ঈদ সালামি দিতে হুমকিও পাচ্ছেন শিবির সভাপতি | Bangla Affairs
০৭:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ এপ্রিল ২০২৫, ১৮ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

ঈদ সালামি দিতে হুমকিও পাচ্ছেন শিবির সভাপতি

নিউজ ডেস্ক
  • সময় ০৮:৪৬:০৬ অপরাহ্ন, রবিবার, ৩০ মার্চ ২০২৫
  • / 9

শিবির সভাপতি জাহিদুল

অনেকে বছর থেকেই বাংলাদেশে ঈদ উদযাপনের অন্যতম অনুষঙ্গ হয়ে আছে সালামি। সালামি বা ঈদি নামে পরিচিত এই প্রথায় বড়দের কাছ থেকে ছোটদের ‘বকশিশ’ পাওয়া ঈদের খুশিকে বহু গুণ বাড়িয়ে তোলে।

এবার ঈদে সালামি দিতে অনুরোধের পাশাপাশি নেতাকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের কাছ থেকে হুমকিও পাচ্ছেন বলে জানিয়েছেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম।

রোববার ফেসবুকের এক পোস্টে এই বিষয়টি জানিয়ে ৪টি পরামর্শও দিয়েছেন ছাত্রশিবিরের এই নেতা।

‘বিশেষ পোস্ট; ঈদ সেলামি প্রসঙ্গে’ শিরোনামে ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলামের ফেসবুক পোস্টটি পাঠকদের জন্য হুবহু তুলে ধরা হলো-

ঈদ সালামি চেয়ে অনেকেই ইনবক্সে প্রচুর মেসেজ দিচ্ছেন। কিছু ভাইয়েরা অনুরোধ করছেন, আবার অনেকে হুমকিও দিচ্ছেন। সবার প্রতি সম্মান রেখে কিছু কথা।

১) ঈদ সালামি নিয়ে বিশেষজ্ঞদের মাঝে দ্বিমত রয়েছে। এটা কি মুস্তাহাব নাকি মাকরূহ। যা হোক আমি ঈদ সালামির পক্ষের শক্তি।

২) আপনারা জানেন ছাত্রশিবির একটি নিয়মতান্ত্রিক ও স্তরভিত্তিক সংগঠন। তাই যারা কেন্দ্রীয় সভাপতির নিকট ঈদ সালামি চাচ্ছেন তারা স্থানীয় শাখার সঙ্গে যোগাযোগ করতেই পারেন। করে সালামি হিসেবে যা পাবেন, তা মূলত কেন্দ্রীয় সভাপতির পক্ষ থেকেই পাওয়া হিসেবে গণ্য হবে।

৩) ঈদ সালামি সবসময় কাগুজে নোটে হতে হবে এমন কোনো কথা নেই। মনে মনে রুহানি সেলামি নিতে পারেন। এতে দাতা ও গ্রহীতা উভয়ের জন্যই দুনিয়া ও আখেরাতে কল্যাণ।

৪) আমাদের আগের প্রজন্মের কাছে ঈদ সালামি চাইলে অনেকেই সান্ত্বনা দিয়ে কৌশলে পাশ কাটিয়ে দিতেন। আমরাও ছোট হিসেবে তাদের কথা মেনে নিতাম। আসলে বড়দের প্রতি ইহসান করতাম। এখনো সুযোগ পেলেই অনেকের প্রতি ইহসান করি। তাই আসুন ইসলামী নৈতিকতার সর্বোচ্চ স্তর ইহসানের চর্চা বাড়াই। মনে রাখবেন বরকত আল্লাহর পক্ষ থেকেই আসে। দুনিয়ার কোনো সালামি থেকে নয়। আল্লাহই আমাদের জন্য যথেষ্ট।

সবার শেষে ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতিকে ঈদ সালামি দিতে ইচ্ছুক তাদেরকে পরামর্শ দিয়ে লেখেন, যারা কেন্দ্রীয় সভাপতিকে ঈদ সেলামি দিতে চান, তারা স্থানীয় প্রতিনিধির মাধ্যমে সহজেই পাঠাতে পারেন। আল্লাহ সবাইকে সঠিক বুঝ দান করুন। আমীন।’

