ঢাকা ১০:৫৪ পূর্বাহ্ন, রবিবার, ২৯ ডিসেম্বর ২০২৪, ১৫ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

‘এই পদ্ধতির নির্বাচন দেশের মানুষ ধ্বংস করে দিবে’

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
  • সময় ০৮:০৮:২৪ অপরাহ্ন, শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪
  • / 28

রুহুল কবির রিজভী

আনুপাতিক হারে নির্বাচন ব্যবস্থার বিরোধিতা করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ‘এই পদ্ধতি দেশের মানুষ মেনে নেবে না, মানুষ তা ধ্বংস করে দিবে।’

শনিবার (২৮ ডিসেম্বর) বিকেলে রাজশাহী জেলা পরিষদ মিলনায়তনে জাতীয়তাবাদী ওলামা দলের রাজশাহী বিভাগীয় কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

রিজভী আরও বলেন, ‘দু-একটি দল নিজেদের লাভ দেখে আনুপাতিক নির্বাচন ব্যবস্থার কথা বলছে। এটা হলে মানুষের ভোটাধিকার ক্ষুণ্ণ হবে। যেসব দেশে দৃষ্টান্ত আছে সেখান থেকেও আনুপাতি নির্বাচন ব্যবস্থা বাতিল করা হচ্ছে। যাদের ভোটের সংখ্যা বেশি নয় তারা এটিকে কৌশল হিসেবে গ্রহণ করছে।’

তিনি বলেন, ‘জন আকাঙ্ক্ষার বাইরে গিয়ে অন্তবর্তীকালীন সরকার অন্য এজেন্ডা নিয়ে কাজ করলে মানুষ তা মেনে নেবে না। ভরা মৌসুমে এখনো চাল, ডাল, আলু, চিনি ও মুরগির দাম কমেনি।’

বিগত আওয়ামী লীগ সরকারকে গুম-খুনের সরকার মন্তব্য করে রিজভী বলেন, ‘রাষ্ট্রকে অপরাধী বানিয়েছে শেখ হাসিনা। এই অপরাধের দোসর ছিল ভারত। শেখ হাসিনার সকল গুম, খুন ও দুষ্কর্মকে তারা সমর্থন দিয়েছে। সুখরঞ্জন বালি তার বড় প্রমাণ। সাঈদীর পক্ষে সাক্ষী হওয়ায় ভারতের কারাগারে তাকে বন্দি রাখা হয়। ভারত ছাড়া আর কোন দেশ শেখ হাসিনা সরকারকে সমর্থন দেয়নি।’

শেয়ার করুন

‘এই পদ্ধতির নির্বাচন দেশের মানুষ ধ্বংস করে দিবে’

সময় ০৮:০৮:২৪ অপরাহ্ন, শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪

আনুপাতিক হারে নির্বাচন ব্যবস্থার বিরোধিতা করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ‘এই পদ্ধতি দেশের মানুষ মেনে নেবে না, মানুষ তা ধ্বংস করে দিবে।’

শনিবার (২৮ ডিসেম্বর) বিকেলে রাজশাহী জেলা পরিষদ মিলনায়তনে জাতীয়তাবাদী ওলামা দলের রাজশাহী বিভাগীয় কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

রিজভী আরও বলেন, ‘দু-একটি দল নিজেদের লাভ দেখে আনুপাতিক নির্বাচন ব্যবস্থার কথা বলছে। এটা হলে মানুষের ভোটাধিকার ক্ষুণ্ণ হবে। যেসব দেশে দৃষ্টান্ত আছে সেখান থেকেও আনুপাতি নির্বাচন ব্যবস্থা বাতিল করা হচ্ছে। যাদের ভোটের সংখ্যা বেশি নয় তারা এটিকে কৌশল হিসেবে গ্রহণ করছে।’

তিনি বলেন, ‘জন আকাঙ্ক্ষার বাইরে গিয়ে অন্তবর্তীকালীন সরকার অন্য এজেন্ডা নিয়ে কাজ করলে মানুষ তা মেনে নেবে না। ভরা মৌসুমে এখনো চাল, ডাল, আলু, চিনি ও মুরগির দাম কমেনি।’

বিগত আওয়ামী লীগ সরকারকে গুম-খুনের সরকার মন্তব্য করে রিজভী বলেন, ‘রাষ্ট্রকে অপরাধী বানিয়েছে শেখ হাসিনা। এই অপরাধের দোসর ছিল ভারত। শেখ হাসিনার সকল গুম, খুন ও দুষ্কর্মকে তারা সমর্থন দিয়েছে। সুখরঞ্জন বালি তার বড় প্রমাণ। সাঈদীর পক্ষে সাক্ষী হওয়ায় ভারতের কারাগারে তাকে বন্দি রাখা হয়। ভারত ছাড়া আর কোন দেশ শেখ হাসিনা সরকারকে সমর্থন দেয়নি।’