মধ্যরাতে ঢাবিতে মিছিল
এখনই ডাকসু নির্বাচন চায় না ছাত্রদল
- সময় ০৮:০৩:২২ পূর্বাহ্ন, শুক্রবার, ৩ জানুয়ারি ২০২৫
- / 24
এখনই ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন চায় না বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। তাদের এ দাবি নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খানের সঙ্গে কথা বলার পরই ডাকসু নির্বাচনের দাবিতে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। যদিও তাদের সংখ্যা ছিল অপ্রতুল।
বৃহস্পতিবার (২ জানুয়ারি) দিবাগত রাত ১২টায় বিশ্ববিদ্যালয়ের হলপাড়া এলাকা থেকে মিছিলটি বের করেন শিক্ষার্থীরা। ক্যাম্পাসের কয়েকটি অংশ ঘুরে উপাচার্যের বাসভবনের সামনে গিয়ে বিক্ষোভ দেখান তারা।
এ সময় শিক্ষার্থীরা দ্রুত ডাকসু নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবি জানান।
রাত ১২টা ২০ মিনিট পর্যন্ত শিক্ষার্থীরা উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান করছিলেন। বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সন্ধ্যায় নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতি-নির্ধারণী ফোরাম সিন্ডিকেটের সভা ছিল।
ওই সভায় আওয়ামীপন্থী সিন্ডিকেট সদস্যদের উপস্থিতির কথা শুনে বিক্ষোভ করতে যান শিক্ষার্থীরা। উপাচার্য কার্যালয়ের সামনে বিক্ষোভ করেন শিক্ষার্থীদের একটি অংশ।
আর সিনেট ভবনের সামনে বিক্ষোভ করে ছাত্রদল। এ সময় সিনেট ভবনের সামনে বিক্ষোভ করা ছাত্রদলের নেতাকর্মীদের সঙ্গে দেখা করতে যান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান। ছাত্রদল নেতাকর্মীরা উপাচার্যকে সিন্ডিকেটের অধীনে ডাকসু নির্বাচন না দেওয়ার কথা বলেন। প্রায় আধাঘণ্টা ধরে তারা উপাচার্যর সঙ্গে কথা বলেন।
এ ঘটনার জেরে রাত ১২টায় বিক্ষোভ মিছিল করেন শিক্ষার্থীদের আরেকটি অংশ।
শেয়ার করুন
-
সর্বশেষ
-
সর্বাধিক
Devoloped By: InnoSoln Limited