শেয়ার করুন

ঈদ সালামি দিতে হুমকিও পাচ্ছেন শিবির সভাপতি

সময় ০৮:৪৬:০৬ অপরাহ্ন, রবিবার, ৩০ মার্চ ২০২৫

অনেকে বছর থেকেই বাংলাদেশে ঈদ উদযাপনের অন্যতম অনুষঙ্গ হয়ে আছে সালামি। সালামি বা ঈদি নামে পরিচিত এই প্রথায় বড়দের কাছ থেকে ছোটদের ‘বকশিশ’ পাওয়া ঈদের খুশিকে বহু গুণ বাড়িয়ে তোলে।

এবার ঈদে সালামি দিতে অনুরোধের পাশাপাশি নেতাকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের কাছ থেকে হুমকিও পাচ্ছেন বলে জানিয়েছেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম।

রোববার ফেসবুকের এক পোস্টে এই বিষয়টি জানিয়ে ৪টি পরামর্শও দিয়েছেন ছাত্রশিবিরের এই নেতা।

‘বিশেষ পোস্ট; ঈদ সেলামি প্রসঙ্গে’ শিরোনামে ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলামের ফেসবুক পোস্টটি পাঠকদের জন্য হুবহু তুলে ধরা হলো-

ঈদ সালামি চেয়ে অনেকেই ইনবক্সে প্রচুর মেসেজ দিচ্ছেন। কিছু ভাইয়েরা অনুরোধ করছেন, আবার অনেকে হুমকিও দিচ্ছেন। সবার প্রতি সম্মান রেখে কিছু কথা।

১) ঈদ সালামি নিয়ে বিশেষজ্ঞদের মাঝে দ্বিমত রয়েছে। এটা কি মুস্তাহাব নাকি মাকরূহ। যা হোক আমি ঈদ সালামির পক্ষের শক্তি।

২) আপনারা জানেন ছাত্রশিবির একটি নিয়মতান্ত্রিক ও স্তরভিত্তিক সংগঠন। তাই যারা কেন্দ্রীয় সভাপতির নিকট ঈদ সালামি চাচ্ছেন তারা স্থানীয় শাখার সঙ্গে যোগাযোগ করতেই পারেন। করে সালামি হিসেবে যা পাবেন, তা মূলত কেন্দ্রীয় সভাপতির পক্ষ থেকেই পাওয়া হিসেবে গণ্য হবে।

৩) ঈদ সালামি সবসময় কাগুজে নোটে হতে হবে এমন কোনো কথা নেই। মনে মনে রুহানি সেলামি নিতে পারেন। এতে দাতা ও গ্রহীতা উভয়ের জন্যই দুনিয়া ও আখেরাতে কল্যাণ।

৪) আমাদের আগের প্রজন্মের কাছে ঈদ সালামি চাইলে অনেকেই সান্ত্বনা দিয়ে কৌশলে পাশ কাটিয়ে দিতেন। আমরাও ছোট হিসেবে তাদের কথা মেনে নিতাম। আসলে বড়দের প্রতি ইহসান করতাম। এখনো সুযোগ পেলেই অনেকের প্রতি ইহসান করি। তাই আসুন ইসলামী নৈতিকতার সর্বোচ্চ স্তর ইহসানের চর্চা বাড়াই। মনে রাখবেন বরকত আল্লাহর পক্ষ থেকেই আসে। দুনিয়ার কোনো সালামি থেকে নয়। আল্লাহই আমাদের জন্য যথেষ্ট।

সবার শেষে ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতিকে ঈদ সালামি দিতে ইচ্ছুক তাদেরকে পরামর্শ দিয়ে লেখেন, যারা কেন্দ্রীয় সভাপতিকে ঈদ সেলামি দিতে চান, তারা স্থানীয় প্রতিনিধির মাধ্যমে সহজেই পাঠাতে পারেন। আল্লাহ সবাইকে সঠিক বুঝ দান করুন। আমীন।’