ঈদের শুভেচ্ছা জানিয়েছেন রায়পুরার ইউএনও

- সময় ০১:৪৬:১৫ অপরাহ্ন, রবিবার, ৩০ মার্চ ২০২৫
- / 27
পবিত্র মাহে রমজানের শেষে এলো খুশির ঈদ। এ আনন্দ বয়ে আনুক সকল মানুষের ঘরে ঘরে। নরসিংদী জেলার বৃহত্তর রায়পুরা উপজেলাবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন রায়পুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মোঃ মাসুদ রানা।
শুভেচ্ছা বার্তায় ইউএনও রায়পুরা উপজেলা বাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়ে তিনি বলেন, পবিত্র মাহে রমজান আমাদের অনেক কিছু শিক্ষা দেয়, দীর্ঘ ১১ মাস পর এই সিয়াম সাধনার মাস হিসেবে রমজান আমাদের মাঝে এসে হাজির হয়।
ঈদ মানেই শান্তি, সহমর্মিতা, ভ্রাতৃত্ববোধ ও মুসলিম বন্ধনের এক শিক্ষা। হিংসা-বিদ্বেষ ভুলে, সাম্য, মৈত্রী ও সম্প্রীতির বন্ধনে আবদ্ধ হওয়ার মাধ্যমই হচ্ছে ঈদ। ঈদ মানেই শান্তি, ঈদ মানেই সকলের আনন্দের মিলবন্ধন। এবারের ঈদুল ফিতরে ধনী-গরীব নির্বিশেষে সবার জীবনে আনন্দের বার্তা বয়ে আনবে এবং আগামী দিনগুলো সবার জন্য সুখময় ও সুন্দরময় হোক। হাসি-খুশি ও ঈদের অনাবিল আনন্দ প্রতিটি মানুষের জীবন পূর্ণতায় ভরে উঠুক, এই প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।
ব্যক্তি, পরিবার, সমাজ ও রাষ্ট্রীয় জীবনে সৌহার্দ্য ও সম্প্রীতির মেলবন্ধন পরিব্যাপ্তি লাভ করুক—এটাই হোক এবারের পবিত্র ঈদুল ফিতরের আনন্দের আমেজ এবং ঐকান্তিক কামনার প্রার্থনা।
রায়পুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মোঃ মাসুদ রানা আরও বলেন, আসুন আমরা সবাই গরিব, দুঃখী, সুবিধাবঞ্চিত শিশুদের ও মেহনতি মানুষদের পাশে নিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে পবিত্র বন্ধনে আবদ্ধ হয়ে মহিমান্বিত ঈদুল ফিতরের আনন্দ ভাগাভাগি করার আহ্বান জানান উপজেলাবাসীকে।