ঈদ টক্করে ছয় সিনেমা | Bangla Affairs
০১:৫৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০১ এপ্রিল ২০২৫, ১৭ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

ঈদ টক্করে ছয় সিনেমা

বিনোদন প্রতিবেদক
  • সময় ১২:৩৬:২২ অপরাহ্ন, শনিবার, ২৯ মার্চ ২০২৫
  • / 55

ঈদ টক্করে ছয় সিনেমা

সিনেমা মুক্তির জন্য দেশে সবচেয়ে বড় উৎসব দুই ঈদ। এই সময়ে প্রযোজক-পরিচালক ও হল মালিকরা সিনেমা মুক্তি নিয়ে ব্যস্ত হয়ে পড়েন। ঈদ সামনে রেখে রোজার প্রথম থেকেই আলোচনায় ছিল একগুচ্ছ ছবি। পোস্টার, ট্রেলার-টিজার ও গান প্রকাশের মাধ্যমে প্রচারও চালিয়েছে ছবিগুলো। শুরুতে দশটির মতো সিনেমার নাম শোনা গেলেও তালিকা থেকে সরে গেছে কয়েকটি। অনেক হিসেব-নিকেশের পর অবশেষ এবারের ঈদে মুক্তির জন্য চূড়ান্ত হয়েছে অর্ধডজন ছবি। এবারের ঈদের টক্কর চলবে ছয় সিনেমার। চলচ্চিত্র প্রযোজক- পরিবেশক সমিতির তথ্যমতে, ছবিগুলো হলো-‘বরবাদ’, ‘দাগি’, ‘জংলি’, ‘জ্বিন ৩’, ‘চক্কর ৩০২’ ও ‘অন্তরাত্মা’।

তবে হল মালিকদের মধ্যে সবচেয়ে বেশি আগ্রহ দেখা গেছে শাকিব খানের ‘বরবাদ’ ছবিটি নিয়ে। সিনেমাটি খুব ভালো ব্যবসা করবে বলে মনে করছেন চলচ্চিত্র সংশ্লিষ্টরা। শতাধিক হলে ‘বরবাদ’ মুক্তির বিষয়টি নিশ্চিত করেছেন ছবির প্রযোজক শাহরিন সুমি। গণমাধ্যমকে তিনি বলেন, আন্তর্জাতিক মান বজায় রেখে নির্মিত হয়েছে ‘বরবাদ’। ছবিটি ১০০টির বেশি সিনেমা হলে মুক্তি পাবে। ‘বরবাদ’ পরিচালনা করেছেন মেহেদী হাসান হৃদয়। এটি তার প্রথম চলচ্চিত্র। শুরু থেকেই আলোচনায় ছবিটি। পোস্টার, টিজার ও গানে দর্শক মাতিয়েছে। ছবিতে শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন কলকাতার অভিনেত্রী ইধিকা পাল। আইটেম সংয়ে ঝড় তুলবেন কলকাতার আরেক নায়িকা নুসরাত জাহান।

শিহাব শাহীন পরিচালিত ‘দাগি’ সিনেমাটি নিয়েও দর্শকের আগ্রহ উল্লেখ করার মতো। এই সিনেমার মাধ্যমে দীর্ঘ বিরতির পর আবার সিনেমায় ফিরছেন ছোটপর্দার অভিনেতা আফরান নিশো। এটি তার দ্বিতীয় সিনেমা। এতে তার বিপরীতে অভিনয় করছেন তমা মির্জা। এতে আরও অভিনয় করেছেন সুনেরাহ বিনতে কামাল। ‘বরবাদ’-এর পর প্রেক্ষাগৃহের সংখ্যায় এগিয়ে রয়েছে ‘দাগি’। তবে নিশ্চিত হলের সংখ্যা আগেই জানাতে নারাজ ছবিটির প্রযোজক।

রাহিম পরিচালিত ‘জংলি’ সিনেমাটিও বেশ দর্শক টানবে বলে আশা করা হচ্ছে। সিনেমায় নাম ভূমিকায় অভিনয় করেছেন সিয়াম আহমেদ। তার সঙ্গে রয়েছেন শবনম বুবলী ও দীঘি। সিয়াম আহমেদের লুক এবং গানের জনপ্রিয়তা ইতিমধ্যে আলোচনায় এসেছে। অনেকেই এই সিনেমাটি থেকে চমক প্রত্যাশা করছেন। বিশেষ করে সিয়ামের কামব্যাক নিয়ে দর্শকদের প্রত্যাশা অনেক বেশি।

