ঢাকা ০৪:০৯ পূর্বাহ্ন, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

‘আ. লীগ নেতা কর্মীরা আসলেই আটকের নির্দেশ’

নিজস্ব প্রতিবেদক, সাভার
  • সময় ০৭:০৪:০৩ অপরাহ্ন, সোমবার, ১৬ ডিসেম্বর ২০২৪
  • / 14

সাভারে আওয়ামী লীগ নেতাকর্মীরা

মহান বিজয় দিবস উপলক্ষে সাভারে জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা। তবে আওয়ামী লীগের নেতাকর্মীরা আসলেই তাদের আটকের নির্দেশ ছিল বলে স্বীকার করেছে পুলিশ। ‍উপরের কর্মকর্তাদের এমন আদেশ মানতে গিয়ে ইতিমধ্যেই আওয়ামী লীগের ৮ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।

সোমবার দুপুরে জাতীয় স্মৃতিসৌধের পরিদর্শন ছাউনি এলাকা থেকে তাদের আটক করা হয় বলে আশুলিয়া থানার ওসি আবু বকর সিদ্দিক জানান। পরবর্তীতে তাদের গ্রেপ্তার দেখানো হয়েছে।
তাদের মধ্যে দুই জনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন-ঢাকা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ঢাকা জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মাহবুবুর রহমান এবং ঢাকা-১৯ আসনের সাবেক সাংসদ পলাতক সাইফুল ইসলামের কর্মী মিল্টন। বাকিদের পরিচয় প্রকাশ করেনি পুলিশ

পুলিশ বলছে, ‘নাশকতা করতে’ ওই আট জন স্মৃতিসৌধে এসেছিলেন। প্রত্যক্ষদর্শীরা জানায়, বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করতে ঢাকা জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মাহাবুবর রহমানের নেতৃত্বে সাভারের সাবেক সংসদ সদস্য পলাতক সাইফুল ইসলামের কর্মীরা স্মৃতিসৌধে আসেন। এ সময় পরিদর্শন ছাউনির পাশে নেতাকর্মীরা জড়ো হচ্ছিলেন।

পরে ডিএমপি (ডিবি) পুলিশ সামনে দিকে এগিয়ে আসলে তারা ফুলের তোড়া থেকে ‘আওয়ামী লীগ’ লেখা ছিড়ে ফেলার চেষ্টা করে। এ সময় আশুলিয়া থানা পুলিশ ৮ জন নেতাকর্মীকে আটক করে থানায় নিয়ে যায়।

বাংলাদেশ আওয়ামী লীগ
বাংলাদেশ আওয়ামী লীগ

তখন কয়েকজনকে পালিয়ে যেতে দেখা গেছে বলেও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। ওসি আবু বকর সিদ্দিক বলেন, তারা মূলত নাশকতা করার জন্যই আসছিল। তাদের জিজ্ঞাসাবাদ করা হয়েছে।

আশুলিয়া থানার এসআই আনোয়ার হোসেন বলেন, উপরের নির্দেশে সকাল থেকেই পুলিশের একাধিক টিম সিভিল পোশাকে বিভিন্ন পয়েন্টে দায়িত্ব পালন করছে। আওয়ামী লীগ নেতা কর্মীরা আসলেই তাদের আটকের নির্দেশ রয়েছে।

এদিকে, সোমবার (১৬ ডিসেম্বর) বেলা আড়াইটার দিকে ঢাকা জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে জাতীয় স্মৃতিসৌধের বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন দলের নেতাকর্মীরা। এ সময় ঢাকা-১৯ আসনের সাবেক সংসদ সদস‍্য সাইফুল ইসলামের কর্মী-সমর্থক ও স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

একই সময়ে ধামরাই উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি হাবিবুর রহমান হাবীব ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান সিরাজুল ইসলামের নেতৃত্বে স্মৃতিসৌধে পৃথকভাবে শ্রদ্ধা জানানো হয়। এ সময় ধামরাই উপজেলা ছাত্রলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে ঢাকা জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও ঢাকা জেলা পরিষদের চেয়ারম‍্যান মাহবুবুর রহমান, ঢাকা-১৯ আসনের সাবেক সংসদ সদস্য সাইফুল ইসলামের কর্মী-সমর্থকসহ স্থানীয় আওয়ামী লীগের শতাধিক নেতাকর্মী জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাতে আসেন। এ সময় সাত জনকে আটক করা হলে বিচ্ছিন্ন হয়ে যান বাকিরা। পরে বেলা আড়াটার দিকে আবারও ফুল দিতে আসেন তারা।

