ইউনুস সরকারের প্রশংসায় আরসা প্রধান আতাউল্লাহ | Bangla Affairs
০৯:২২ অপরাহ্ন, শুক্রবার, ১১ এপ্রিল ২০২৫, ২৮ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

ইউনুস সরকারের প্রশংসায় আরসা প্রধান আতাউল্লাহ

নিজস্ব প্রতিবেদক, বান্দরবান
  • সময় ০৪:২২:১৪ অপরাহ্ন, সোমবার, ৭ এপ্রিল ২০২৫
  • / 114

ইউনুস সরকারের প্রশংসায় আরসা প্রধান আতাউল্লাহ

বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রশংসা করেছেন আরসা প্রধান আতাউল্লাহ আবু আম্মার জুনুনি। তিনি বলেছেন, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুস অত্যন্ত  ভালো মানুষ। আপনারা সবাই শুকরিয়া আদায় করেন। এছাড়াও আরকানের জমি রোহিঙ্গারা ফিরে পাবে।

আজ (৭ এপ্রিল) সোমবার দুপুরে বান্দরবান আদালত থেকে কারাগারে পাঠানোর সময় এমন মন্তব্য করেন মিয়ানমারের রোহিঙ্গাদের সশস্ত্র সংগঠন আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি-আরসার প্রধান আতাউল্লাহ আবু আম্মার জুনুনি।

এর আগে দুটি মামলার ঢাকা থেকে গ্রেপ্তারকৃত আরসা প্রধান জুনুনিকে চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ও দায়রা জজ আদালতে তোলা হয়। শুনানি শেষে আদালত জুনুনিকে কারাগারে পাঠানো নির্দেশ দেন। এসময় আইনশৃঙ্খলা বাহিনী কঠোর নিরাপত্তা মধ্য দিয়ে তাকে কারাগারে নিয়ে যাওয়া হয়।

আদালতসূত্রে জানা যায়, ২০২২ সালের নভেম্বরে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার তমব্রু সীমান্তে মাদকবিরোধী অভিযান চলাকালে রোহিঙ্গা সন্ত্রাসীদের হামলায় সামরিক গোয়েন্দা সংস্থার (ডিজিএফআই) এক কর্মকর্তা নিহত হয়। এ ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি করা হয় আরসা প্রধান আতাউল্লাহ আম্মার জুনুনিকে। দুটি হত্যা মামলার ঘটনায় আরসা প্রধানসহ আরো পাঁচ আসামীকে আদালতে হাজির করা হলে তাদেরকেও কারাগারে পাঠানো হয়।

বিষয়টি নিশ্চিত করে বান্দরবান চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের কোর্ট পুলিশ পরিদর্শক মো.রেজাউল করিম মজুমদার বলেন, আতাউল্লাহ আবু আম্মার জুনুনিকে বান্দরবানে আদালতে তোলার পর জেল হাজতে পাঠানো হয়েছে।

উল্লেখ্য, গত ১৭ মার্চ গভীর রাতে ঢাকার নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের ভূমি পল্লী এবং ময়মনসিংহ শহরের নতুন বাজার এলাকায় অভিযান চালিয়ে আরসা প্রধান আতাউল্লাহ আম্মার জুনুনিসহ আরো কয়েকসজন সহযোগীকে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা বাহিনী।

শেয়ার করুন

ইউনুস সরকারের প্রশংসায় আরসা প্রধান আতাউল্লাহ

সময় ০৪:২২:১৪ অপরাহ্ন, সোমবার, ৭ এপ্রিল ২০২৫

বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রশংসা করেছেন আরসা প্রধান আতাউল্লাহ আবু আম্মার জুনুনি। তিনি বলেছেন, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুস অত্যন্ত  ভালো মানুষ। আপনারা সবাই শুকরিয়া আদায় করেন। এছাড়াও আরকানের জমি রোহিঙ্গারা ফিরে পাবে।

আজ (৭ এপ্রিল) সোমবার দুপুরে বান্দরবান আদালত থেকে কারাগারে পাঠানোর সময় এমন মন্তব্য করেন মিয়ানমারের রোহিঙ্গাদের সশস্ত্র সংগঠন আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি-আরসার প্রধান আতাউল্লাহ আবু আম্মার জুনুনি।

এর আগে দুটি মামলার ঢাকা থেকে গ্রেপ্তারকৃত আরসা প্রধান জুনুনিকে চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ও দায়রা জজ আদালতে তোলা হয়। শুনানি শেষে আদালত জুনুনিকে কারাগারে পাঠানো নির্দেশ দেন। এসময় আইনশৃঙ্খলা বাহিনী কঠোর নিরাপত্তা মধ্য দিয়ে তাকে কারাগারে নিয়ে যাওয়া হয়।

আদালতসূত্রে জানা যায়, ২০২২ সালের নভেম্বরে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার তমব্রু সীমান্তে মাদকবিরোধী অভিযান চলাকালে রোহিঙ্গা সন্ত্রাসীদের হামলায় সামরিক গোয়েন্দা সংস্থার (ডিজিএফআই) এক কর্মকর্তা নিহত হয়। এ ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি করা হয় আরসা প্রধান আতাউল্লাহ আম্মার জুনুনিকে। দুটি হত্যা মামলার ঘটনায় আরসা প্রধানসহ আরো পাঁচ আসামীকে আদালতে হাজির করা হলে তাদেরকেও কারাগারে পাঠানো হয়।

বিষয়টি নিশ্চিত করে বান্দরবান চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের কোর্ট পুলিশ পরিদর্শক মো.রেজাউল করিম মজুমদার বলেন, আতাউল্লাহ আবু আম্মার জুনুনিকে বান্দরবানে আদালতে তোলার পর জেল হাজতে পাঠানো হয়েছে।

উল্লেখ্য, গত ১৭ মার্চ গভীর রাতে ঢাকার নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের ভূমি পল্লী এবং ময়মনসিংহ শহরের নতুন বাজার এলাকায় অভিযান চালিয়ে আরসা প্রধান আতাউল্লাহ আম্মার জুনুনিসহ আরো কয়েকসজন সহযোগীকে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা বাহিনী।