এনআইডিতে একাধিক স্ত্রীর নাম যুক্ত করার আলোচনা

- সময় ১২:০৪:৪৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ মার্চ ২০২৫
- / 5
জাতীয় পরিচয়পত্রে (এনআইডি) ডাকনাম ও একাধিক স্ত্রীর নাম অন্তর্ভুক্ত করার বিষয়ে প্রাথমিক আলোচনা করেছে নির্বাচন কমিশনের (ইসি) জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগ। সোমবার (১০ মার্চ) গণমাধ্যমকে এ বিষয়ে জানান জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক এ এস এম হুমায়ুন কবীর।
তিনি বলেন, এনআইডি সংশোধনের জন্য আসা বিপুল সংখ্যক আবেদনে দেখা যাচ্ছে, অনেক ব্যক্তির ডাকনাম অন্তর্ভুক্ত নেই, যা পরিচয় শনাক্তকরণে সমস্যা সৃষ্টি করছে। এ বিষয়ে রোববার অনুবিভাগের এক বৈঠকে আলোচনা হয়েছে। প্রাথমিকভাবে সিদ্ধান্ত হয়েছে যে, এনআইডির ২ নম্বর ফরমে ডাকনামের তথ্য যুক্ত করা যেতে পারে, যা পরিচয় শনাক্তকরণে সহায়ক হবে।
এ ছাড়া, অনেক নারী স্বামীর এনআইডিতে দ্বিতীয় স্ত্রী হিসেবে নিজেদের নাম অন্তর্ভুক্ত করার অনুরোধ জানিয়ে থাকেন বলে জানান হুমায়ুন কবীর। তবে নির্বাচন কমিশন এটি নিজ উদ্যোগে অন্তর্ভুক্ত করতে পারে না। যদি ২ নম্বর ফরমে একাধিক স্ত্রীর নাম সংরক্ষণের ব্যবস্থা রাখা হয়, তাহলে ভবিষ্যতে এ ধরনের সমস্যার সমাধান সহজ হবে।
তবে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে নির্বাচন কমিশন, সচিবালয় ও ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমোদন প্রয়োজন বলেও উল্লেখ করেন তিনি।
শেয়ার করুন
-
সর্বশেষ
-
সর্বাধিক
Devoloped By: InnoSoln Limited