০২:৪৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ মার্চ ২০২৫, ২৬ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ
ডিসিদের বার্তা দেবে নির্বাচন কমিশন

আ. লীগের নিবন্ধন বাতিল: মন্তব্য করার সময় আসেনি

সিনিয়র প্রতিবেদক
  • সময় ০৬:২১:৫৫ অপরাহ্ন, রবিবার, ১৬ ফেব্রুয়ারি ২০২৫
  • / 67

নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার

আওয়ামী লীগের নিবন্ধন বাতিল প্রসঙ্গে নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার বলেছেন, এখনই এ বিষয়ে মন্তব্য করার সময় আসেনি। তিনি বলেন, “সময়ই বলে দেবে আমরা কী করব।”
রোববার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে নির্বাচন ভবনে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

আগামী মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনে অংশ নেবে নির্বাচন কমিশন (ইসি)। যেকোনো মূল্যে একটি উত্তম ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের বার্তা জেলা প্রশাসকদের দেওয়া হবে বলে জানিয়েছেন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার।

তিনি জানান, ডিসি সম্মেলনের মঙ্গলবার সন্ধ্যার সেশনে পুরো নির্বাচন কমিশন উপস্থিত থাকবে। মাঠ প্রশাসনের ওপর নির্বাচন পরিচালনার দায়িত্ব থাকে, তাই নির্বাচন অবাধ ও নিরপেক্ষ করতে তাদের সুনির্দিষ্ট নির্দেশনা দেওয়া হবে।

তিনি বলেন, “একটি উত্তম নির্বাচন আয়োজনে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। ডিসিদের স্পষ্ট বার্তা দেওয়া হবে যে, কোনো মূল্যে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে হবে।”

নির্বাচন কমিশনার আরও জানান, নির্বাচনী এলাকার সীমানা নির্ধারণের আইন পরিবর্তনের উদ্যোগ নেওয়া হচ্ছে। নতুন আইন মানুষের প্রত্যাশা অনুযায়ী হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

সরকারের পক্ষ থেকে কোনো চাপ নেই দাবি করে আনোয়ারুল ইসলাম বলেন, “নির্বাচন কমিশন মনে করে, দেশের ইতিহাসে এবার সবচেয়ে সুষ্ঠু নির্বাচন হবে। পাইলট প্রকল্প হিসেবে জেলা প্রশাসকদের পরিবর্তে নির্বাচন কমিশনের কর্মকর্তাকে রিটার্নিং অফিসার হিসেবে দায়িত্ব দেওয়ার পরিকল্পনা রয়েছে।”

শেয়ার করুন

ডিসিদের বার্তা দেবে নির্বাচন কমিশন

আ. লীগের নিবন্ধন বাতিল: মন্তব্য করার সময় আসেনি

সময় ০৬:২১:৫৫ অপরাহ্ন, রবিবার, ১৬ ফেব্রুয়ারি ২০২৫

আওয়ামী লীগের নিবন্ধন বাতিল প্রসঙ্গে নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার বলেছেন, এখনই এ বিষয়ে মন্তব্য করার সময় আসেনি। তিনি বলেন, “সময়ই বলে দেবে আমরা কী করব।”
রোববার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে নির্বাচন ভবনে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

আগামী মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনে অংশ নেবে নির্বাচন কমিশন (ইসি)। যেকোনো মূল্যে একটি উত্তম ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের বার্তা জেলা প্রশাসকদের দেওয়া হবে বলে জানিয়েছেন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার।

তিনি জানান, ডিসি সম্মেলনের মঙ্গলবার সন্ধ্যার সেশনে পুরো নির্বাচন কমিশন উপস্থিত থাকবে। মাঠ প্রশাসনের ওপর নির্বাচন পরিচালনার দায়িত্ব থাকে, তাই নির্বাচন অবাধ ও নিরপেক্ষ করতে তাদের সুনির্দিষ্ট নির্দেশনা দেওয়া হবে।

তিনি বলেন, “একটি উত্তম নির্বাচন আয়োজনে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। ডিসিদের স্পষ্ট বার্তা দেওয়া হবে যে, কোনো মূল্যে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে হবে।”

নির্বাচন কমিশনার আরও জানান, নির্বাচনী এলাকার সীমানা নির্ধারণের আইন পরিবর্তনের উদ্যোগ নেওয়া হচ্ছে। নতুন আইন মানুষের প্রত্যাশা অনুযায়ী হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

সরকারের পক্ষ থেকে কোনো চাপ নেই দাবি করে আনোয়ারুল ইসলাম বলেন, “নির্বাচন কমিশন মনে করে, দেশের ইতিহাসে এবার সবচেয়ে সুষ্ঠু নির্বাচন হবে। পাইলট প্রকল্প হিসেবে জেলা প্রশাসকদের পরিবর্তে নির্বাচন কমিশনের কর্মকর্তাকে রিটার্নিং অফিসার হিসেবে দায়িত্ব দেওয়ার পরিকল্পনা রয়েছে।”