ইনসাফপূর্ণ রাষ্ট্র প্রতিষ্ঠার ডাক মামুনুল হকের
ইসলাম আক্রান্ত হলে বাংলাদেশও বিপন্ন হবে

- সময় ০৯:৩৮:৪৬ অপরাহ্ন, সোমবার, ১৭ ফেব্রুয়ারি ২০২৫
- / 50
বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক বলেছেন, ভারতীয় আধিপত্যবাদকে শিকড়সহ উপড়ে ফেলতে হবে। বাংলাদেশের সংবিধানে ধর্মনিরপেক্ষতার নামে কুফরি মতবাদ ও ভারতীয় এজেন্ডা আর দেখতে চাই না। একই সঙ্গে, বাংলাদেশ এবং ইসলাম এক সূত্রে গাঁথা। বাংলাদেশের শত্রুরাই ইসলামের শত্রু। ইসলাম আক্রান্ত হলে বাংলাদেশের স্বাধীনতাও হুমকির মুখে পড়বে। তাই ইসলামী রাষ্ট্র কায়েমের লক্ষ্যে আমাদের সংগ্রাম অব্যাহত থাকবে।
সোমবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে কুষ্টিয়া হাইস্কুল মাঠে অনুষ্ঠিত এক গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সমাবেশটি আয়োজন করে বাংলাদেশ খেলাফত মজলিস কুষ্টিয়া জেলা শাখা। এতে আরও দাবি জানানো হয়— শাপলা চত্বর গণহত্যার বিচার, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শহীদদের স্বীকৃতি এবং খেলাফত প্রতিষ্ঠা।
তিনি বলেন, আমরা বৈষম্যহীন, ইনসাফপূর্ণ সমাজ ও রাষ্ট্র গঠন করতে চাই। ইসলামী ঐক্যের মাধ্যমেই বাংলাদেশ ইসলামী রাষ্ট্রের দিকে গিয়ে যাবে ইনশাআল্লাহ।
মামুনুল হক বলেন, ১৯৭১-এর মুক্তিযুদ্ধের চেতনাকে হত্যা করা হয়েছে ১৯৭২ সালের সংবিধানের মাধ্যমে। বিগত ৫০ বছর ধরে আওয়ামী ফ্যাসিবাদী বাকশালি শক্তি এই সংবিধানের মাধ্যমে ইসলামের মূল চেতনাকে ধ্বংস করার চেষ্টা করেছে।”
তিনি আরও বলেন, ২০২৪ সালে আমরা যে ঐতিহাসিক বিজয় অর্জন করেছি, তা পূর্ণতা পাবে কুফরি মতবাদ ও বৈষম্যের শেকড় উপড়ে ফেলার মাধ্যমে।
শেয়ার করুন
-
সর্বশেষ
-
সর্বাধিক
Devoloped By: InnoSoln Limited