একই রশিতে ঝুলছিল মা-ছেলের মরদেহ | Bangla Affairs
০৩:২৫ অপরাহ্ন, সোমবার, ০৭ এপ্রিল ২০২৫, ২৪ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

একই রশিতে ঝুলছিল মা-ছেলের মরদেহ

নিজস্ব প্রতিবেদক, ঝালকাঠি
  • সময় ০২:৫০:১৬ অপরাহ্ন, রবিবার, ৬ এপ্রিল ২০২৫
  • / 43

একই রশিতে ঝুলছিল মা-ছেলের মরদেহ

ঝালকাঠির নলছিটি ‍উপজেলায় একই রশিতে ঝুলন্ত অবস্থায় মা ও ছেলের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (৬ এপ্রিল) সকালে উপজেলার রায়াপুর গ্রামের নিজ বসত ঘরের পেছনের একটি রেইনট্রি গাছ থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

নিহতরা হলেন- রুবি বেগম (৫৫) ও আসাদ মাঝি (৩৫)। রুবি বেগম ওই গ্রামের আবু হানিফ মাঝির স্ত্রী এবং আসাদ তাদের ছেলে।

স্থানীয় একটি সূত্র বলছে, রুবি বেগমের ছেলে আসাদ মাঝির সঙ্গে একই এলাকার এক নারীর বিবাহবহির্ভূত সম্পর্ক ছিল। কিছুদিন আগে ওই নারী বাড়ি ছেড়ে অজানা কোনো জায়গায় চলে যান। ওই নারীকে এনে দেওয়ার জন্য তার ভাইয়েরা আসাদ ও তার পরিবারের ওপর নানাভাবে চাপ প্রয়োগ করে আসছিল।

নলছিটি থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুস সালাম জানান, গাছের সঙ্গে গলায় ফাঁস দেওয়া অবস্থায় মা ও ছেলেকে ঝুলতে দেখে স্থানীয়রা থানায় খবর দেয়। পরে পুলিশ গিয়ে তাদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝালকাঠি জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।

ধারণা করা হচ্ছে, মা-ছেলে দুই জনেই আত্মহত্যা করেছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে ঘটনার প্রকৃত কারণ জানা যাবে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে।

শেয়ার করুন

একই রশিতে ঝুলছিল মা-ছেলের মরদেহ

সময় ০২:৫০:১৬ অপরাহ্ন, রবিবার, ৬ এপ্রিল ২০২৫

ঝালকাঠির নলছিটি ‍উপজেলায় একই রশিতে ঝুলন্ত অবস্থায় মা ও ছেলের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (৬ এপ্রিল) সকালে উপজেলার রায়াপুর গ্রামের নিজ বসত ঘরের পেছনের একটি রেইনট্রি গাছ থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

নিহতরা হলেন- রুবি বেগম (৫৫) ও আসাদ মাঝি (৩৫)। রুবি বেগম ওই গ্রামের আবু হানিফ মাঝির স্ত্রী এবং আসাদ তাদের ছেলে।

স্থানীয় একটি সূত্র বলছে, রুবি বেগমের ছেলে আসাদ মাঝির সঙ্গে একই এলাকার এক নারীর বিবাহবহির্ভূত সম্পর্ক ছিল। কিছুদিন আগে ওই নারী বাড়ি ছেড়ে অজানা কোনো জায়গায় চলে যান। ওই নারীকে এনে দেওয়ার জন্য তার ভাইয়েরা আসাদ ও তার পরিবারের ওপর নানাভাবে চাপ প্রয়োগ করে আসছিল।

নলছিটি থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুস সালাম জানান, গাছের সঙ্গে গলায় ফাঁস দেওয়া অবস্থায় মা ও ছেলেকে ঝুলতে দেখে স্থানীয়রা থানায় খবর দেয়। পরে পুলিশ গিয়ে তাদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝালকাঠি জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।

ধারণা করা হচ্ছে, মা-ছেলে দুই জনেই আত্মহত্যা করেছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে ঘটনার প্রকৃত কারণ জানা যাবে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে।