ইস্যু বাংলাদেশ: যুক্তরাষ্ট্রের কাছে দিল্লির নালিশ
- সময় ০৩:২০:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪
- / 45
বাংলাদেশের ধর্মীয় সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়কে লক্ষ্য করে বিভিন্ন হামলা ও সহিংসতার ঘটনার তদন্ত দাবি করে যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেনকে পৃথকভাবে চিঠি দিয়েছে ভারত। দেশটির ফাউন্ডেশন ফর ইন্ডিয়া অ্যান্ড ইন্ডিয়ান ডায়াসপোরা (ফিডস) নামের একটি সংগঠন এ চিঠি পাঠিয়েছে। গতকাল বুধবার ফিডসের প্রেসিডেন্ট খান্দেরাও কান্ড ট্রাম্প এবং বাইডেনকে চিঠি দিয়েছেন বলে জানা গেছে।
ট্রাম্পকে প্রদান করা চিঠিতে বাংলাদেশের মৌলবাদী ইসলামের বৃদ্ধি উল্লেখ করে খান্দেরাও বলেন, “বাংলাদেশ মৌলবাদী ইসলামি রাষ্ট্রে পরিণত হচ্ছে এবং সেখানে গণতন্ত্র ফিরিয়ে আনা এবং ধর্মীয় সংখ্যালঘুদের রক্ষা করতে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং জাতিসংঘের তৎপর হওয়া জরুরি। আমি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনিক টিমের প্রতি অনুরোধ জানাচ্ছি বাংলাদেশে শান্তি ফিরিয়ে এনে ধর্মীয় সংখ্যালঘুদের রক্ষা করতে।
বাইডেনকে দেওয়া চিঠিতে খান্দেরাও বলেন, বাংলাদেশে গণতান্ত্রিক সমাজ প্রতিষ্ঠা নির্ভর করছে দেশটির দুর্বল জনগোষ্ঠীসহ সব নাগরিকের অধিকার সুরক্ষার উপরে। আমরা চাই আপনার প্রশাসন বাংলাদেশে নিপীড়িতদের রক্ষায় তৎপর হবেন।
সম্প্রতি রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার সনাতন ধর্মাবলম্বীদের সনাতন জাগরণ সমাজের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসের জামিনও নামঞ্জুর করেছে আদালত।
চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেপ্তার ও তার জামিন না পাওয়া নিয়ে উভয় চিঠিতে উদ্বেগ জানিয়েছে ফিডস।
এর আগে বাংলাদেশের সাম্প্রাতিক ঘটনাপ্রবাহ নিয়ে পশ্চিমবঙ্গের কলকাতা উত্তাল হয়ে উঠেছে। দেশটির ক্ষমতাসীন দল বিজেপির পক্ষ থেকে ইতিমধ্যেই আনুষ্ঠানিক বিবৃতি প্রদান করা হয়েছে। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ও সেটির জবাব দিয়েছে। কিন্তু এরই মধ্যে কলকাতায় বাংলাদেশের ডেপুটি হাই কমিশনার অফিস ঘেরাও করে কঠোর আন্দোলনের ঘোষণা দিয়েছেন পশ্চিম বঙ্গ রাজ্য বিজেপির নেতা এবং বিরোধী দলের নেতা শুভেন্ধু অধিকারী। তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, এনাফ ইজ এনাফ।
বাংলাদেশের সঙ্গে ভারতের আমদানি-রপ্তানিসহ সব ধরনের ভিসা বন্ধ করার চূড়ান্ত হুঁশিয়ারি দিয়েছে ক্ষমতাসীন বিজেপি। বাংলাদেশের সনাতন নেতা চিন্ময় কৃষ্ণ দাসের মুক্তির দাবিতে কলকাতায় আগুন জ্বালানোর হুমকির পাশাপাশি প্রয়োজনে বাংলাদেশের সঙ্গে ভারতের আমদানি-রপ্তানিসহ সব ধরনের ভিসা বন্ধ করার চূড়ান্ত হুঁশিয়ারি দিয়েছে ক্ষমতাসীন বিজেপি।
বুধবার (২৭ নভেম্বর) কলকাতায় বাংলাদেশের ডেপুটি হাইকমিশন ঘেরাও অভিযান শেষে এমন ঘোষণা দেন বিজেপি নেতা ও ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের বিধানসভার বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী। এর আগের দিনও ইসকনের হিন্দু নেতা অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ প্রভুকে গ্রেপ্তার নিয়ে উদ্বেগ প্রকাশ করেন বিজেপির ওই নেতা। তিনি বলেন এই খবর পেয়ে আমরা বিচলিত এবং চিন্তিত।
বাংলাদেশের সম্মিলিত সনাতন জাগরণী জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তারের প্রতিবাদে কলকাতায় বাংলাদেশ ডেপুটি হাইকমিশনে স্মারকলিপি দিয়েছে পশ্চিমবঙ্গের প্রধান বিরোধী দল বিজেপি। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে ৮ সদস্যের বিধায়কদের একটি প্রতিনিধি দল বুধবার বিকেলে মিশনে আসেন। শুভেন্দু ছাড়াও প্রতিনিধি দলে ছিলেন ড. শঙ্কর ঘোষ, শিখা চ্যাটার্জি, দীপক বর্মন, বুধরাই টুডু, অশোক কীর্তনীয়া, সুব্রত ঠাকুর, নিখিল রঞ্জন দে।