০১:২২ পূর্বাহ্ন, শনিবার, ২২ ফেব্রুয়ারি ২০২৫, ৯ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ

এমসি কলেজে হামলার প্রতিবাদে কুষ্টিয়ায় বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক, কুষ্টিয়া
  • সময় ১১:১৯:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারি ২০২৫
  • / 23

এমসি কলেজে হামলার প্রতিবাদে কুষ্টিয়ায় বিক্ষোভ

সিলেট এমসি কলেজে শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে কুষ্টিয়ায় বিক্ষোভ মিছিল করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) রাত ৯টায় কুষ্টিয়া সরকারি কলেজ গেটে জড়ো হয়ে মিছিলটি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে থানা ট্রাফিক মোড়ে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশ করেন তারা।

এসময় বিভিন্ন স্লোগান দেন এবং শিক্ষার্থীদের উপর হামলায় জড়িত শিবির নেতাদের বিচারের দাবিও জানানো হয়।

সমাবেশে বক্তব্য রাখেন,কুষ্টিয়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহবায়ক হাসিবুর রহমানসহ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নেতৃবৃন্দরা।

এসময় বক্তারা বলেন, সিলেট এমসি কলেজে সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলা চালিয়েছে ছাত্র শিবিরের নেতারা। এ হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায়। একই সঙ্গে এ হামলায় জড়িতদের চিহ্নিত করে বিচার নিশ্চিত করার দাবিও জানান তারা।

শেয়ার করুন

এমসি কলেজে হামলার প্রতিবাদে কুষ্টিয়ায় বিক্ষোভ

সময় ১১:১৯:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারি ২০২৫

সিলেট এমসি কলেজে শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে কুষ্টিয়ায় বিক্ষোভ মিছিল করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) রাত ৯টায় কুষ্টিয়া সরকারি কলেজ গেটে জড়ো হয়ে মিছিলটি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে থানা ট্রাফিক মোড়ে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশ করেন তারা।

এসময় বিভিন্ন স্লোগান দেন এবং শিক্ষার্থীদের উপর হামলায় জড়িত শিবির নেতাদের বিচারের দাবিও জানানো হয়।

সমাবেশে বক্তব্য রাখেন,কুষ্টিয়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহবায়ক হাসিবুর রহমানসহ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নেতৃবৃন্দরা।

এসময় বক্তারা বলেন, সিলেট এমসি কলেজে সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলা চালিয়েছে ছাত্র শিবিরের নেতারা। এ হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায়। একই সঙ্গে এ হামলায় জড়িতদের চিহ্নিত করে বিচার নিশ্চিত করার দাবিও জানান তারা।