ইউক্রেনে রাশিয়ান বাহিনীর অতর্কিত হামলা, নিহত ১৮ | Bangla Affairs
১২:২৭ অপরাহ্ন, শুক্রবার, ১১ এপ্রিল ২০২৫, ২৮ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

ইউক্রেনে রাশিয়ান বাহিনীর অতর্কিত হামলা, নিহত ১৮

আন্তর্জাতিক ডেস্ক
  • সময় ১১:৫৭:৪৩ পূর্বাহ্ন, শনিবার, ৫ এপ্রিল ২০২৫
  • / 8

ইউক্রেনে রাশিয়ান বাহিনীর অতর্কিত হামলা

ইউক্রেনের মধ্যাঞ্চলীয় শহর ক্রিভি রিহের একটি আবাসিক এলাকায় অতর্কিত হামলা চালিয়েছে রাশিয়ান বাহিনী। এতে অন্তত ১৮ জন নিহত হয়েছে। নিহতদের মধ্যে নয়জন শিশু রয়েছে। স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

ইউক্রেনের কর্তৃপক্ষ বলছে, এটি চলতি বছরে মস্কোর চালানো সবচেয়ে বড় প্রাণঘাতী হামলা

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যখন রাশিয়া ও ইউক্রেনের এই যুদ্ধ বন্ধে তৎপর তার মধ্যে গতকাল শুক্রবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির শহরে এই হামলা হলো।

নিপ্রপেত্রোভস্কের গভর্নর সেরহি লিসাক বার্তা আদান-প্রদানের মাধ্যম টেলিগ্রামে লিখেছেন, হামলায় আবাসিক ব্লক ক্ষতিগ্রস্ত হয়ছে এবং আগুন ধরেছে।

টেলিগ্রামে ছড়িয়ে পড়া বিভিন্ন ভিডিওতে দেখা গেছে, ফুটপাতে হতাহতদের দেহ পড়ে আছে। সেখানে একটি খেলার মাঠের ভিডিও রয়েছে। ভিডিওতে আকাশে ধূসর ধোঁয়া উড়তে দেখা গেছে। তবে এসব ভিডিও যাচাই করা সম্ভব হয়নি।

ইউক্রেনের জরুরি পরিষেবা জানিয়েছে, হামলায় অন্তত ৫০ জন আহত হয়েছে। তবে হতাহতের সংখ্যা বাড়ছে। লিসাক জানান, আহত ৩০ জনের বেশি ব্যক্তি হাসপাতালে ভর্তি রয়েছে। তাদের মধ্যে তিন মাসের এক শিশুও রয়েছে।

রাশিয়ান বাহিনী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে এই হামলা চালিয়েছে বলে প্রতিবেদনে বলা হয়েছে।

শেয়ার করুন

ইউক্রেনে রাশিয়ান বাহিনীর অতর্কিত হামলা, নিহত ১৮

সময় ১১:৫৭:৪৩ পূর্বাহ্ন, শনিবার, ৫ এপ্রিল ২০২৫

ইউক্রেনের মধ্যাঞ্চলীয় শহর ক্রিভি রিহের একটি আবাসিক এলাকায় অতর্কিত হামলা চালিয়েছে রাশিয়ান বাহিনী। এতে অন্তত ১৮ জন নিহত হয়েছে। নিহতদের মধ্যে নয়জন শিশু রয়েছে। স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

ইউক্রেনের কর্তৃপক্ষ বলছে, এটি চলতি বছরে মস্কোর চালানো সবচেয়ে বড় প্রাণঘাতী হামলা

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যখন রাশিয়া ও ইউক্রেনের এই যুদ্ধ বন্ধে তৎপর তার মধ্যে গতকাল শুক্রবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির শহরে এই হামলা হলো।

নিপ্রপেত্রোভস্কের গভর্নর সেরহি লিসাক বার্তা আদান-প্রদানের মাধ্যম টেলিগ্রামে লিখেছেন, হামলায় আবাসিক ব্লক ক্ষতিগ্রস্ত হয়ছে এবং আগুন ধরেছে।

টেলিগ্রামে ছড়িয়ে পড়া বিভিন্ন ভিডিওতে দেখা গেছে, ফুটপাতে হতাহতদের দেহ পড়ে আছে। সেখানে একটি খেলার মাঠের ভিডিও রয়েছে। ভিডিওতে আকাশে ধূসর ধোঁয়া উড়তে দেখা গেছে। তবে এসব ভিডিও যাচাই করা সম্ভব হয়নি।

ইউক্রেনের জরুরি পরিষেবা জানিয়েছে, হামলায় অন্তত ৫০ জন আহত হয়েছে। তবে হতাহতের সংখ্যা বাড়ছে। লিসাক জানান, আহত ৩০ জনের বেশি ব্যক্তি হাসপাতালে ভর্তি রয়েছে। তাদের মধ্যে তিন মাসের এক শিশুও রয়েছে।

রাশিয়ান বাহিনী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে এই হামলা চালিয়েছে বলে প্রতিবেদনে বলা হয়েছে।