১০:৫০ অপরাহ্ন, রবিবার, ১৬ মার্চ ২০২৫, ২ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

উপদেষ্টা ফরিদা ও ফরহাদ মজহারের প্রতিষ্ঠানে পেট্রোল বোমা নিক্ষেপ

নিজস্ব প্রতিবেদক
  • সময় ১১:৩৮:২৪ পূর্বাহ্ন, শনিবার, ৮ মার্চ ২০২৫
  • / 30

পেট্রোল বোমার বোতল উদ্ধার

রাজধানীর মোহাম্মদপুরের স্যার সৈয়দ রোডে অবস্থিত গবেষণা ও মানবাধিকার বিষয়ক প্রতিষ্ঠান ‘প্রবর্তনায়’ পেট্রোল বোমা নিক্ষেপ করা হয়েছে। প্রতিষ্ঠানটি বিশিষ্ট লেখক, দার্শনিক ও গবেষক ফরহাদ মজহার এবং অর্থনীতিবিদ ও মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার পরিচালনা করেন।

শুক্রবার (৭ মার্চ) রাত সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। মোহাম্মদপুর থানার পরিদর্শক (তদন্ত) হাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সারারাত তা ঘিরে রাখে। পুলিশের সঙ্গে সেনাবাহিনীর সদস্যরাও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেন।

পরিদর্শক হাফিজুর রহমান জানান, ঘটনাস্থল থেকে পেট্রোল বোমার বোতল উদ্ধার করা হয়েছে এবং সেগুলো নিষ্ক্রিয় করা হয়েছে। তবে হামলায় কোনো ক্ষয়ক্ষতি হয়নি। হামলাকারীদের শনাক্ত করতে সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা হয়েছে।

তিনি আরও জানান, টিনের চালার ওপর পাওয়া বোতলগুলোতে আগুন ধরিয়ে নিক্ষেপ করা হয়েছিল, তবে তা পুরোপুরি জ্বলে ওঠেনি। এখন পর্যন্ত কেউ আটক হয়নি, তবে তদন্ত চলছে। সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে জড়িতদের শনাক্তের চেষ্টা করা হচ্ছে।

শেয়ার করুন

উপদেষ্টা ফরিদা ও ফরহাদ মজহারের প্রতিষ্ঠানে পেট্রোল বোমা নিক্ষেপ

সময় ১১:৩৮:২৪ পূর্বাহ্ন, শনিবার, ৮ মার্চ ২০২৫

রাজধানীর মোহাম্মদপুরের স্যার সৈয়দ রোডে অবস্থিত গবেষণা ও মানবাধিকার বিষয়ক প্রতিষ্ঠান ‘প্রবর্তনায়’ পেট্রোল বোমা নিক্ষেপ করা হয়েছে। প্রতিষ্ঠানটি বিশিষ্ট লেখক, দার্শনিক ও গবেষক ফরহাদ মজহার এবং অর্থনীতিবিদ ও মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার পরিচালনা করেন।

শুক্রবার (৭ মার্চ) রাত সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। মোহাম্মদপুর থানার পরিদর্শক (তদন্ত) হাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সারারাত তা ঘিরে রাখে। পুলিশের সঙ্গে সেনাবাহিনীর সদস্যরাও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেন।

পরিদর্শক হাফিজুর রহমান জানান, ঘটনাস্থল থেকে পেট্রোল বোমার বোতল উদ্ধার করা হয়েছে এবং সেগুলো নিষ্ক্রিয় করা হয়েছে। তবে হামলায় কোনো ক্ষয়ক্ষতি হয়নি। হামলাকারীদের শনাক্ত করতে সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা হয়েছে।

তিনি আরও জানান, টিনের চালার ওপর পাওয়া বোতলগুলোতে আগুন ধরিয়ে নিক্ষেপ করা হয়েছিল, তবে তা পুরোপুরি জ্বলে ওঠেনি। এখন পর্যন্ত কেউ আটক হয়নি, তবে তদন্ত চলছে। সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে জড়িতদের শনাক্তের চেষ্টা করা হচ্ছে।