৫

ইস্তাম্বুলের মেয়র একরেম ইমামোগলুকে গ্রেপ্তারের প্রতিবাদে সরকারের নিষেধাজ্ঞার মধ্যেই তৃতীয় দিনের মতো তুরস্কে বিক্ষোভ হয়েছে।

বিবিসি জানায়, তুরস্ক কর্তৃপক্ষ বিক্ষোভের ঘটনায় শুক্রবার অন্তত ৩৪৩ জনকে গ্রেপ্তার করেছে। দেশটিতে বিক্ষোভ-সমাবেশের ওপর চার দিনের নিষেধাজ্ঞা জারি রয়েছে।

তুরস্কের রাজনীতিতে সেক্যুলার দল হিসেবে পরিচিত রিপাবলিকান পিপলস পার্টির (সিএইচপি) নেতা একরেম ইমামোগলু। ২০২৮ সালের প্রেসিডেন্ট নির্বাচনের জন্য দলের প্রার্থী হিসেবে তাঁর নাম ঘোষণা করার কথা ছিল এ সপ্তাহের শেষের দিকে। এর মধ্যেই গত বুধবার দুর্নীতি ও সন্ত্রাসী গোষ্ঠীকে সহায়তার অভিযোগে আরও ১০৫ জনের সঙ্গে ইমামোগলুকেও আটক করা হয়। এর পর সামাজিক যোগাযোগমাধ্যমে ‘উস্কানিমূলক’ পোস্ট দেওয়ার অভিযোগে আরও অনেককে আটক করে সরকার।