শেয়ার করুন

‘আ. লীগ নেতা কর্মীরা আসলেই আটকের নির্দেশ’

সময় ০৭:০৪:০৩ অপরাহ্ন, সোমবার, ১৬ ডিসেম্বর ২০২৪

মহান বিজয় দিবস উপলক্ষে সাভারে জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা। তবে আওয়ামী লীগের নেতাকর্মীরা আসলেই তাদের আটকের নির্দেশ ছিল বলে স্বীকার করেছে পুলিশ। ‍উপরের কর্মকর্তাদের এমন আদেশ মানতে গিয়ে ইতিমধ্যেই আওয়ামী লীগের ৮ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।

সোমবার দুপুরে জাতীয় স্মৃতিসৌধের পরিদর্শন ছাউনি এলাকা থেকে তাদের আটক করা হয় বলে আশুলিয়া থানার ওসি আবু বকর সিদ্দিক জানান। পরবর্তীতে তাদের গ্রেপ্তার দেখানো হয়েছে।
তাদের মধ্যে দুই জনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন-ঢাকা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ঢাকা জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মাহবুবুর রহমান এবং ঢাকা-১৯ আসনের সাবেক সাংসদ পলাতক সাইফুল ইসলামের কর্মী মিল্টন। বাকিদের পরিচয় প্রকাশ করেনি পুলিশ

পুলিশ বলছে, ‘নাশকতা করতে’ ওই আট জন স্মৃতিসৌধে এসেছিলেন। প্রত্যক্ষদর্শীরা জানায়, বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করতে ঢাকা জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মাহাবুবর রহমানের নেতৃত্বে সাভারের সাবেক সংসদ সদস্য পলাতক সাইফুল ইসলামের কর্মীরা স্মৃতিসৌধে আসেন। এ সময় পরিদর্শন ছাউনির পাশে নেতাকর্মীরা জড়ো হচ্ছিলেন।

পরে ডিএমপি (ডিবি) পুলিশ সামনে দিকে এগিয়ে আসলে তারা ফুলের তোড়া থেকে ‘আওয়ামী লীগ’ লেখা ছিড়ে ফেলার চেষ্টা করে। এ সময় আশুলিয়া থানা পুলিশ ৮ জন নেতাকর্মীকে আটক করে থানায় নিয়ে যায়।

বাংলাদেশ আওয়ামী লীগ
বাংলাদেশ আওয়ামী লীগ

তখন কয়েকজনকে পালিয়ে যেতে দেখা গেছে বলেও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। ওসি আবু বকর সিদ্দিক বলেন, তারা মূলত নাশকতা করার জন্যই আসছিল। তাদের জিজ্ঞাসাবাদ করা হয়েছে।

আশুলিয়া থানার এসআই আনোয়ার হোসেন বলেন, উপরের নির্দেশে সকাল থেকেই পুলিশের একাধিক টিম সিভিল পোশাকে বিভিন্ন পয়েন্টে দায়িত্ব পালন করছে। আওয়ামী লীগ নেতা কর্মীরা আসলেই তাদের আটকের নির্দেশ রয়েছে।

এদিকে, সোমবার (১৬ ডিসেম্বর) বেলা আড়াইটার দিকে ঢাকা জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে জাতীয় স্মৃতিসৌধের বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন দলের নেতাকর্মীরা। এ সময় ঢাকা-১৯ আসনের সাবেক সংসদ সদস‍্য সাইফুল ইসলামের কর্মী-সমর্থক ও স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

একই সময়ে ধামরাই উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি হাবিবুর রহমান হাবীব ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান সিরাজুল ইসলামের নেতৃত্বে স্মৃতিসৌধে পৃথকভাবে শ্রদ্ধা জানানো হয়। এ সময় ধামরাই উপজেলা ছাত্রলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে ঢাকা জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও ঢাকা জেলা পরিষদের চেয়ারম‍্যান মাহবুবুর রহমান, ঢাকা-১৯ আসনের সাবেক সংসদ সদস্য সাইফুল ইসলামের কর্মী-সমর্থকসহ স্থানীয় আওয়ামী লীগের শতাধিক নেতাকর্মী জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাতে আসেন। এ সময় সাত জনকে আটক করা হলে বিচ্ছিন্ন হয়ে যান বাকিরা। পরে বেলা আড়াটার দিকে আবারও ফুল দিতে আসেন তারা।