জাজ মাল্টিমিডিয়ার সিনেমা ‘জ্বিন ৩’। ভৌতিক গল্পের এই সিনেমায় জুটি বেঁধেছেন আবদুন নূর সজল ও নুসরাত ফারিয়া। ধারণা করা হচ্ছে ঈদের বাজারে ভালো প্রভাব ফেলবে কামরুজ্জামান রোমান পরিচালিত এই সিনেমাটি। ইতিমধ্যে এর গান ‘কন্যা’ আলোড়ন তুলেছে।

অভিনেতা ও নির্মাতা শরাফ আহমেদ জীবন পরিচালিত সরকারি অনুদানের ‘চক্কর ৩০২’ সিনেমাটি মুক্তি পাচ্ছে এবারের ঈদে। এটি পরিচালকের প্রথম সিনেমা। এর মূল ভূমিকায় অভিনয় করেছেন মোশাররফ করিম। প্রচার কম হলেও ছবির টিজার আলোচনার জন্ম দিয়েছে।

এদিকে শেষ মুহূর্তে এসে মুক্তির তালিকায় যুক্ত হয়ে আলোচনায় এসেছে শাকিব খানের আরেক ছবি ‘অন্তরাত্মা’। ট্রেলারেও প্রশংসা কুড়িয়েছে। ওয়াজেদ আলী সুমন চার বছর আগে ২০২১ সালে শুরু করেছিলেন ‘অন্তরাত্মার’ শুটিং। সিনেমায় শাকিবের বিপরীতে অভিনয় করেছেন কলকাতার অভিনেত্রী দর্শনা বণিক। সিনেমাটির প্রযোজক ও কাহিনিকার সোহানী হোসেন, চিত্রনাট্য করেছেন ফেরারী ফরহাদ। ‘অন্তরাত্মার’ অন্যান্য চরিত্রে অভিনয় করছেন শাহেদ শরীফ খান, অরুণা বিশ্বাস, ঝুনা চৌধুরী, এস এম মহসীন, মারুফ।

শেয়ার করুন

ঈদ টক্করে ছয় সিনেমা

সময় ১২:৩৬:২২ অপরাহ্ন, শনিবার, ২৯ মার্চ ২০২৫

সিনেমা মুক্তির জন্য দেশে সবচেয়ে বড় উৎসব দুই ঈদ। এই সময়ে প্রযোজক-পরিচালক ও হল মালিকরা সিনেমা মুক্তি নিয়ে ব্যস্ত হয়ে পড়েন। ঈদ সামনে রেখে রোজার প্রথম থেকেই আলোচনায় ছিল একগুচ্ছ ছবি। পোস্টার, ট্রেলার-টিজার ও গান প্রকাশের মাধ্যমে প্রচারও চালিয়েছে ছবিগুলো। শুরুতে দশটির মতো সিনেমার নাম শোনা গেলেও তালিকা থেকে সরে গেছে কয়েকটি। অনেক হিসেব-নিকেশের পর অবশেষ এবারের ঈদে মুক্তির জন্য চূড়ান্ত হয়েছে অর্ধডজন ছবি। এবারের ঈদের টক্কর চলবে ছয় সিনেমার। চলচ্চিত্র প্রযোজক- পরিবেশক সমিতির তথ্যমতে, ছবিগুলো হলো-‘বরবাদ’, ‘দাগি’, ‘জংলি’, ‘জ্বিন ৩’, ‘চক্কর ৩০২’ ও ‘অন্তরাত্মা’।

