ঢাকা ০৯:৫০ পূর্বাহ্ন, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

ইসকন নিষিদ্ধের দাবিতে ববিতে বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক, বরিশাল
  • সময় ১২:৫৯:২৪ অপরাহ্ন, বুধবার, ২৭ নভেম্বর ২০২৪
  • / 29

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ইসকনের বিরুদ্ধে বিক্ষোভ

চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যার বিচার ও ইসকন নিষিদ্ধের দাবি জানিয়ে বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) মানববন্ধন এবং বিক্ষোভ মিছিল করেছেন শিক্ষার্থীরা।

বুধবার (২৭ নভেম্বর) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের গ্রাউন্ড ফ্লোর থেকে এ বিক্ষোভ মিছিল শুরু হয়। পরে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে মানববন্ধন করেন।

শিক্ষার্থীরা বলেন, দেশকে অস্থিতিশীল করার জন্য একটি চক্রান্ত চলছে। স্বৈরাচারীর দোসররা ইসকনকে ব্যবহার করে স্বার্থ হাসিলের জন্য দেশকে অস্থিতিশীল করার পাঁয়তারা করছে। আমরা ছাত্রসমাজ এদের বিরুদ্ধে শক্ত অবস্থানে থাকব। ছাত্রসমাজ এর আগে স্বৈরাচারের বিরুদ্ধে রক্ত দিয়েছে, প্রয়োজন হলে আবারও রক্ত দেব। এ সময় ইসকনকে জঙ্গি সংগঠন আখ্যায়িত করে এর নিষিদ্ধের দাবি জানিয়েছেন তারা।

এ সময় মৃত্তিকা ও পরিবেশ বিজ্ঞান বিভাগের নবম ব্যাচের শিক্ষার্থী মাসুম বিল্লাহর সঞ্চালনায় বক্তব্য দেন রসায়ন বিভাগের শিক্ষার্থী হাসিবুল হাসান, লোকপ্রশাসন বিভাগের শিক্ষার্থী মোকাব্বেল শেখ, ম্যানেজমেন্ট বিভাগের সাবেক শিক্ষার্থী রেজা শরীফ ও সমাজবিজ্ঞান বিভাগের হাসান মাহমুদ প্রমুখ।

শেয়ার করুন

ইসকন নিষিদ্ধের দাবিতে ববিতে বিক্ষোভ

সময় ১২:৫৯:২৪ অপরাহ্ন, বুধবার, ২৭ নভেম্বর ২০২৪

চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যার বিচার ও ইসকন নিষিদ্ধের দাবি জানিয়ে বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) মানববন্ধন এবং বিক্ষোভ মিছিল করেছেন শিক্ষার্থীরা।

বুধবার (২৭ নভেম্বর) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের গ্রাউন্ড ফ্লোর থেকে এ বিক্ষোভ মিছিল শুরু হয়। পরে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে মানববন্ধন করেন।

শিক্ষার্থীরা বলেন, দেশকে অস্থিতিশীল করার জন্য একটি চক্রান্ত চলছে। স্বৈরাচারীর দোসররা ইসকনকে ব্যবহার করে স্বার্থ হাসিলের জন্য দেশকে অস্থিতিশীল করার পাঁয়তারা করছে। আমরা ছাত্রসমাজ এদের বিরুদ্ধে শক্ত অবস্থানে থাকব। ছাত্রসমাজ এর আগে স্বৈরাচারের বিরুদ্ধে রক্ত দিয়েছে, প্রয়োজন হলে আবারও রক্ত দেব। এ সময় ইসকনকে জঙ্গি সংগঠন আখ্যায়িত করে এর নিষিদ্ধের দাবি জানিয়েছেন তারা।

এ সময় মৃত্তিকা ও পরিবেশ বিজ্ঞান বিভাগের নবম ব্যাচের শিক্ষার্থী মাসুম বিল্লাহর সঞ্চালনায় বক্তব্য দেন রসায়ন বিভাগের শিক্ষার্থী হাসিবুল হাসান, লোকপ্রশাসন বিভাগের শিক্ষার্থী মোকাব্বেল শেখ, ম্যানেজমেন্ট বিভাগের সাবেক শিক্ষার্থী রেজা শরীফ ও সমাজবিজ্ঞান বিভাগের হাসান মাহমুদ প্রমুখ।