ইসরায়েলি ৪ নারী সেনাকে মুক্তি দেবে হামাস
- সময় ০১:০৭:৫৮ অপরাহ্ন, শনিবার, ২৫ জানুয়ারি ২০২৫
- / 46
নিজেদের কাছে জিম্মি থাকা চারজন ইসরায়েলি নারী সেনাকে এবার মুক্তি দেওয়ার ঘোষণা দিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস। আজ শনিবার তারা এই চার নারী সেনার নাম প্রকাশ করেছে।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, গাজায় যুদ্ধবিরতির অধীনে এবার যারা হামাসের কাছ থেকে মুক্তি পাচ্ছেন তারা হলেন—করিনা আরিভ (২০), ড্যানিয়েলা গিলবোয়া (২০), নামা লেভি (২০) ও লিরি আলবাগ (১৯)। এই চার ইসরায়েলি সেনার মুক্তির বিনিময়ে ১৮০ জন ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দেবে ইসরায়েল।
তবে ইসরায়েল আশা করেছিল, এবার জিম্মি মুক্তির তালিকায় আরবেল ইহুদ থাকবেন। কিন্তু এবারেও হামাস তাঁকে মুক্তি দিচ্ছে না।
গত বুধবার ইসরায়েলের একাধিক গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছিল, ইসরায়েল হামাসকে জানিয়ে দিয়েছে যে তারা এই সপ্তাহান্তে যুদ্ধবিরতি চুক্তির অধীনে গাজা উপত্যকা থেকে যে চার জিম্মিকে মুক্তি দেবে, তাদের মধ্যে যেন আরবেল ইহুদ থাকে। একজন বেসামরিক নারী হিসেবে পরবর্তী ব্যাচে তার মুক্ত হওয়া উচিত।
গত ১৯ জানুয়ারি বেলা সোয়া ১১ টায় ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হয়। চুক্তি অনুযায়ী, যুদ্ধবিরতির প্রথম দিনেই ইসরায়েলি বন্দিকে মুক্তি দেয় হামাস। বিপরীতে ৯০ ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দেয় ইসরায়েল।
এরপর আজ শনিবার দ্বিতীয় পর্বে জিম্মি মুক্তির তালিকা প্রকাশ করল হামাস। যুদ্ধবিরতির চুক্তি অনুযায়ী, প্রথমে নারী বেসামরিক নাগরিক, তারপর নারী সৈন্য, তারপর বয়স্ক এবং তারপর যারা অত্যন্ত অসুস্থ বলে মনে করা হবে, তাদের মুক্তি দেওয়ার কথা রয়েছে।
২০২৩ সালের ৭ অক্টোবর থেকে শুরু হওয়া গাজায় ইসরায়েলের যুদ্ধে কমপক্ষে ৪৭ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে এবং ১ লাখ ১১ হাজারের বেশি মানুষ আহত হয়েছে।
শেয়ার করুন
-
সর্বশেষ
-
সর্বাধিক
Devoloped By: InnoSoln Limited