ঢাকা ০৯:১৭ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জানুয়ারি ২০২৫, ৪ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

আ.লীগ সম্পাদক এখন জামায়াতের সভাপতি!

নিজস্ব প্রতিবেদক, কুমিল্লা
  • সময় ০১:০৪:২৩ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জানুয়ারি ২০২৫
  • / 33

আ.লীগের সাধারণ সম্পাদক এখন জামায়াতে ইসলামীর সভাপতি

গেল ৫ আগস্ট পরবর্তী সময়ে দেশের রাজনীতিতে নানা পট পরিবর্তন হয়েছে। সেই ধারাবাহিকতায় কুমিল্লার তিতাস উপজেলায় আবু হানিফ নামে এক ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক জামায়াতে ইসলামীর ওয়ার্ড সভাপতি হয়েছেন। এ ঘটনায় এলাকায় তোলপাড় শুরু হয়েছে।

জানা গেছে, আগামী শনিবার (১৮ জানুয়ারি) ওই ওয়ার্ডে জামায়াতের কর্মী সম্মেলন অনুষ্ঠিত হবে। সম্মেলনের জন্য ছাপানো পোস্টারে আবু হানিফের নাম এবং তার নতুন পদবি প্রকাশিত হয়, যা বিষয়টিকে সামনে নিয়ে আসে। পরে গণমাধ্যমের কাছে বিষয়টি স্বীকার করেন আবু হানিফ।

আবু হানিফ, যিনি মজিদপুর ইউনিয়ন পরিষদের ৪ নম্বর ওয়ার্ডের সদস্য (ইউপি মেম্বার), আগে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন।

তিনি বলেন, সাহাবৃদ্ধি সাকুরা কিন্ডারগার্টেনে ওয়ার্ড আওয়ামী লীগের কমিটি গঠনের সময় আগের সেক্রেটারি উপস্থিত না থাকায় আমার নাম ঘোষণা করা হয়। আমি রাজি না থাকলেও নেতারা জোর করে আমাকে সাধারণ সম্পাদক পদে বসান। পরবর্তীতে উন্নয়নমূলক কাজের স্বার্থে আমি আওয়ামী লীগের সঙ্গে থেকে কাজ করি। তবে আমি আগে থেকেই জামায়াতের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলাম। বর্তমানে আমি জামায়াতে ইসলামীর ওয়ার্ড সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছি।

তিনি আরও বলেন, আওয়ামী লীগ থেকে পদত্যাগপত্র জমা দিতে পারিনি, কারণ দলটির সাংগঠনিক নেতারা পলাতক ছিলেন। তবে শিগগিরই পদত্যাগপত্র জমা দেব।

তিতাস উপজেলা জামায়াতের আমির ইঞ্জিনিয়ার শামীম সরকার বলেন, যৌক্তিক কারণেই আবু হানিফকে ওয়ার্ড সভাপতি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

কুমিল্লা উত্তর জেলা জামায়াতের আমির অধ্যাপক আব্দুল মতিন বলেন, আবু হানিফ মেম্বার হওয়ার ১০ বছর আগে থেকেই জামায়াতের রাজনীতির সঙ্গে সক্রিয় ছিলেন। ইউপি সদস্য হওয়ার পর তাকে জোরপূর্বক ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক করা হয়। তবে তিনি সবসময়ই আমাদের দলের সক্রিয় কর্মী ছিলেন।

শেয়ার করুন

আ.লীগ সম্পাদক এখন জামায়াতের সভাপতি!

সময় ০১:০৪:২৩ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জানুয়ারি ২০২৫

গেল ৫ আগস্ট পরবর্তী সময়ে দেশের রাজনীতিতে নানা পট পরিবর্তন হয়েছে। সেই ধারাবাহিকতায় কুমিল্লার তিতাস উপজেলায় আবু হানিফ নামে এক ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক জামায়াতে ইসলামীর ওয়ার্ড সভাপতি হয়েছেন। এ ঘটনায় এলাকায় তোলপাড় শুরু হয়েছে।

জানা গেছে, আগামী শনিবার (১৮ জানুয়ারি) ওই ওয়ার্ডে জামায়াতের কর্মী সম্মেলন অনুষ্ঠিত হবে। সম্মেলনের জন্য ছাপানো পোস্টারে আবু হানিফের নাম এবং তার নতুন পদবি প্রকাশিত হয়, যা বিষয়টিকে সামনে নিয়ে আসে। পরে গণমাধ্যমের কাছে বিষয়টি স্বীকার করেন আবু হানিফ।

আবু হানিফ, যিনি মজিদপুর ইউনিয়ন পরিষদের ৪ নম্বর ওয়ার্ডের সদস্য (ইউপি মেম্বার), আগে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন।

তিনি বলেন, সাহাবৃদ্ধি সাকুরা কিন্ডারগার্টেনে ওয়ার্ড আওয়ামী লীগের কমিটি গঠনের সময় আগের সেক্রেটারি উপস্থিত না থাকায় আমার নাম ঘোষণা করা হয়। আমি রাজি না থাকলেও নেতারা জোর করে আমাকে সাধারণ সম্পাদক পদে বসান। পরবর্তীতে উন্নয়নমূলক কাজের স্বার্থে আমি আওয়ামী লীগের সঙ্গে থেকে কাজ করি। তবে আমি আগে থেকেই জামায়াতের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলাম। বর্তমানে আমি জামায়াতে ইসলামীর ওয়ার্ড সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছি।

তিনি আরও বলেন, আওয়ামী লীগ থেকে পদত্যাগপত্র জমা দিতে পারিনি, কারণ দলটির সাংগঠনিক নেতারা পলাতক ছিলেন। তবে শিগগিরই পদত্যাগপত্র জমা দেব।

তিতাস উপজেলা জামায়াতের আমির ইঞ্জিনিয়ার শামীম সরকার বলেন, যৌক্তিক কারণেই আবু হানিফকে ওয়ার্ড সভাপতি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

কুমিল্লা উত্তর জেলা জামায়াতের আমির অধ্যাপক আব্দুল মতিন বলেন, আবু হানিফ মেম্বার হওয়ার ১০ বছর আগে থেকেই জামায়াতের রাজনীতির সঙ্গে সক্রিয় ছিলেন। ইউপি সদস্য হওয়ার পর তাকে জোরপূর্বক ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক করা হয়। তবে তিনি সবসময়ই আমাদের দলের সক্রিয় কর্মী ছিলেন।