তবে হল মালিকদের মধ্যে সবচেয়ে বেশি আগ্রহ দেখা গেছে শাকিব খানের ‘বরবাদ’ ছবিটি নিয়ে। সিনেমাটি খুব ভালো ব্যবসা করবে বলে মনে করছেন চলচ্চিত্র সংশ্লিষ্টরা। শতাধিক হলে ‘বরবাদ’ মুক্তির বিষয়টি নিশ্চিত করেছেন ছবির প্রযোজক শাহরিন সুমি। গণমাধ্যমকে তিনি বলেন, আন্তর্জাতিক মান বজায় রেখে নির্মিত হয়েছে ‘বরবাদ’। ছবিটি ১০০টির বেশি সিনেমা হলে মুক্তি পাবে। ‘বরবাদ’ পরিচালনা করেছেন মেহেদী হাসান হৃদয়। এটি তার প্রথম চলচ্চিত্র। শুরু থেকেই আলোচনায় ছবিটি। পোস্টার, টিজার ও গানে দর্শক মাতিয়েছে। ছবিতে শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন কলকাতার অভিনেত্রী ইধিকা পাল। আইটেম সংয়ে ঝড় তুলবেন কলকাতার আরেক নায়িকা নুসরাত জাহান।

শিহাব শাহীন পরিচালিত ‘দাগি’ সিনেমাটি নিয়েও দর্শকের আগ্রহ উল্লেখ করার মতো। এই সিনেমার মাধ্যমে দীর্ঘ বিরতির পর আবার সিনেমায় ফিরছেন ছোটপর্দার অভিনেতা আফরান নিশো। এটি তার দ্বিতীয় সিনেমা। এতে তার বিপরীতে অভিনয় করছেন তমা মির্জা। এতে আরও অভিনয় করেছেন সুনেরাহ বিনতে কামাল। ‘বরবাদ’-এর পর প্রেক্ষাগৃহের সংখ্যায় এগিয়ে রয়েছে ‘দাগি’। তবে নিশ্চিত হলের সংখ্যা আগেই জানাতে নারাজ ছবিটির প্রযোজক।

রাহিম পরিচালিত ‘জংলি’ সিনেমাটিও বেশ দর্শক টানবে বলে আশা করা হচ্ছে। সিনেমায় নাম ভূমিকায় অভিনয় করেছেন সিয়াম আহমেদ। তার সঙ্গে রয়েছেন শবনম বুবলী ও দীঘি। সিয়াম আহমেদের লুক এবং গানের জনপ্রিয়তা ইতিমধ্যে আলোচনায় এসেছে। অনেকেই এই সিনেমাটি থেকে চমক প্রত্যাশা করছেন। বিশেষ করে সিয়ামের কামব্যাক নিয়ে দর্শকদের প্রত্যাশা অনেক বেশি।

জাজ মাল্টিমিডিয়ার সিনেমা ‘জ্বিন ৩’। ভৌতিক গল্পের এই সিনেমায় জুটি বেঁধেছেন আবদুন নূর সজল ও নুসরাত ফারিয়া। ধারণা করা হচ্ছে ঈদের বাজারে ভালো প্রভাব ফেলবে কামরুজ্জামান রোমান পরিচালিত এই সিনেমাটি। ইতিমধ্যে এর গান ‘কন্যা’ আলোড়ন তুলেছে।

অভিনেতা ও নির্মাতা শরাফ আহমেদ জীবন পরিচালিত সরকারি অনুদানের ‘চক্কর ৩০২’ সিনেমাটি মুক্তি পাচ্ছে এবারের ঈদে। এটি পরিচালকের প্রথম সিনেমা। এর মূল ভূমিকায় অভিনয় করেছেন মোশাররফ করিম। প্রচার কম হলেও ছবির টিজার আলোচনার জন্ম দিয়েছে।

এদিকে শেষ মুহূর্তে এসে মুক্তির তালিকায় যুক্ত হয়ে আলোচনায় এসেছে শাকিব খানের আরেক ছবি ‘অন্তরাত্মা’। ট্রেলারেও প্রশংসা কুড়িয়েছে। ওয়াজেদ আলী সুমন চার বছর আগে ২০২১ সালে শুরু করেছিলেন ‘অন্তরাত্মার’ শুটিং। সিনেমায় শাকিবের বিপরীতে অভিনয় করেছেন কলকাতার অভিনেত্রী দর্শনা বণিক। সিনেমাটির প্রযোজক ও কাহিনিকার সোহানী হোসেন, চিত্রনাট্য করেছেন ফেরারী ফরহাদ। ‘অন্তরাত্মার’ অন্যান্য চরিত্রে অভিনয় করছেন শাহেদ শরীফ খান, অরুণা বিশ্বাস, ঝুনা চৌধুরী, এস এম মহসীন, মারুফ।